শনিবার ● ২৬ মার্চ ২০১৬
প্রথম পাতা » পাবনা » ঈশ্বরদী - পাকশী রেলওয়েতে স্বাধীনতা দিবসে নানান আয়োজন
ঈশ্বরদী - পাকশী রেলওয়েতে স্বাধীনতা দিবসে নানান আয়োজন

ঈশ্বরদী প্রতিনিধি :: (২৬ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় রাত ১০.৪০মিঃ) মহান স্বাধীনতা দিবসকে স্মরণীয় করে রাখতে রেলওয়ে পাকশী বিভাগের পক্ষ থেকে প্রীতি ক্রিকেট টুর্ণামেন্টসহ বিভিন্ন প্রকার খেলাধুলা প্রতিযোগিতার আয়োজন করা হয় ৷ শনিবার দিনব্যাপি পাকশী মাঠে এসব প্রতিযোগিতার আয়োজন করা হয় ৷ রেলওয়ে পাকশী বিভাগীয় কর্মকর্তা বনাম কর্মচারী দলের মধ্যে প্রীতি ক্রিকেট টুর্ণামেন্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ৷ এতে কর্মচারী দল ৩ উইকেট ১৫ ওভারে মোট ১০৯ রান করে ৷ কর্মকর্তা দল ৫ উইকেট ৯ ওভার ২ বলে মোট ১১০ রান করে বিজয়ী হয় ৷ সেরা বলার ডিআরএম আফজাল হোসেন,সেরা ব্যাটস ম্যান সিআরএনবি আসাবুল হক এবং ইকবাল হায়দার ও নজরম্নল ইসলামকে যৌথভাবে রানার্স আপ ঘোষনা করা হয় ৷ এছাড়াও ফুটবল , শিশুদের অংক ও মহিলাদের বাজনার তালে বালিশ কোথায় খেলা অনুষ্ঠিত হয় ৷ পরে সকল প্রকার প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন উপলৰে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য ও পুরস্কার বিতরণ করেন ২৩ জেলার সমন্বয়ে গঠিত পাকশী রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক আফজাল হোসেন ৷ বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক তৌহিদ আক্তার পান্না৷ বিভাগীয় প্রকৌশলী - ১ আবু জাফর, বিভাগীয় প্রকৌশলী - ২ আসাদুল হক ,ডিটিও শওকত হোসেন মৌসী,ডিসিও আহসান উল্লাহ ভুইয়া,ডিএমই লোকো একেএম কামরুজ্জামান ও অন্যদিকে বিকালে এসএম স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয় মুক্তিযোদ্ধা একাদশ বনাম উপজেলা পরিষষদ একাদশ ফুটবল টুর্ণামেন্ট ৷ এ খেলায় মুক্তিযোদ্ধা একাদশ ৩-২ গোলে উপজেলা পরিষদ একাদশকে পরাজিত করে ৷
পৌরসভা ,ঈশ্বরদী সুগারক্রপ গবেষণা ইনষ্টিটিউট উচ্চ বিদ্যালয় , পাকশী পেপার মিল উচ্চ বিদ্যালয় ,ডাল ও কৃষি গবেষণা বিদ্যালয়, বাঘইল উচ্চ বিদ্যালয় মাঠসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকেও পৃথক ক্রীড়ানুষ্ঠানের আয়োজন ও পুরস্কার বিতরণ করা হয় ৷ এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ ও বক্তব্য দেন সাবেক এমপি সিরাজুল ইসলাম, ডিজি ড. মু. খলিলুর রহমান,মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, উপজেলা চেয়ারম্যান মোখলেছুর রহমান মিন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল মাহমুদ, ভাইস চেয়ারম্যান মাহজেবিন শিরিন পিয়া ও মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না ৷





সড়ক দূর্ঘটনায় মৃত্যু, জাবিতে পড়তে যাওয়া হলোনা নোমানের
এসবি রেলওয়ে কলোনী স্কুল এন্ড কলেজ ফান্ডের টাকা আত্মসাত
ঘুরে এলাম প্রকৃতির লীলাভুমি নয়নাভিরাম চলনবিল
এফবিসিসিআইয়ের পক্ষে অক্সি জেনারেটর প্রদান
সুজানগর পৌর নির্বাচনের স্থগিতাদেশ খারিজ হওয়ায় ৩০ জানুয়ারী ভোট
চাটমোহরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
চাটমোহরে মামাতো ভাইয়ের হাতে দুই বছরের শিশু খুন
পাবনায় কৃষক কৃষাণীর মাঠ দিবস পালন
চাটমোহরে মোটর সাইকেল-ট্রলি মুখোমুখী সংঘর্ষে নিহত -১
বানিজ্যিক ভিত্তিতে মিশ্রফল চাষ করছেন চাটমোহরের বকুল চেয়ারম্যান