শনিবার ● ১৪ মে ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে নৌকার অফিসে হামলা
ঝিনাইদহে নৌকার অফিসে হামলা

ঝিনাইদহ প্রতিনিধি :: (৩১ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১১.২৫মিঃ) ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা চালিয়ে আসবাবপত্র ও বন্ধুবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুরের ঘটনা ঘটেছে৷ শুক্রবার রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের আলমডাঙ্গা বাজারে এ ঘটনা ঘটে৷ এসময় হামলাকারীদের গুলিতে আব্দুল ওহাব নামে একজন গুলিবিদ্ধ ও রজব আলী নামের একজন আহত হয়েছে৷ তারা ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন৷ গুলিবিদ্ধ আব্দুল ওহাব গোলকনগর গ্রামের মৃত আহসান আলীর ছেলে৷
প্রত্যক্ষদর্শীরা জানায়, মির্জাপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামীলীগ সমর্থিত নৌকা প্রতিকের প্রার্থী ফিরোজ হোসেনের নির্বাচনী কার্যালয়ে হামলা চালায় প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকরা৷ এসময় তারা ওই কার্যালয়ের কম্পিউটার, চেয়ার টেবিল, আসবাবপত্র ও বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর করে৷ এসময় হামলাকারীদের ছোড়া গুলিতে আব্দুল ওহাব নামের একজন গুলিবিদ্ধ হয়েছে এবং রজব আলী নামের একজনকে পিটিয়ে আহত করা হয়েছে৷
বর্তমান চেয়ারম্যান ও আওয়ামীলীগ সমর্থিত নৌকা প্রতিকের প্রার্থী ফিরোজ হোসেন জানান, তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেনের কর্মী সমর্থকরা আলমডাঙ্গা বাজারের নৌকা প্রতিকের নির্বাচনী কার্যালয়ে অতর্কিত হামলা চালায়৷
এসময় কম্পিউটার, চেয়ার টেবিল, আসবাবপত্র ও বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর করে এবং তার কর্মী সমর্থকদের উপর গুলি চালায় ও পিটিয়ে আহত করে৷ তার কর্মী আব্দুল ওহাব গুলিবিদ্ধ অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিত্সাধীন আছে৷ এ ঘটনায় নিজেই বাদী হয়ে শৈলকুপা থানায় মামলা দায়ের করবেন বলে ফিরোজ আহমেদ জানান৷
মির্জাপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মকবুল হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, রাতের আধারে কে বা কারা হামলা করেছে এ বিষয়টি তার জানা নাই৷
ঝিনাইদহের শৈলকুপা থানার ওসি মহিবুল ইসলাম বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি৷ বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে তবে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ আসেনি৷





নলছিটি থেকে ডাবল মার্ডারের আসামী আয়েশা গ্রেপ্তার
ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২
আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
নারায়ণগঞ্জে সাংবাদিকতার আড়ালে সমকামিতা, মাদক, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলিং
লংগদু এস টিভির প্রতিনিধি লিটনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ