সোমবার ● ৯ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » যৌতুকের টাকা না পেয়ে পাষান্ড স্বামী পেটাল স্ত্রী ও তার দু’ভাইকে
যৌতুকের টাকা না পেয়ে পাষান্ড স্বামী পেটাল স্ত্রী ও তার দু’ভাইকে
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি :: (২৪ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সকাল ১০.৫৫ মি.) যৌতুকের টাকা না পেয়ে স্ত্রী ও তার দু’ভাইকে পিটিয়ে মারাত্মক জখম করেছে এক পাষান্ড স্বামী ও তার পরিবারের লোকজন। যৌতুক লোভী স্বামীর নির্যাতনের শিকার হয়ে এখন হাসপাতালের বেডে কাতরাচ্ছেন স্ত্রী লিলি খাতুন (৩০) এবং তার দু’ভাই আব্দুল কাদের (৪০) ও সাইদুল ইসলাম (২৭) ।
এদের মধ্যে বড় ভাই আব্দুল কাদেরের অবস্থার অবনতি হলে গতকাল রবিবার তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। গত শনিবার রাত সাড়ে সাতটার দিকে উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের পুরানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ১২ বছর আগে উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের পুরানপাড়া গ্রামের আব্দুল ওয়াহেদ আলীর কন্যা লিলি খাতুনের বিয়ে হয় একই মহল্লার সেলেমান আলীর পুত্র আইয়ুব আলীর সাথে । বিয়েতে যৌতুক হিসেবে সে সময় বর পক্ষকে দেওয়া হয় ১৫ হাজার টাকা ও একটি টেলিভিশন।
এ ছাড়া বিভিন্ন সময় জামাই আইয়ুব আলীর নানা আবদার মিটিয়েছে আসছে স্ত্রীর দরিদ্র পরিবার। এভাবেই পেরিয়ে গেছে এক যুগ। তাদের ঘরে জন্ম নিয়েছে ৪ টি সন্তান। তারপরও মাঝে মধ্যেই নানা কারণে তাকে শারীরিকভাবে নির্যাতনের শিকার হতে হয়।
ঘটনার দিন আইয়ুব আলী স্ত্রী লিলিকে আবারও তার বাবার বাড়ি থেকে টাকা আনতে বলে। সে তাতে অস্বীকৃতি জানালে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন মিলে তাকে পিটিয়ে গুরুতর জখম করে। খবর পেয়ে তার দু’ভাই আব্দুল কাদের ও সাইদুল বোনকে উদ্ধার করে হাসপাতালে নিতে গেলে তাদেরকেও পিটিয়ে আহত করা হয়। এ সময় গ্রামের লোকজন ছুটে এসে আহত অবস্থায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
চিকিৎসকেরা জানান, লিলির মাথায় মারাত্মক জখম হয়েছে ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। ইউপি সদস্য নুরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
এ ঘটনায় নির্যাতিতা স্ত্রী লিলির পিতা বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জুয়েল বলেন, অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





নলছিটি থেকে ডাবল মার্ডারের আসামী আয়েশা গ্রেপ্তার
ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২
আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
নারায়ণগঞ্জে সাংবাদিকতার আড়ালে সমকামিতা, মাদক, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলিং
লংগদু এস টিভির প্রতিনিধি লিটনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ