শনিবার ● ১৭ এপ্রিল ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক » লক্সফোর্ডে লিবডেম প্রার্থী অহিদ উদ্দিনের জোরদার নির্বাচনী প্রচারণা
লক্সফোর্ডে লিবডেম প্রার্থী অহিদ উদ্দিনের জোরদার নির্বাচনী প্রচারণা
লন্ডন :: রেডব্রিজ কাউন্সিলের আসন্ন উপনির্বাচনে লক্সফোর্ড ওয়ার্ডের লিবারেল ডেমোক্র্যাটস প্রার্থী মোহাম্মদ অহিদ উদ্দিন জোরদার নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। গত এক সপ্তাহ আগে তিনি বিরামহীন গতির এই নির্বাচনী প্রচারণা শুরু করেন।
বুধবার মোহাম্মেদ উদ্দিনের এই জোরদার নির্বাচনী প্রচারে অংশ নেন বিশিষ্ট লিবডেম নেতা সাবেক কাউন্সিলর গ্যাইনথ ডেকিনস। প্রচারণার এই সময় মোহাম্মেদ এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। তিনি এলাকার নানাধরনের সমস্যা নিয়ে বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন। মোহাম্মেদ উদ্দিন লক্সফোর্ডে বিরাজমান সমস্যা সমাধানে তাকে নিবাচিত করার জন্য বাসিন্দাদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
বুধবার সন্ধ্যায় মোহাম্মেদ উদ্দিন স্কাই বাংলা টিভির আমন্ত্রণে নির্বাচনী সাক্ষাৎকার অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। ওই সাক্ষাৎকারে তিনি তাঁর নির্বাচনী লক্ষ্য এবং উদ্দেশসমূহ বর্ণনা করেন। এর পর তিনি মাহে রমজান উপলক্ষে আয়োজিত পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় বিজয়ীদের অভিনন্দন জানান। তিনি বিজিতদের হতাশ না হয়ে ভবিষ্যতে সফল হওয়ার জন্য জোরদার প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান।
সাক্ষাৎকার শেষে মোহাম্মেদ উদ্দিন বেশ কিছুসময় তহবিল সংগ্রহ অভিযানে অংশ গ্রহণ করেন।
মোহাম্মেদ উদ্দিন বৃহস্পতিবার নির্বাচনী প্রচারের অংশ হিসেবে ইলফোর্ড লেনের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন। দোকান মালিকদের অনেকে তাদের দোকানে মোহাম্মেদের নির্বাচনী লিফলেট রাখতে সম্মত হন।
শুক্রবার মোহাম্মেদ উদ্দিন ইটন রোডের ইসলামিক কালচারাল সেন্টার পরিদর্শন করেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনে তাদের সমর্থন প্রত্যাশা করেন। এ সময় মোহম্মেদের প্রচারসঙ্গী লিবডেম সমর্থকরা বাসিন্দাদের মধ্যে লিফলেট বা প্রচারপত্র বিলি করেন। মোহাম্মদ ইলফোর্ড লেনে তার প্রচার কর্মসূচি অব্যাহত রাখার কথা ঘোষণা করে শুক্রবারের মতো প্রচার শেষ করেন।
রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপের অন্ত্যেষ্টিক্রিয়ার প্রতি শ্রদ্ধার নিদর্শন স্বরূপ ১৭ এপ্রিল শনিবার মোহাম্মেদ উদ্দিন তার নির্বাচনী প্রচারণা বন্ধ রাখেন ।





অনতিবিলম্বে ইরানে হামলা ও গাজায় গণহত্যা বন্ধে ইজরায়েলকে বাধ্য করার ডাক
বাংলাদেশ কোনভাবেই ভারত - পাকিস্তান যুদ্ধ উত্তেজনার অংশ হবেনা
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
মার্কিন মদদেই ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়ে যেতে পারছে
গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হোন - ‘নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচি সফল করুন : জুঁই চাকমা
রাঙামাটিতে অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় আটক
নেপালের প্রধানমন্ত্রী গণঅভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন
ভয়েস অফ আমেরিকার সাংবাদিকদের বরখাস্ত করলেন ট্রাম্প
ভারতে ফিরে গেল আটকে পড়া মিতালী এক্সপ্রেস চার মাস পর
নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে ‘দ্য হিন্দু’কে ড. ইউনূস