শনিবার ● ৮ জুলাই ২০১৭
প্রথম পাতা » খুলনা বিভাগ » খুলনা বিভাগের ৩৭টি পৌরসভার সমাবেশ :কর্মচারীদের সরকারি কোষাগার থেকে বেতন-ভাতার দাবী
খুলনা বিভাগের ৩৭টি পৌরসভার সমাবেশ :কর্মচারীদের সরকারি কোষাগার থেকে বেতন-ভাতার দাবী
জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহ প্রতিনিধি :: (২৪ আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.১৮মি.) সরকারি কোষাগার থেকে বেতন-ভাতার দাবীতে ঝিনাইদহে পৌর কর্মকর্তা-কর্মচারীদের খুলনা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৮ জুলাই শনিবার সকালে ঝিনাইদহ ডা. কে আহম্মদ পৌর কমিউনিটি সেন্টারে এ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন। সমাবেশ প্রস্তুতি কমিটির আহবায়ক ঝিনাইদহ পৌরসভার সচিব আজমল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর সভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল আলিম মোল্ল্যা। বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক শহীদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, বাংলাদেশ কাউন্সিলর এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির মহা-সচিব সাইদুল ইসলাম মধু, বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা শামছুল আলম, সহ-সভাপতি রঞ্জন কান্তি গুহ, ঝিনাইদহ পৌরসভা কর্মচারী ইউনিয়নের সভাপতি ও পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন এর সাধারন সম্পাদক আব্দুল হান্নান।
এসময় উপস্থিত ছিলেন পৌর সভার সহকারী প্রকৌশলী কামাল উদ্দীন, উপ-সহকারী প্রকৌশলী রাশেদ আলী খাঁন,রুহুল আমিন,বস্তি উন্নয়ন কর্মকর্তা বদর উদ্দীন আহমেদ,পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন সাধারণ সম্পাদক আব্দুর রহমান রিপন, পৌরসভা কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, শংকর নন্দী, সহ-সভাপতি ইদ্রিস আলী,সেলিম রেজা,সাংগঠনিক সম্পাদক শাহিনুর ইসলাম,হাবিবুর রহমান,শফিকুল ইসলাম,শরাফত হোসেন,অনজলী রায়,ইয়াসমিন আরা ঝর্ণা, নাজিরুল ইসলাম সহ খুলনা বিভাগের ৩৭টি পৌর সভার প্রায় ২ হাজার কর্মকর্তা,কর্মচারী প্রমূখ ।
সমাবেশে বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, খুলনা বিভাগসহ বাংলাদেশের অনেক পৌরসভায় মাসের পর মাস বেতন-ভাতা পাচ্ছেন না কর্মচারী-কর্মকর্তারা। দ্রুত বকেয়া বেতন পরিশোধ ও সরকারী কোষাগার থেকে বেতন-ভাতা দেওয়ার জোর দাবী জানান তারা।





কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন
জাকির এর উদ্যোগে কুষ্টিয়া শহর নতুন রূপে সেজেছে
কুষ্টিয়ার আদালতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালাল নিষিদ্ধ ছাত্রলীগ
ফারাক্কার বিরূপ প্রভাবে কুষ্টিয়ার ৫০ হাজার মানুষ পানিবন্দি