বৃহস্পতিবার ● ১৭ মার্চ ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহের আরেক ঐতিহ্য জহির রায়হান
ঝিনাইদহের আরেক ঐতিহ্য জহির রায়হান

ঝিনাইদহ প্রতিনিধি :: (১৬ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় রাত ১১.৪০মিঃ) ঝিনাইদহে প্রেসক্লাবে বসে আছি ৷ রুমে প্রবেশ করলো একটি মেয়ে৷ ক্লাস নাইন টেনে পড়ে হয়তো ৷ জিজ্ঞেস করলাম তোমার বাবার নাম কি ৷ জবাব দিল জহির রায়হান ৷ আমি আগেই জানতাম জহির রায়হানের এতো বড় মেয়ে নেই৷ কিছুক্ষন পরেই জহির রুমে ঢুকলো ৷ হ্যাঁ এই সেই জহির রায়হান ৷ যার অর্থ নেই৷ নেই সম্পদ প্রতিপত্তি, কিন্তু একটা বড় মন আছে ৷ মানুষকে উপকার করে নিজের অর্থ বিলিয়ে ৷ একজন রং মিস্ত্রি হয়েও তার মহানুভবতায় ছবির এই এতিম মেয়েরা ফিরে পেয়েছে ঠিকানা ৷ বাবার স্নেহ মমতা আর আশ্রয় ৷ জহির এই এতিম মেয়েদের পড়াচ্ছেন ৷ দিচ্ছেন সাধ্যমতো জামা কাপড় ৷ হয়ত ভাল পাত্র দেখে মেয়েদের বিয়েও দিবেন ৷ আমরা জহিরের এই কল্যানধর্মী কাজের শুভ কামনা করছি৷ জহির রায়হানের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নে ৷ আগে তিনি বনায়ন করতেন, এখনো করেন ৷ ফাঁকা জায়গা, হোক না সেটা সরকারী বা ব্যক্তিগত ৷ অমনি তিনি সেখানে গাছ লাগিয়ে দিবেন ৷ পাখিদের আশ্রয়ের জন্য গাছে গাছে ভাড় বেধে দিচ্ছেন ৷ জলাশয়ে নিজের টাকায় মাছ ছাড়ছেন মানুষকে খাওয়ানোর জন্য ৷ সচেতনতা সৃষ্টির জন্য জেলাব্যাপী ওয়ালিং করছেন ৷ এখন বিনা মুল্যে বিদ্যা বিলানোর কাজটি করছেন সুচারুভাবে ৷ তার বাইসাইকেলের পেছনে রয়েছে বইয়ের গাদা ৷ যে কেও তার কাছ থেকে বই নিয়ে পড়তে পারেন ৷ আমাদের সমাজে অনেক টাকার মানুষ আছে, কিন্তু জহিরের মতো বড় মন ওয়ালা মানুষের বড়ই অভাবে ৷





কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন
জাকির এর উদ্যোগে কুষ্টিয়া শহর নতুন রূপে সেজেছে
কুষ্টিয়ার আদালতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালাল নিষিদ্ধ ছাত্রলীগ
ফারাক্কার বিরূপ প্রভাবে কুষ্টিয়ার ৫০ হাজার মানুষ পানিবন্দি