সোমবার ● ১৬ আগস্ট ২০২১
প্রথম পাতা » গাইবান্ধা » রকি হত্যাকারীদের বিচারের দাবিতে গাইবান্ধায় সড়ক অবরোধ
রকি হত্যাকারীদের বিচারের দাবিতে গাইবান্ধায় সড়ক অবরোধ
সাইফুল মিলন, স্টাফ রিপোর্টার :: গাইবান্ধার ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রকি হত্যার মূল আসামি কাঞ্চন গ্রেফতার না হওয়ায় বিক্ষুব্ধ হয়ে উঠেছে জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ ও ফুলছড়ি উপজেলাবাসী।
আজ সোমবার ১৬ আগস্ট দুপুরে আসামি কাঞ্চনসহ সকল আসামি গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে সোমবার জেলা শহরে বিক্ষোভ মিছিল ও শহরের ১নং ট্রাফিক মোড় এলাকায় ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে জেলা ছাত্রলীগ।
সড়ক অবরোধেরর ফলে ডিবি রোডে তীব্র যানজটের সৃষ্টি হয়। এসময় বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ সরকার, সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন মামুন, সহ-সভাপতি মাসুম আহমেদ ও খন্দকার তানভীর আহমেদ, যুগ্ম সম্পাদক শ্যাম সরকার জয় ও শাহরিয়াল খন্দকার বাপ্পী প্রমুখ।
বক্তারা বলেন, রকি হত্যাকান্ডের এক মাস পেরিয়ে গেলেও পুলিশ একজন আসামি ছাড়া মূল আসামি কাঞ্চনসহ অন্যান্যদেরকে গ্রেফতার করতে পারেনি। বক্তারা অবিলম্বে হত্যাকান্ডের সকল আসামিকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ফুলছড়ি উপজেলা ছাত্রলীগেরর সাধারণ সম্পাদক আশিকুর রহমান রকি গত ১২ জুলাই রাতে শহরের পূর্বপাড়ার হালিম বিড়ি ফ্যাক্টরীর মোড়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন।





নারী অধিকার আর মর্যাদার প্রশ্নে কোন আপোষ নেই
পরিস্থিতি সামাল দিতে জাতীয় সমঝোতা প্রতিষ্ঠার উদ্যোগ নিন
সংবিধান বাতিল বা পরিবর্তন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়
দেশের জনগণ এই সরকারের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে : সাইফুল হক
ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচন গাইবান্ধার সাদুল্লাপুরে চলেছে ভোট গ্রহণ
হোটেল ব্যবসায়ী পিতার হত্যাকারী পুত্র
গাইবান্ধায় ১৫ পরিবারকে স্বাবলম্বী গড়ে তোলার উদ্যোগ
৮০ বছরের পুরোনো ক্লাবের লীজ বাতিল, হতাশায় গাইবান্ধার ক্রীড়াঙ্গন
গাইবান্ধায় প্রার্থীর সমর্থককে হত্যার অভিযোগ
আদিবাসী পল্লী থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার