বুধবার ● ৪ নভেম্বর ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » রায়হান হত্যা মামলা : পিবিআই নতুন তদন্ত কর্মকর্তা আওলাদ হোসাইন
রায়হান হত্যা মামলা : পিবিআই নতুন তদন্ত কর্মকর্তা আওলাদ হোসাইন
সিলেট প্রতিনিধি :: সিলেটের বন্দর বাজার পুলিশ ফাঁড়িতে পুলিশি নির্যাতনে নিহত রায়হান হত্যা মামলায় পিবিআই নতুন তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন ইন্সপেক্টর আওলাদ হোসাইন। এ মামলায় তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর মুহিদুল ইসলাম করোনা পজিটিভ হওয়ায় মামলার গতি স্বাভাবিক রাখতে ইন্সপেক্টর আওলাদ হোসাইনকে নতুন দায়িত্ব দেয়া হয়। গতকাল মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই সিলেটের পুলিশ সুপার খালেদ উজ জামান।
এর আগে, (সোমবার) মামলার সাবেক তদন্ত কর্মকর্তা এসআই মহিদুল ইসলামসহ পিবিআই সিলেটের ৮ সদস্য করোনা পজিটিভ সনাক্ত হয়। এমন বাস্তবতায় নতুন তদন্ত কর্মকর্তা নিয়োগের ইঙ্গিত দেন পিবিআই সিলেটের পুলিশ সুপার খালেদ উজ জামান।
এদিকে, রায়হানের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ করায় ৫৪ ধারায় আটককৃত সাইদুর শেখের বিরুদ্ধে কোতোয়ালী থানায় প্রতারণা মামলা দায়ের করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন- কোতয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সৌমেন মৈত্র। তিনি জানান- মো. আফজাল হোসেন আলাল নামে এক ব্যক্তি মামলাটি দায়ের করেন। তার বাড়ী সিলেটের জকিগঞ্জ উপজেলায়। মামলায় বাদী সাইদুর শেখের বিরুদ্ধে মুদ্রা প্রতারণার অভিযোগ এনেছেন।
এছাড়া রায়হান হত্যা মামলায় বন্দরবাজার পুলিশ ফাঁড়ির দুই কনস্টেবল টিটু চন্দ্র দাসকে দুই দফায় ৮ দিন করে রিমান্ড শেষে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত। আর গ্রেপ্তার অপর আসামী ৫ দিনের রিমান্ডে ছিলেন। তবে রিমান্ডে থাকা এএসআই আশেক ই এলাহী অসুস্থ হয়ে পড়লে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মানসিক ওয়ার্ডে ভর্তি হয়েছে। এ নিয়ে এই মামলায়, বন্দর বাজার ফাঁড়ির তিন পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে পিবিআই। তবে, মূল সন্দেহভাজন এসআই আকবরকে এখনো গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
এর আগে গত ১১ অক্টোবর ভোরে পুলিশের নির্যাতনে রায়হান উদ্দিন (৩৩) নামে এক যুবক নিহত হওয়ার অভিযোগ তুলেন তার স্বজনরা। নিহত ওই যুবক সিলেটের আখালিয়ার নেহারিপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে।





রাঙামাটিতে মহান বিজয় দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
আগামী নির্বাচনে টাকার খেলা বন্ধ করতে হবে
চট্টগ্রাম পুস্তক ব্যবসায়ী ঐক্য পরিযদ নির্বাচনে অধ্যাপক প্রদীপ কুমার দত্ত বিপুল ভোটে নির্বাচিত
রাঙামাটি ঘোষণার মাধ্যমে শেষ হলো পার্বত্য বড়ুয়া কনভেনশন-২০২৫
পার্বত্য চট্টগ্রাম চুক্তি-৯৭ আদ্যোপান্ত শীর্ষক আলোচনা : চুক্তিতে অসংগতি থাকায় শান্তির বদলে অশান্তি বেড়েছে
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
অবিলম্বে জাতীয় স্বার্থের পরিপন্থী টার্মিনাল চুক্তি থেকে সরে আসুন
সংকট নিরসনে জেলা পরিষদকে উদ্যোগ নেয়ার আহবান নাগরিক পরিষদের, হরতালে সমর্থন
প্রধান উপদেষ্টার ভাষণে সংকট উত্তরণের প্রচেষ্টা থাকলেও তা গুরুতর সাংবিধানিক প্রশ্নের জন্ম দিয়েছে