বুধবার ● ২০ জুলাই ২০১৬
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » পানছড়িতে ফলজ বৃক্ষ মেলা ও জাতীয় মত্স্য সপ্তাহ শুরু
পানছড়িতে ফলজ বৃক্ষ মেলা ও জাতীয় মত্স্য সপ্তাহ শুরু
পানছড়ি প্রতিনিধি :: (৫ শ্রাবণ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় রাত ৮.৪১মিঃ) খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় ২০ জুলাই বুধবার থেকে শুরু হয়েছে ফলজ বৃক্ষ মেলা ও জাতীয় মত্স্য সপ্তাহ৷
কৃষি সমপ্রসারণ অধিদপ্তর পানছড়ি’র আয়োজনে ফলদ বৃক্ষ মেলা ২০১৬ উপলক্ষে তিন দিনব্যাপী এ মেলা উপলক্ষে সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলানয়াতনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সর্বোত্তম চাকমা৷ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, কৃষি কর্মকর্তা মোঃ আলা উদ্দীন শেখ৷ এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রত্না তংঞ্চাঙ্গ্যা, ২নং চেঙ্গী ইউপির সাবেক চেয়ারম্যান অনিল চন্দ্র চাকমা প্রমূখ৷ “অর্থ পুষ্টি স্বাস্থ্য চান- দেশী ফল বেশী খান” এই প্রতিপাদ্যে উপ-সহকারী কৃষি সমপ্রসারণ কর্মকর্তা দিবস চাকমা সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, উপ-সহকারী কৃষি সমপ্রসারণ কর্মকর্তা নয়ন্তু চাকমা, কৃষক ওয়াসিম কুমার চাকমা৷ আরো উপস্থিত ছিলেন, মত্স্য কর্মকর্তা (ভাপ্রাপ্ত) প্রিয় কান্তি চাকমা, সহকারী কৃষি সমপ্রসারণ কর্মকর্তা মোঃ নাজির হোসেনসহ উপ সহকারী কর্মকর্তা মোঃ মানিক মিয়া, বিভিন্ন এলাকার কৃষক ও কৃষানীরা৷ আলোচনা সভার শেষে প্রধান অতিথি ফিতা কেটে মেলার স্টল উদ্বোধন ও আলোচনা সভা শেষে স্টল পরিদর্শন করেন৷ এবারের ফলদ বৃক্ষ মেলায় সর্বমোট ১৩টি স্টল হয়েছে৷
অপর দিকে মত্স্য অধিদপ্তর পানছড়ি’র আয়োজনে “জল আছে যেখানে, মাছ চাষ সেখানে” প্রতিপাদ্য বিষয় নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে ৷ মত্স্য সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে পানছড়ি উপজেলা মত্স্য অধিদপ্তর৷ ২০ জুলাই বুধবার সকাল দশটা থেকে একটি র্যালী উপজেলা পরিষদ এলাকা থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে৷ ব্যানার ও ফেস্টুন সহযোগে র্যালীটি। শেষে উপজেলা পরিষদের নিজস্ব পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ করা হয়৷ র্যালিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সর্বোত্তম চাকমা৷ এ সময় আরো উপস্থিত ছিলেন, পানছড়ি উপজেলা মত্স্য কর্মকর্তা (ভাপ্রাপ্ত) প্রিয় কান্তি চাকমাসহ উপজেলার বিভিন্ন প্রশাসনিক কমকর্তা, মত্স্য চাষীগন৷





ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা
কুরবানির পশুর চামড়ার সিন্ডিকেট আগের চেয়ে বেশী সক্রিয় : উপযুক্ত দাম নাই
চাইল্ড পার্লামেন্টের সুপারিশে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধির আশ্বাস ডেপুটি স্পিকারের
খাগড়াছড়িতে ফ্রিল্যান্সিং করে সুমন এর আয় মাসে ৮ লাখ টাকা
ঠিকাদার-বিসিকের টানাপোড়নে আটকে আছে রাউজান বিসিক শিল্প নগরী কাজ
রাউজানে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট
ঈদকে সামনে রেখে আত্রাইয়ে প্রস্তুত ৪৮ হাজার কোরবানির পশু
আক্কেলপুরে দ্রব্যমূল্যের ঊধর্বগতি দিশেহারা মানুষ
বিশ্বনাথে এবি ব্যাংকের উপশাখার শুভ উদ্বোধন
আকমল পর্তুগালে দেশের সেরা তৃতীয় রেমিট্যান্সযোদ্ধা নির্বাচিত