মঙ্গলবার ● ২৮ মার্চ ২০২৩
প্রথম পাতা » জাতীয় » নির্বাচনকেন্দ্রীক রাজনৈতিক সংকট উত্তরণে বিশ্বাসযোগ্য রাজনৈতিক উদ্যোগের আহবান
নির্বাচনকেন্দ্রীক রাজনৈতিক সংকট উত্তরণে বিশ্বাসযোগ্য রাজনৈতিক উদ্যোগের আহবান
সংবাদ বিজ্ঞপ্তি :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলে সময় ফুরিয়ে যাবার আগেই সরকার ও সরকারি দলকে জেদ,দম্ভ ও অহমিকা পরিহার করে নির্বাচনকেন্দ্রীক রাজনৈতিক সংকট উত্তরণে কার্যকরি ও বিশ্বাসযোগ্য রাজনৈতিক উদ্যোগ নিতে আহবান জানিয়েছেন এবং বলেছেন, সরকার ও সরকারি দল প্রজ্ঞা ও দূরদর্শিতাতার পরিচয় দিতে ব্যর্থ হলে রাজপথের আন্দোলন - সংগ্রামের মধ্যে দিয়ে সরকারকে বিদায় দেয়া ছাড়া বিরোধী দলসমূহ ও জনগণের অন্য কোন বিকল্প থাকবেনা।
তিনি বলেন, নির্বাচনের আগে সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার সুনির্দিষ্ট ইস্যুতে সরকার ও সরকারি দলের সাথে বিরোধী দলসমূহের আলোচনার সুযোগ রয়েছে। তবে এবার ২০১৮ সালের মত প্রচারসর্বস্ব প্রতারণাপূর্ণ কোন সংলাপে বিরোধী দলসমূহের অংশ নেবার কোন অবকাশ নেই।
তিনি বলেন, ২০১৪ ২০১৮ সালের মত আর একটি ব্যর্থ, অকার্যকর ও তামাশার নির্বাচনেরও কোন সুযোগ নেই।
তিনি বলেন, চলমান গণসংগ্রামের বিজয় ছাড়া ভোটের অধিকার প্রতিষ্ঠা, অবাধ নির্বাচন - কোন কিছুই অর্জন করা সম্ভব হবেনা।তিনি বর্তমান গণআন্দোলন - গণসংগ্রামকে আরও জোরদার করতে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।
আজ ২৮ মার্চ মঙ্গলবার বিকালে পার্টির ঢাকাসহ পাঁচ জেলার কেন্দ্রীয় কমিটির সদস্য ও কেন্দ্রীয় সংগঠকদের বিশেষ সভার সভায় তিনি এই আহবান জানান।
পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী,আকবর খান, আবু হাসান টিপু, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য রাশিদা বেগম, এপোলো জামালী, স্নিগ্ধা সুলতানা ইভা, সাইফুল ইসলাম, শেখ মো. শিমুল, মীর রেজাউল আলম, নাসির হোসেন, আইয়ুব আলী প্রমুখ।
সভায় গৃহীত এক প্রস্তাবে নওগাও র্যাব হেফাজতে সুলতানা জেসমিন এর আকস্মিক মৃত্যুর ঘটনার বিশ্বাসযোগ্য তদন্ত করে দায়দায়িত্ব চিহ্নিত করার দাবি জানানো হয়।
সভার শুরুতে পার্টির কেন্দ্রীয় সদস্য সজীব সরকার রতন এর মা সরলা সরকারের মৃত্যতে গভীর শোক প্রকাশ করা হয়।





ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর
একুশে পদক পাচ্ছেন ১৪ বিশিষ্টজন ও নারী ফুটবল দল
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের ১১টি নির্বাচন সংস্কার প্রস্তাবনা