শিরোনাম:
●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের রাঙামাটি সদর উপজেলা কমিটি গঠন ●   আজ ঐতিহাসিক পাকুয়াখালী গণহত্যা দিবস ●   রাঙামাটি জেলা পরিষদের অর্থ আত্মসাতের অভিযোগে ০৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ●   রাবিপ্রবি’র ভিসি দুই উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ ●   রাবিপ্রবি ক্যাম্পাসে পূবালী ব্যাংক এর কার্যক্রমের উদ্বোধন ●   ক্রমবর্ধমান নৈরাজ্য সামাজিক হতাশারও বহিঃপ্রকাশ ●   বদরুদ্দীন উমর এর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ●   রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ●   কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্টিত ●   কাপ্তাইয়ে ৪১ বিজিবি’র অভিযানে সেগুন কাঠ উদ্ধার ●   কাপ্তাইয়ে ভিক্টিম সাপোর্ট সেন্টারের পরিষেবা বিষয়ক জনসচেতনতা কার্যক্রম ●   নূরাল পাগলাকে নিয়ে প্রতিবাদী গান ●   র‌্যাব-১৩ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক সহ গ্রেফতার-২ ●   রাঙামাটিতে নেক্সেন ডায়মন্ড টিমের নতুন যাত্রা ●   ফেনী নদীতে মাছের পোনা অবমুক্তকরণ ●   চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৭ দফা দাবি ●   কর্ণফুলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজ উদ্দিন ●   জাকির এর উদ্যোগে কুষ্টিয়া শহর নতুন রূপে সেজেছে ●   নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে মাদকসহ গ্রেফতার-৩ ●   রাবিপ্রবি’তে একাডেমিক কাউন্সিলের ১৩ তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে ৩৫ কাঠুরিয়া স্মৃতি সংসদের স্মারকলিপি পেশ। ●   রাবিপ্রবি’তে ‘Startup and Entrepreneurship Development for Youth Empowerment’ শীর্ষক সেমিনার ●   ট্রাক-বাস টার্মিনালে অবৈধ দখল, সড়কে বাড়ছে দুর্ঘটনা ●   শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ পলিথিন জব্দের জরিমানা আদায় : দেশব্যাপী অভিযান ●   পার্বতীপুরে ৯৭ বছরের বৃদ্ধাকে রাতের অন্ধকারে ঘর ছাড়া করলেন ছেলের বউ ●   রাঙামাটিতে কলেজ গেইট এলাকায় সড়কের ধারে ময়লার ভাগাড় ●   ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ভন্ডল হলে দেশে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরী হবে ●   রাবিপ্রবি’তে ‘অফিস ম্যানেজমেন্ট’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা ●   আত্রাইয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যাওয়ার পথে যুবকের মৃত্যু
রাঙামাটি, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৮ মার্চ ২০২২
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » কেউ শোনে না পেরেকবিদ্ধ গাছের কান্না
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » কেউ শোনে না পেরেকবিদ্ধ গাছের কান্না
মঙ্গলবার ● ৮ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কেউ শোনে না পেরেকবিদ্ধ গাছের কান্না

--- বিশ্বনাথ প্রতিনিধি :: সকল জীব চলাফেরা করতে পারে, কেবল গাছ চলাফেরা করতে পারে না। তাই বলে কী গাছের জীবন নেই? গাছ শব্দ করে কথা বলতে পারে না, কিন্তু কাঁদতে পারে। জীবের সাথে উদ্ভিদ বা গাছের এটাই পার্থক্য।

পৃথিবীর শেষ্ঠ জীব মানুষ কিন্তু গাছের কান্নাও শোনে না! গাছ ছাড়া জীব বাঁচে না, এটা জানলেও মানছে না কেউ। প্রতিনিয়তই বৃক্ষ নিধন চলছে। মানুষ মানুষের ব্যথা বোঝে না, গাছের ব্যথা কী করে বুঝবে? গাছ-জীবের নিঃশেষিত কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং জীবকে অক্সিজেন দেয়। উদ্ভিদ বা গাছের সাথে সম্পর্ক নিবিড়।

গাছেরও প্রাণ আছে, এটা কাউকে বোঝানোর দরকার হয় না। অথচ এ সত্য কথাটি প্রমাণে বাঙালি বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসুকে অনেক সাধনা করতে হয়েছিল। তিনিই প্রথম বিশ্ববাসীকে প্রমাণ দিয়ে জানিয়েছিলেন- গাছেরও প্রাণ আছে।

সিলেটের বিশ্বনাথের সড়ক-মহাসড়ক, হাট-বাজার ও শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ছোট-বড় প্রতিটি গাছে নির্মমভাবে লোহা এবং বড় বড় পেরেক গাছে ঠুকে তাতে টানানো হয় নানা রঙ-বেরঙের ব্যানার-ফেস্টুন। ব্যবসাপ্রতিষ্ঠান, রাজনৈতিক নেতা, বিভিন্ন অনুমোদনবিহীন কোচিং সেন্টার, বেসরকারি স্কুল-কলেজের প্রচারসহ কাজী অফিস, পাত্র/পাত্রী চাই, সর্বরোগের মহৌষধ ইত্যাদি ফেস্টুন-সাইনবোর্ড দিয়ে অখ্যাত-বিখ্যাতদের বিজ্ঞাপন প্রচারে এমন নির্দয়ভাবে ক্ষত-বিক্ষত করা হচ্ছে গাছগুলোকে।

বেশিরভাগই ‘শিক্ষাদানের’ আগ্রহ দেখিয়ে ও রাজনৈতিক নেতাদের প্রচারণায় অবিচার করা হচ্ছে ছোট-বড় গাছগুলোর প্রতি।

গায়ে আলপিন/পেরেক মারার কারণে গাছে ছিদ্র তৈরি হয়। তা দিয়ে পানি ঢোকে ও এর সঙ্গে বিভিন্ন ব্যাকটেরিয়া, ছত্রাক ও পোকামাকড় ঢোকে। এতে গাছের ওই জায়গায় দ্রুত পচন ধরে। এতে রাস্তার পাশের হাজার হাজার টাকা মূল্যের গাছগুলোর যেমন ক্ষতি হচ্ছে, তেমনি পরিবেশেরও ক্ষতি হচ্ছে। সবুজ প্রকৃতির অস্তিত্ব সংকট দিন দিন বাড়ছে।

পরিবেশকে মানুষের বাঁচার উপযোগী রাখতে সবুজায়নের জন্য নানা আন্দোলন-কর্মসূচি চলে আসছে। কিন্তু কোনো আইন-কানুনের তোয়াক্কা না করে গাছে গাছে লোহা/পেরেক ঠুকে বিজ্ঞাপন প্রচারের প্রতিযোগিতায় ধ্বংস করা হচ্ছে জীবন্ত গাছগুলোকে।

শুধু তাই নয়, যেসব সড়কে খাটো খুঁটি দিয়ে বিদ্যুতের লাইন রয়েছে, সেসব সড়কের পাশে থাকা বিদ্যুতের লাইনের অজুহাতে গাছের মূল অংশ কেটে ধ্বংস করা হচ্ছে অধিকাংশ গাছ। যেন দেখার কেউ নেই!

বিশ্বনাথ উপজেলার বিভিন্ন বাজার ও সড়ক ঘুরে দেখা গেছে, একটি গাছও সুস্থ অবস্থায় নেই। গাছের ডাল-পালা ও মাথা নেই, শিকড়ে মাটি নেই, ঝড়-তুফানে বিভিন্ন সড়কে প্রায় ৬ মাস পূর্বে যেসব গাছ মাটিতে পোঁতা হয়েছিল, সেগুলো হয় চোরেরা কেটে নিচ্ছে না হয় মাটিতে ফেলা অবস্থায় রয়েছে।

অথচ দেশে বনায়নের জন্য প্রত্যেক উপজেলায় বন কর্মকর্তা রয়েছে। সর্বত্র যেন ‘সরকার কা মাল দরিয়া মে ঢাল’- এমন অবস্থায় চলছে।
বিশ্বনাথে এমনিতেই বনভূমির পরিমাণ একেবারেই কম, তারপরও সরকারি-বেসরকারি উদ্যোগে যে পরিমাণ বৃক্ষ রোপণ করা হয়, সেগুলোর জীবন রক্ষা করা যাচ্ছে না ব্যানার, ফেস্টুন ও সাইনবোর্ডের কারণে।

কেউ কখনও গাছের ক্ষতির বিষয়টি মনে আনছে না। কিন্তু দেশ বাঁচাতে পরিবেশের ভারসাম্য রক্ষায় উদ্ভিদের জীবন বাঁচানো আমাদের নৈতিক দায়িত্ব।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট’র সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম বলেন, গাছে গাছে পেরেক/লোহা মারার ফলে গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হচ্ছে। গাছে পেরেক মারার কারণে গাছের ক্ষতি হয়।

তাই গাছে পেরেক মারা ঠিন নয়। এ ধরনের প্রচার-প্রচারনা বন্ধ করা উচিত বলে মনে করি। পেরেক/লোহা মারার কারণে এমনকি অনেক গাছ মরে যাচ্ছে। গাছে পেরেক/লোহা মারা বন্ধ করে লোহা/পেরেক থেকে গাছকে মুক্ত করতে হবে। বন বিভাগকে এ ব্যাপারে এগিয়ে এসে সচেতন নাগরিকদের নিয়ে সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন।

এ বিষয়ে বিশ্বনাথ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নুসরাত জাহান বলেন, গাছের মধ্যে পেরেক মারা ঠিক নয়। আইনিভাবে নিষেধাজ্ঞা থাকলেও কেউ মানছে না। এ বিষয়টি আমি দেখব।

বিশ্বনাথে ১ম মিডিয়া কাপের উদ্বোধন করলেন ইউএনও নুসরাত জাহান

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত ৩২ জন সাংবাদিকের অংশগ্রহনে অনুষ্ঠিত ‘১ম বিশ্বনাথ মিডিয়া কাপ-২২’র উদ্বোধন করা হয়েছে।

নারী দিবসে’ মঙ্গলবার ৮ মার্চ বিকেলে উপজেলা পরিষদ মাঠে উদ্বোধক হিসেবে মিডিয়া কাপের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি নুসরাত জাহান।

সাংবাদিকতার ব্যস্ত কর্মময় জীবনে একটু আনন্দ ও শরীর চর্চার জন্য প্রথমবারের মতো অনুষ্ঠিত মিডিয়া কাপের পৃষ্ঠপোষকতা করেন যুক্তরাজ্য প্রবাসী মুমিন খান মুন্না ও শেখ আবুল বাশার। জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হওয়া মিডিয়া কাপের ৫টি ইভেন্টে ৩ দিনের (৮-১০ মার্চ) ক্রীড়া উৎসবে মাতবেন উপজেলার ৩২জন সাংবাদিক।

সমকালের প্রতিনিধি জাহাঙ্গীর আলম খায়েরের সভাপতিত্বে এবং সিলেটের ডাকের প্রতিনিধি এমদাদুর রহমান মিলাদ ও আমাদের সময় প্রতিনিধি আব্বাস হোসেন ইমরানের যৌথ পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, মিডিয়া কাপের পৃষ্ঠপোষক প্রবাসী মুমিন খান মুন্না।

বক্তব্য রাখেন, ইত্তেফাকের প্রতিনিধি তজম্মুল আলী রাজু, উত্তরপূর্বের প্রতিনিধি প্রনঞ্জয় বৈদ্য অপু, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি সাইফুল ইসলাম বেগ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, শুভ প্রতিদিনের সহকারী বার্তা সম্পাদক নবীন সোহেল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, প্রবীন সাংবাদিক আব্দুল আহাদ, জাতীয় ক্যারাম ফেডারেশনের সদস্য আরব শাহ ও মুক্তার হোসেন।

মিডিয়া কাপ পরিদর্শন করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, বিশ্বনাথ সাংতিক ঐক্য পরিষদের সভাপতি কবি সাইদুর রহমান সাঈদ, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, বিশ্বনাথ থিয়েটারের সভাপতি আনহার আলী, চাউলধনী স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক শফিক আহমদ পিয়ার, ব্যবসায়ী ফুলকাছ মিয়া, ব্র্যাক মাইগ্রেশন ফোরামের সদস্য তাজুল ইসলাম।

মিডিয়া কাপে অংশ গ্রহনকারীদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন, যুগান্তরের প্রতিনিধি আশিক আলী, আনন্দ টিভির জেলা প্রতিনিধি এমআর টুনু তালুকদার, সিলেটের বাণী প্রতিনিধি অসিত রঞ্জন দেব, সিলেট মিরর প্রতিনিধি মোহাম্মদ আলী শিপন, গণমুক্তি প্রতিনিধি রোহেল উদ্দিন, যায়যায়দিন প্রতিনিধি কামাল মুন্না, সিলেটের দিনরাত প্রতিনিধি নূর উদ্দিন, আজকের কাগজ প্রতিনিধি জামাল মিয়া, দৈনিক ভোরের কুমিল্লা প্রতিনিধি মো. আবুল কাশেম, আমাদের অর্থনীতি প্রতিনিধি মশিউর রহমান, আজকালের খবর প্রতিনিধি মোহাম্মদ নুরুল ইসলাম, সকালের সময় প্রতিনিধি শুকরান আহমদ রানা, মানবজমিন প্রতিনিধি আক্তার আহমদ শাহেদ, ইনকিলাব প্রতিনিধি আব্দুস সালাম, ভোরের কাগজ প্রতিনিধি বদরুল ইসলাম মহসিন, আমাদের নতুন সময় প্রতিনিধি পাবেল সামাদ, প্রথম সূর্যোদয় প্রতিনিধি কামরুল আশিকী, আমার সংবাদ প্রতিনিধি মিছবাহ উদ্দিন, শ্যামল সিলেট স্টাফ রিপোর্টার মশাহিদ আলী, ভোরের ডাক প্রতিনিধি আহমদ আলী হিরণ প্রমুখ উপস্থিত ছিলেন।





প্রকৃতি ও পরিবেশ এর আরও খবর

শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ পলিথিন জব্দের জরিমানা আদায় : দেশব্যাপী অভিযান শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ পলিথিন জব্দের জরিমানা আদায় : দেশব্যাপী অভিযান
ভালো কাজের স্বীকৃতি পেলেন রাঙামাটি সওজ এর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা ভালো কাজের স্বীকৃতি পেলেন রাঙামাটি সওজ এর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা
ঈশ্বরগঞ্জে ঝড়ে ঘরবাড়ি লণ্ডভণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি ঈশ্বরগঞ্জে ঝড়ে ঘরবাড়ি লণ্ডভণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি
রাঙামাটিতে সরকার রাজনীতিক দলগুলোর ভিতর বিভাজনের রাজনীতি করছে রাঙামাটিতে সরকার রাজনীতিক দলগুলোর ভিতর বিভাজনের রাজনীতি করছে
সুন্দরবনে আগুন ২৩ বছরে ৩৪ বার সুন্দরবনে আগুন ২৩ বছরে ৩৪ বার
রাঙামাটির রাজস্থলীতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান রাঙামাটির রাজস্থলীতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান
আত্রাই ছোট যমুনা নদীর দু’তীরে সবুজের সমারোহ আত্রাই ছোট যমুনা নদীর দু’তীরে সবুজের সমারোহ
রাঙামাটির  লংগদুতে অবৈধ  ইটভাটা বন্ধে অভিযান রাঙামাটির লংগদুতে অবৈধ ইটভাটা বন্ধে অভিযান
রাঙামাটির কাউখালিতে তিনটি অবৈধ ইটভাটা বন্ধের অভিযান রাঙামাটির কাউখালিতে তিনটি অবৈধ ইটভাটা বন্ধের অভিযান
ভরাট হওয়া রাউজান খাল এখন কৃষকের গলার কাঁটা ভরাট হওয়া রাউজান খাল এখন কৃষকের গলার কাঁটা

আর্কাইভ