সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন
গাইবান্ধায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন
সাইফুল মিলন, গাইবান্ধা প্রতিনিধি :: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে গাইবান্ধা জেলা আওয়ামী লীগের উদ্যোগে আজ সোমবার নানা কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীর মধ্যে রয়েছে কেক কাটা, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও তবারক বিতরণ।
জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কেক কেটে জন্মদিনের কর্মসূচীর সূচনা করা হয়। পরে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকসহ জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মোজাম্মেল হক মন্ডল, সাইফুল আলম সাকা, দীপক কুমার পাল, রেজাউল করিম রেজা, মৃদুল মোস্তাফিজ ঝন্টু, আমিনুর জামান রিংকু, পিয়ারুল ইসলাম, এমারুল ইসলাম সাবিন, মোশাররফ হোসেন দুলাল, শাহ আহসান হাবীব রাজিব, মাহবুব আলম কোর্ট, তানজিমুল ইসলাম জামিল, সুলতান আলী মন্ডল প্রমুখ।
এছাড়া জন্মদিন উপলক্ষে গাইবান্ধা জেলা শহরের স্টেশন জামে মসজিদ, খানকা শরীফ জামে মসজিদ ও বড় মসজিদে মিলাদ মাহফিল এবং কালিমন্দির ও শনি মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। শেষে দু:স্থদের মধ্যে তবারক বিতরণ করা হয়। এছাড়া জেলা কৃষক লীগের উদ্যোগে দোয়া মাহফিল কর্মসূচী পালন করা
গাইবান্ধায় যৌন ও প্রজনন স্বাস্থ্য উন্নয়ন এবং অধিকার প্রতিষ্ঠা কর্মসূচীর জেলা কমিটির সভা অনুষ্ঠিত
গাইবান্ধা :: ‘যৌন ও প্রজনন স্বাস্থ্য উন্নয়ন এবং অধিকার প্রতিষ্ঠা’ শীর্ষক কর্মসূচীর জেলা কমিটির এক আলোচনা সভা সোমবার গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন আ.খ.ম. আখতারুজ্জামানের সভাপতিত্বে এবং কর্মসূচীর সমন্বয়কারি ডা: সাইফুন আকতার লানিয়ার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএমএ’র সভাপতি ডা: মতিয়ার রহমান, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, আরএমও ডা: হারুন অর রশিদ, ডা: আবুল কালাম আজাদ মন্ডল, ডা: শরিফুল ইসলাম, ডা: তাহেরা আকতার মনি প্রমুখ।
সভায় উল্লেখ করা হয় যৌন ও প্রজনন স্বাস্থ্য উন্নয়ন এবং অধিকার প্রতিষ্ঠা নামের কর্মসূচীর সামগ্রিক বাস্তবায়ন, তদারকি ও সমন্বয় সাধনের লক্ষ্যে এই জেলা কমিটি গঠন করা হয়েছে। এই জেলা কমিটি উক্ত কর্মসূচী বাস্তবায়নের পাশাপাশি মাতৃ ও শিশু স্বাস্থ্য সু-রক্ষায় এবং সমস্যা সংকটে কার্যকর ভূমিকা রাখবে। সভায় উল্লেখ করা হয় জাতি সংঘের জনসংখ্য তহবিলের অর্থায়নে এই কর্মসূচীর আওতায় গাইবান্ধাসহ দেশের ১০টি জেলায় ২০২০-২০৩০ সালের মধ্যে যৌন ও প্রজনন স্বাস্থ্য উন্নয়ন এবং অধিকার প্রতিষ্ঠা ছাড়াও শিশু ও মাতৃ মৃত্যু শূন্য পর্যায়ে নামিয়ে আনার ক্ষেত্রে সার্বিক ভূমিকা রাখবে।
এছাড়া গাইবান্ধা জেলা ও উপজেলা স্বাস্থ্য কেন্দগুলোতে শিশু ও মাতৃসেবা ইউনিট, মাতৃসেবা ওয়ার্ডের উন্নয়ন, আদর্শ ডেলিভারী ওয়ার্ড গঠন, এ্যাম্বুলেন্স সার্ভিস প্রদানসহ সার্বক্ষনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাবে। ইতোমধ্যে গাইবান্ধা জেলা হাসপাতালসহ উপজেলা হাসপাতালগুলোতে মিডওয়েফ নিয়োগ দেয়া হয়েছে। এছাড়াও এই কর্মসূচীর আওতায় ইতোমধ্যে গাইবান্ধা, সাঘাটা, ফুলছড়ি ও সুন্দরগঞ্জের চরাঞ্চলে মা ও শিশু রোগীদের দ্রুত স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের তত্ত্বাবধানে একটি বোড এ্যাম্বলেন্স প্রদান করা হয়েছে।
সভায় জেলা কমিটির সদস্যদের মধ্যে পুলিশ সুপারের প্রতিনিধি, লাইফবয় ফ্রেন্ডশীপের প্রতিনিধি প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে পৌরসভার ৫ নং ওয়ার্ডে দোয়া মাহফিল অনুষ্ঠিত
গাইবান্ধা :: প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে গাইবান্ধা পৌরসভার ৫ নং ওয়ার্ডের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার ২৮ সেপ্টেম্বর গাইবান্ধা পৌরসভার প্যানেল মেয়র, পৌর আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক মতলুবর রহমানের ব্যক্তিগত উদ্দ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় পৌর এলাকার ৫নং ওয়ার্ডের সকল অঙ্গসংগঠনের নেতাকর্মী, সমাজ সেবক, এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।





নারী অধিকার আর মর্যাদার প্রশ্নে কোন আপোষ নেই
পরিস্থিতি সামাল দিতে জাতীয় সমঝোতা প্রতিষ্ঠার উদ্যোগ নিন
সংবিধান বাতিল বা পরিবর্তন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়
দেশের জনগণ এই সরকারের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে : সাইফুল হক
ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচন গাইবান্ধার সাদুল্লাপুরে চলেছে ভোট গ্রহণ
হোটেল ব্যবসায়ী পিতার হত্যাকারী পুত্র
গাইবান্ধায় ১৫ পরিবারকে স্বাবলম্বী গড়ে তোলার উদ্যোগ
৮০ বছরের পুরোনো ক্লাবের লীজ বাতিল, হতাশায় গাইবান্ধার ক্রীড়াঙ্গন
গাইবান্ধায় প্রার্থীর সমর্থককে হত্যার অভিযোগ
আদিবাসী পল্লী থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার