শুক্রবার ● ৪ আগস্ট ২০২৩
প্রথম পাতা » অপরাধ » রাউজানে প্রবাসীর বাড়ীতে চুরির ঘটনার মূল রহস্য উদ্ঘাটন
রাউজানে প্রবাসীর বাড়ীতে চুরির ঘটনার মূল রহস্য উদ্ঘাটন
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: পিবিআই চট্টগ্রাম জেলা কর্তৃক রাউজানের প্রবাসীর বাড়ীতে সিঁদেল চুরির ঘটনার মূল রহস্য উদ্ঘাটন ও জড়িত ৪ আসামীকে গ্রেফতার করা হয়েছে। স্বর্ণালংকার, চোরাই টাকায় ক্রয়কৃত ১টি মোটর সাইকেলসহ বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার ঘটনায় ব্যবহৃত ১টি মোটরসাইকেল ও ১টি সিএনজি অটোরিক্সা উদ্ধার করেছে। সূত্র জানা গেছে, রাউজান থানার মামলা নাম্বার-০৯, ১১ জুন, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড। গত (৯-জুন) রাউজানের হলদিয়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডস্থ ইয়াছিন নগর, ইয়াছিনশাহ সড়কের পাশে আজিজুল হক ভিলার মালিক আব্দুল কাদের এর ঘরে অজ্ঞাতনামা চোর লোহার গেইট ও মূল দরজা ভেঙ্গে ঘরের ভিতর প্রবেশ করে। এসময় আলমিরা, সিন্দুক ও ওয়ারড্রবের তালা ভেঙে নগদ ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা, ৪টি স্বর্ণের গলার হার অনুমান ১২ ভরি, ছোট বড় ১১টি স্বর্ণের চুঁড়ি অনুমান ১২ ভরি, স্বর্ণের চেইন ১৫টি অনুমান ১২ ভরি, ৭০টি স্বর্ণের আংটি অনুমান ১০ ভরি, ২০ জোড়া স্বর্ণের কানের দুল অনুমান ০৬ ভরি, ১টি স্বর্ণের বেসলেট অনুমান ২ ভরি, ২টি স্বর্ণের টিকলি অনুমান ২ ভরি সহ সর্বমোট ৫৫ ভরি স্বর্ণ, হাত ঘড়ি ৭টি, ল্যাপটপ ১টি, বিভিন্ন ব্রান্ডের মোবাইল সেট ৪টি, ট্যাব ১টি, ক্যামেরা ৩টি, সিসি ক্যামেরা ১টি সহ সর্বমোট ৫৫,৪৩,৫০০/-(পঞ্চান্ন লক্ষ তেতাল্লিশ হাজার পাঁচশত) টাকার মালামাল চুরি করে নিয়ে যান। এই ঘটনায় মোঃ আব্দুল কাদের বাদী হয়ে অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে রাউজান থানায় এজাহার দায়ের করিলে মামলাটি রুজু হয়। বর্ণিত চাঞ্চল্যকর সিঁদেল চুরির মামলাটি থানা পুলিশ তদন্তকালীন সময় বাদী মামলার তদন্তকারী কর্মকর্তার উপর অসন্তোষ প্রকাশ করলে পিবিআই চট্টগ্রাম জেলা কর্তৃক মামলার তদন্তের নিমিত্তে বিজ্ঞ আদালতে আবেদন করেন। তৎ প্রেক্ষিতে বিজ্ঞ আদালত পিবিআই চট্টগ্রাম জেলা’কে মামলাটি তদন্তের নির্দেশ দিলে গত (২০ জুলাই) পিবিআইকে। চট্টগ্রাম জেলার এসআই মোঃ কামাল আব্বাস’কে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়। তিনি এই চাঞ্চল্যকর সিঁদেল চুরির মামলার তদন্তভার গ্রহণ করেন বিশ্বস্ত গুপ্তচর নিয়োগ এবং আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তদন্ত কার্যক্রম অব্যাহত রাখেন। মামলাটি সুষ্ঠুভাবে তদন্তের লক্ষ্যে পিবিআই প্রধান অ্যাডিশনাল আইজিপি বনজ কুমার মজুমদার, বিপিএম (বার), পিপিএম দিক নির্দেশনা প্রদান করেন। এরই ধারাবাহিকতায় পিবিআই চট্টগ্রাম জেলার পুলিশ সুপার নাজমুল হাসান, পিপিএম-সেবা এর সার্বিক তত্ত্বাবধানে এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ কামাল আব্বাস এর নেতৃত্বে গত সোমবার (১ আগস্ট) সন্ধ্যায় বিশেষ অভিযান পরিচালনা করে চট্টগ্রাম শহরের বায়েজীদ বোস্তামী, হাটহাজারী, মীরসরাই থানা এলাকার বিভিন্ন স্থান হতে ঘটনায় জড়িত আসামী হাতিয়ার মোঃ হেলাল উদ্দিন(৪৩), বেগমগঞ্জের মোঃ সালাউদ্দিন (৩৪), সন্দ্বীপের মোঃ সোহাগ(৩৮) ও হাতিয়ার মোঃ আবুল কাশেম প্রকাশে বাঁচা (৩২)কে আটক করেন। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে উক্ত সিঁদেল চুরির ঘটনা শিকার করেন।
জানা যায়, সংঘবদ্ধ চোর চক্রটি দিনের বেলায় মোটরসাইকেল দ্বারা বিভিন্ন বাড়ী রেকি করে এবং রাতের বেলায় সিএনজিযোগে পূর্ব নির্ধারিত বাড়ীতে চুরির কাজ করেন। উক্ত চোর চক্রটি দীর্ঘদিন ধরে হাটহাজারী, রাউজান, ফটিকছড়িসহ জেলার বিভিন্ন অঞ্চলে কৌশলে চুরি করে আসিতেছে। বর্নিত সিঁদেল চুরির মামলাটি পিবিআই তদন্তভার গ্রহণের মাত্র ১০ দিনের মাথায় ঘটনার মূল রহস্য উদ্ঘাটন, জড়িত আসামীদের গ্রেফতার, টাকা, স্বর্ণালংকার, চোরাই টাকায় ক্রয়কৃত ১টি মোটর সাইকেল সহ বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করা হয়।
রাউজানে কৃষকের তিনটি গরু চুরি
রাউজান :: চট্টগ্রামের রাউজানে এক অসহায় পরিবারের ৩টি গরু চুরির ঘটনা ঘটছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ঊনসত্তর পাড়া এলাকার ২ নম্বর ওয়ার্ডের নুরা গাজীর বাড়িতে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত গরুর মালিক কবির আহম্মদ জানান, আমি ব্রেইন স্টোক করে অসুস্থ অবস্থায় আছি। কোনো রকমে আমার স্ত্রীরসহ গরু গুলো লালনপালন করছি। তিনি আরও জানান প্রতিদিনের মত গোয়াল ঘরে গরু রেখে ঘুমিয়ে পড়ি। রাতে একদল চোর এসে গোয়াল ঘরের দরজার ভেঙ্গে আমার ৩টি গরু চুরি করে নিয়ে যায়। প্রায় ২ লাখ টাকার ৩টি গরু হারিয়ে আমি এখন নিঃস্ব। এখন কিভাবে সংসার চালাবো সেই চিন্তায় আছি। অন্যদিকে প্রবাসে থাকা ছেলেও কাজ না থাকায় কষ্টের দিন পার করছেন। অসুস্থ হওয়া থানায় অভিযোগ দিতে যেতে পারেনি বলে জানান তিনি। উল্লেখ্য, গত দুই মাস আগেও এ গ্রাম থেকে এক অসহায় কৃষকের ৭টি গরু চুরি হয়।
বিসিএস তথ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন রাউজানের নৌরীন
রাউজান :: ৪১ তম বিসিএস তথ্য সহকারী পরিচালক (অনুষ্ঠান) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন চট্টগ্রামের রাউজানের মেয়ে কাজী নৌরীন ইসলাম। বৃহস্পতিবার ৩ আগস্ট ৪১ তম বিসিএস এর ফলাফল প্রকাশ করা হলে তিনি তথ্য ক্যাডারে সহকারী পরিচালক (অনুষ্ঠান) এর মর্যাদা লাভ করেন। কাজী নৌরীন ইসলাম রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের কাজী বাড়ি কাজী নুরুল ইসলাম ও কাজী কামরুন নাহার এর কন্যা। শিক্ষা জীবনে চুয়েট স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি শেষ করে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (২০১৪-১৫) ব্যাচে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে স্নাতক ডিগ্রী অর্জন করেন। কাজী নৌরীন ইসলাম জানান, ৪১তম বিসিএসে, বিসিএস তথ্য সহকারী পরিচালক (অনুষ্ঠান) এ সুপারিশপ্রাপ্ত হয়েছি। এটা আমার জীবনের প্রথম বিসিএস। প্রথম বিসিএসেই জেনারেল ক্যাডার পাওয়াতে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।
আমার সফলতার সবচেয়ে বড় অংশীদার আমার মা। মায়ের অনুপ্রেরণায় আর অক্লান্ত পরিশ্রমের ফলে তিনি আজ সাফল্যের শীর্ষে। তার এ সফলতায় পরিবার আত্মীয় স্বজন শিক্ষাজীবনের সহপাঠী ও এলাকাবাসী আনন্দিত।





আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ
নলছিটি থেকে ডাবল মার্ডারের আসামী আয়েশা গ্রেপ্তার
ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২
আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
নারায়ণগঞ্জে সাংবাদিকতার আড়ালে সমকামিতা, মাদক, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলিং