বৃহস্পতিবার ● ৩০ জুন ২০২২
প্রথম পাতা » পরবাস » রেডব্রিজ লিবারেল ডেমোক্র্যাটস স্থানীয় শাখার বৈঠকে
রেডব্রিজ লিবারেল ডেমোক্র্যাটস স্থানীয় শাখার বৈঠকে
লন্ডন, ২৮ জুন, ২০২২ :: রেডব্রিজ লিবারেল ডেমোক্র্যাটস স্থানীয় শাখার উদ্যোগে মঙ্গলবার রাতে পরবর্তী সাধারণ ও স্থানীয় নির্বাচনে জন্য লেবার পার্টি ও কনজারভেটিভ পার্টিকে পরাজিত করার লক্ষ্যে ৪ বছর মেয়াদী একটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
লিবডেমের স্থানীয় শাখার চেয়ার গিনেথ ডিকিনসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ক্রিস্পিন অ্যাক্টনের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে আগামী চার বছরের জন্য এই কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়।
পরবর্তী সাধারণ ও স্থানীয় নির্বাচনে লেবার পার্টি ও কনজারভেটিভ পার্টিকে পরাজিত করার লক্ষ্যে লিবডেম স্থানীয় শাখা কি কি পদক্ষেপ গ্রহণ করবে সে সম্পর্কে স্থানীয় শাখার নির্বাহী কমিটির সদস্যগণ বিশদ আলোচনায় অংশ গ্রহণ করেন। আলোচনা শেষে পরিকল্পনা বাস্তবায়নে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়।
বৈঠকে আগামী চার বছর রেডব্রিজের বাসিন্দাদের স্বার্থে দলীয় অফিসে নিয়মিত এসে অক্লান্ত পরিশ্রম করার জন্য স্থানীয় শাখার নির্বাহী সদস্যগণের প্রতি আহ্বান জানানো হয়।
বৈঠকে বক্তৃতা করেন, Vice Chair Martin Rosner, সদস্য সচিব মার্ক টুইচেট, কোষাধ্যক্ষ ইয়ান মরলে, ডেটা অফিসার নিল হেপওয়ার্থ, হিদার লিডল, স্কট উইল্ডিং, মোহাম্মদ অহিদ উদ্দিন, মিসেস সুফিয়া উদ্দিন, অ্যাশবার্ন হোল্ডার, ক্যাথি ডেভিস প্রমুখ।
মিসেস সুফিয়া উদ্দিনের দেওয়া নৈশভোজ শেষে বৈঠকের চেয়ার গিনেথ ডিকিনস সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।





রেডব্রিজ কাউন্সিলের বাজারের স্টলের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ সভা
বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে কাতারে রাঙ্গুনিয়ার এক প্রবাসীর মৃত্যু
সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও অনুষ্ঠানের ৩১ বছর পূর্তি
ডাঃ আমিনুর ও ডাঃ আলতাফুরকে লন্ডনে সংবধনা
সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সভা লন্ডনে অনুষ্ঠিত
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে হবে
ফিলিপাইনের রাষ্ট্রীয় খেতাবে ভূষিত অলিউর রহমান
যুক্তরাজ্য প্রবাসী অহিদকে রাঙামাটিতে ভূমিহীনদের সংবর্ধনা
বৃটেনের বিশিষ্ট নেতা অহিদ উদ্দিনের মুরব্বিদের সাথে সৌজন্য
বৃটেনের বিশিষ্ট রাজনীতিবিদ অহিদ উদ্দিন স্বদেশে সংক্ষিপ্ত সফর