বুধবার ● ১৪ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » রাজনীতি » বড়নাল ইউনিয়ন যুবলীগের কাউন্সিল সম্পন্ন
বড়নাল ইউনিয়ন যুবলীগের কাউন্সিল সম্পন্ন

মাটিরাঙ্গা প্রতিনিধি :: খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলাধীন বড়নালে বহু নেতা-কর্মীর উত্সাহ,উদ্দীপনার মধ্যদিয়ে শেষ হয়েছে বড়নাল ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল’১৫৷
মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো.জহিরুল ইসলাম খন্দকারসহ আওয়ামী যুবলীগের উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দের সহায়তায় বড়নাল ইউনিয়ন আওয়ামী যুবলীগের নতুন নেতৃত্ব তৈরির নির্বাচনী ভোট গ্রহন করা হয়৷ ১৩ অক্টোবর বড়নাল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ২য় অধিবেশনে দুপুর ১২টা-বিকাল ৩টা পর্যনত্ম এই ভোট গ্রহন অনুষ্ঠান চলে৷
বড়নাল ইউনিয়ন আওয়ামী যুবলীগ সভাপতি আবুল বশর’র সভাপতিত্বে আর উপজেলা যুবলীগের সদস্য মো.ইলিয়াছের সঞ্চালনায় কাউন্সিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও বড়নাল ইউপি চেয়ারম্যান আলী আকবর৷ তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভীষণ ২০৪১ বাস্তবায়নে যারা অগ্রনী ভূমিকা রাখতে সক্ষম হবে তাদেরকে দলের নেতৃত্বে আনার উপর গুরত্বারোপ করেন৷ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,বড়নাল ইউনিয়ন আ:লীগ সভাপতি মো. আবুল বশর,উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি নাসির উদ্দিন আহমেদ,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম যুবরাজ,অর্থ ও গবেষনা বিষয়ক সম্পাদক মো.নাসির উদ্দিন ৷ ১ম অধিবেশনে বক্তারা,সম্প্রতি ঘোষনাকৃত স্থানীয় সরকার নির্বাচনে শক্ত অবস্থান গড়ে তোলার সাথে সাথে আগামীতে যারা দলকে সর্বপ্রকার বাধা বিপত্তি পার করে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে তাদের নির্বাচিত করার আহবান জানান৷ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক মো: জহিরুল ইসলাম খন্দকার৷ অন্যান্যের বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি শওকত আকবর,যুগ্ম সা: সম্পাদক মো. রফিকুল ইসলাম লাভলু,দপ্তর সম্পাদক সোলায়মান বাদশা,বড়নাল ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম৷ অন্যান্যের মধ্যে উপজেলা যুবলীগের সদস্য মোঃ রেজাউল হক পাটোয়ারী রম্নবেল,মোঃ আনোয়ার হোসেন ও মোঃ ইউনূছ সাগর,মফিজ,আ: মালেক,আ: কাদের,আ: করিম,কামরুল ইসলাম,অগ্যজয় মার্মা ও লিটন,প্রমুখ৷
বিকালে উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো: জহিরুল ইসলাম নব নির্বাচিত বড়নাল ইউনিয়ন আওয়ামী যুবলীগের নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে সকল নেতাকর্মীর উপস্থিতিতে সভাপতি পদে জামাল হোসেন,সাধারন সম্পাদক পদে মো. মমিনুল হক ও সাংগঠনিক সম্পাদক পদে নুর আলম চৌধুরীকে বিজয়ী হিসেবে নাম ঘোষনা করেন৷
এর আগে দলীয় নেতাকর্মীদের নিয়ে সকালে দলীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলোনের মধ্যদিয়ে কাউন্সিল অধিবেশনের উদ্ভোধন করেন, উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি রকিবুল হাসান৷
উল্লেখ্য,বিজয়ী সভাপতি পেয়েছে ৬২ ভোট তার নিকটতম প্রতিদ্বন্ধী পেয়েছে ২৯ ভোট৷ মোট ১২৭ জনের সরাসরি ভোটের মাধ্যমে বড়নাল ইউনিয়ন আওয়ামী যুবলীগের নতুন নেতৃত্ব নির্বাচিত করা হয়৷ আপলোড : ১৪ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ৮.৩৩ মিঃ





আগামীকাল ৪ নভেম্বর নির্বাচন কমিশনের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৫ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎকার
তীরে এসে তরি ডোবাবেন না : সাইফুল হক
দ্রুত নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ তৈরি করুন
ফেব্রুয়ারীর জাতীয় নির্বাচনকে কোনভাবে ঝুঁকিতে নিক্ষেপ করা যাবেনা
আত্রাইয়ে জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
দেশের গণতান্ত্রিক উত্তরণের এই মহেন্দ্রক্ষণে কারই হটকারিতার সুযোগ নেই
ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ভন্ডল হলে দেশে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরী হবে
গণ -অভ্যুত্থানের বিজয়কে খন্ডিত করা ফেলা হচ্ছে
রাঙামাটিতে সরকার রাজনীতিক দলগুলোর ভিতর বিভাজনের রাজনীতি করছে
অজ্ঞাত কারণে জুলাই ঘোষণা চূড়ান্ত করার প্রক্রিয়ায় অধিকাংশ রাজনৈতিক দলকে বাইরে রাখা হয়েছে