রবিবার ● ২০ মার্চ ২০১৬
প্রথম পাতা » করোনা আপডেট » স্যানিটেশন ব্যবস্থা শতভাগ নিশ্চিত করা গেলে বিভিন্ন রোগ থেকেও মুক্তি পাওয়া যায়
স্যানিটেশন ব্যবস্থা শতভাগ নিশ্চিত করা গেলে বিভিন্ন রোগ থেকেও মুক্তি পাওয়া যায়

কাউখালী প্রতিনিধি :: (২০ মার্চ ২০১৬: বাংলাদেশ সময় বিকাল ৪.০৭ মিঃ) কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস,এম চৌধুরী বলেছেন, স্যানিটেশন ব্যবস্থা শতভাগ নিশ্চিত করা গেলে বিভিন্ন রোগ থেকেও মুক্তি পাওয়া যায়৷ তিনি বলেছেন,স্বাস্থ্যই সকল সুখের মূল এই বাক্য সকলকে মনে রেখে একটু সচেতন হলেই বড় ধরনের রোগ বালাই থেকে রক্ষা পাওয়া যায়৷ তিনি সরকারের পাশাপাশি বেরসরকারী উন্নয়ন সংস্থাও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার জন্য যে কাজ করে যাচ্ছে এতে সকলকে এগিয়ে আসতে হবে৷ তিনি কলমপতি ইউনিয়নকে শতভাগ স্যানিটেশন নিশ্চিত করার জন্য ইপসা,কাউখালী উপজেলা প্রশাসনসহ সকল সরকারী বেসরকারী সংস্থাকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন৷
তিনি ২০মার্চ রবিবার সকালে বেসরকারী সমাজ উন্নয়ন সংগঠন ইপসা’র সন্মেলন কক্ষে সমৃদ্ধি কর্মসূচীর আওতায় কলমপতি ইউনিয়নের দরিদ্র পরিবারের মধ্যে স্যানিটারী ল্যাট্রিন বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন৷
এনামুল হক শান্তর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আক্তার,কাউখালী প্রেস ক্লাবের সভাপতি আরিফুল হক মাহবুব৷ স্বাগত বক্তব্য রাখেন ইপসা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন কর্মসূচীর প্রোগ্রাম অফিসার মোঃ জসিম উদ্দিন৷
এসময় কাউখালী উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আক্তার বলেছেন,একটি পরিবারের মধ্যে স্বামীর পাশাপাশি স্ত্রীদেরও গুরুত্বপূর্ন ভুমিকা পালন করতে হবে৷ ঘরের মহিলারা যদি সচেতন থাকে তাহলে তার সন্তানদেরও রক্ষা করা যাবে৷ তিনি প্রতিটি এলাকায় উঠান বৈঠকসহ বিভিন্ন সচেতনতা কর্মসূচী গ্রহন করার জন্য ইপসা সহ বিভিন্ন সংস্থাকে এগিয়ে আসার আহবান জানান৷





বাড়ির কাছেই মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ
কমিউনিটি ক্লিনিকে উচ্চ রক্তচাপের ওষুধের প্রাপ্যতা জরুরি
সিগারেট ফিল্টার ও ভেপিং প্লাস্টিক দূষণ রোধে পরিবেশ মন্ত্রীর সাথে প্রজ্ঞা-আত্মার বৈঠক
আত্রাইয়ে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হাজার-হাজার মানুষ
গাইনি চিকিৎসকের অবহেলায় আবারো বন্ধ হতে যাচ্ছে অপারেশন কার্যক্রম
ঝালকাঠি সদর হাসপতালে ১ মাস থেকে কার্যক্রম বন্ধ প্যাথলজির সেবা থেকে বঞ্চিত রোগীরা
রাঙামাটি আরপিটিআইতে কোভিড-১৯ মহামারি প্রতিরোধ বিষয়ে ৫দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনি
নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ সার্জনের অভাবে স্থানীয়রা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত
চোখে ভাইরাস লাগা রোগের প্রকোপ চরমে
সিলেটে স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ভ্যাকসিনের প্রথম ডোজ