মঙ্গলবার ● ১০ মে ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহের স্বপ্নজয়ী মা স্কুল শিক্ষিকা আফরোজা
ঝিনাইদহের স্বপ্নজয়ী মা স্কুল শিক্ষিকা আফরোজা

ঝিনাইদহ প্রতিনিধি :: (২৬ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১১.২২মিঃ) ‘স্বপ্নজয়ী মা’ হিসাবে সম্মাননা পুরস্কার পেয়েছেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সলিমুন্নেছা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আফরোজা বুলবুল৷ মা হিসাবে সনত্মানদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার অবদান হিসাবে এই সম্মাননা প্রদান করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়৷ বিশ্ব মা দিবসে ‘স্বপ্নজয়ী মা’ শিরোনামে সারাদেশ থেকে ১৫ জন নারীকে এবারই প্রথম এ পুরস্কার প্রদান করা হয়৷
রোববার রাজধানীর ইস্কাটন রোড়ের মহিলা বিষয়ক অধিদপ্তরের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে আফরোজা বুলবুলের হাতে পুরস্কার তুলে দেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি৷ এসময় উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম ও মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সাহিন আহমেদ চৌধুরী৷
কালীগঞ্জ শহরের থানা পাড়ার মৃত ইমদাদুল হক বাবলুর সহধর্মিনী আফরোজা বুলবুল তিন কন্যা সনত্মানের জননী৷ বড় মেয়ে তানিয়া আফরোজ তিথি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞান বিষয়ে ২০০৬ সালে অনার্স ও ২০০৭ মাস্টার্স প্রথম শ্রেণিতে পাস করেন৷ তিথি বরিশালের গৌরনদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি)৷ দ্বিতীয় মেয়ে ফারিয়া আফরোজ দ্যূতি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে ফরেষ্ট্রি বিষয়ে ২০১০ সালে অনার্স ও ২০১১ সালে মাস্টার্স প্রথম শ্রেণিতে পাশ করেন৷ দ্যূতি বাংলাদেশ পুলিশের ঢাকা এসবি বিভাগের সহকারী পুলিশ কমিশনার৷ ছোট মেয়ে মারিয়া আফরোজ আঁকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিষয়ে প্রথম বর্ষের শিক্ষার্থী৷
স্বপ্নজয়ী মা আফরোজা বুলবুল বলেন, ‘বাংলাদেশে ১৫ স্বপ্নজয়ী মায়ের মধ্যে নির্বাচিত হওয়ায় আমি গর্বিত৷ সরকার এবারই প্রথম এই স্বপ্নজয়ী মা সম্মাননা প্রদান করেছে যেখানে আমি আছি এটা আমার জীবনের বিশাল বড় একটা পাওয়া বলে আমি মনে করি৷ তিনি বলেন, আমার কোন ছেলে সনত্মান নেই৷ আমার তিন মেয়ে কিন্তুু এজন্য আমি কখনোই মন খারাপ করিনি৷ আমার স্বপ্ন ছিল মেয়েদের সুশিক্ষাই শিক্ষিত করা৷ আমার আজ সত্যি সত্যিই মনে হচ্ছে আমি সফল হয়েছি৷’
কালীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শরিফা খাতুন বলেন, ‘আমি আমার অধিপ্তরকে ধন্যবাদ জানাতে চাই৷ কারন মায়েদের যে সম্মান তা এই ‘স্বপ্নজয়ী মা’ সম্মাননার মধ্যে দিয়ে কিছুটা হলেও দেওয়ার চেষ্টা করা হয়েছে৷ আমি মনে করি এই সম্মাননার মাধ্যমে দেশের মা এবং মেয়েরা আরো বেশি এগিয়ে যাওয়ার পথে অনুপ্রাণিত হবেন৷’





কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন