শনিবার ● ২১ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » জনদুর্ভোগ » যারা বিকল্পপথে ফেসবুক ও ভাইবার ব্যবহার করছেন, তারা নজরদারিতে রয়েছেন - প্রতিমন্ত্রী তারানা হালিম
যারা বিকল্পপথে ফেসবুক ও ভাইবার ব্যবহার করছেন, তারা নজরদারিতে রয়েছেন - প্রতিমন্ত্রী তারানা হালিম

ঢাকা প্রতিনিধি :: সরকারি নির্দেশে বন্ধ থাকার পরও যারা বিকল্পপথে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ভাইবার ব্যবহার করছেন, তারা সরকারের নজরদারিতে রয়েছেন বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি বলেছেন, ‘সাময়িকভাবে বন্ধ থাকা সামাজিক যোগাযোগ মাধ্যমের সীমিত ব্যবহারকারীদের ওপর নজর রাখা সরকারের জন্য সহজ হচ্ছে।’
শনিবার দুপুরে রাজধানীর হোটেল ওয়েস্টিনে ‘টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ’ আয়োজিত মোবাইল ডিভাইসেস এ্যান্ড ইটস রোল ইন ন্যাশনাল সিকিউরিটি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তারানা হালিম বলেন, ‘ফেসবুক ও সামাজিক যোগাযোগ মাধ্যম খোলা হবে কবে— এমন প্রশ্ন রয়েছে। দেশের বৃহত্তর স্বার্থে নিরাপত্তার খাতিরে সাময়িকভাবে মাধ্যমগুলো বন্ধ। কিন্ত যারা বিকল্পপথে এ সব ব্যবহার করছেন, সেটি তারা নিরাপদভাবে ব্যবহার করছেন না। সীমিত ব্যবহারকারী বলে আমাদের মনিটরিং করা সহজ হচ্ছে।’
ফেসবুকসহ সামাজিক যোগাযোগের এ সব মাধ্যম কবে খোলা হবে— সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারানা হালিম বলেন, ‘জনস্বার্থ ও জননিরাপত্তার স্বার্থে যতদিন বন্ধ থাকা প্রয়োজন, ততদিন বন্ধ থাকবে এ সব মাধ্যম। স্বরাষ্ট্র মন্ত্রণালয় যখন বলবে, নিরাপত্তা নিশ্চিত করা গেছে, তখন এ সব যোগাযোগ মাধ্যম খুলে দেওয়া হবে।’
তিনি বলেন, ‘মানুষের নিরাপত্তা ও স্বস্তির বিষয়টি নিশ্চিত করতে সিম রেজিস্ট্রেশন ও সেটের আইএমইআই নম্বর রেজিস্ট্রেশন জরুরি। এপ্রিলে সিম রেজিস্ট্রেশনের কাজ শেষ হবে। এরপর সেটের আইএমইআই নম্বর রেজিস্ট্রেশনের কাজ শুরু হবে।’
সেমিনারে আরও অংশ নেন বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, র্যাবের কমিউনিকেশন উইং পরিচালক কমান্ডার শাহেদ করিম প্রমুখ।
আপলোড : ২১ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ৯.৫৫ মিঃ





আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ
জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ
কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ
আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে
দীর্ঘ ১৮ বছরেও চালু হয়নি মোরেলগঞ্জে পানগুছি নদীর ফেরিঘাট
সড়ক সংস্কারের অভাবে বাড়ছে দুর্ঘটনা, সড়কহীন সেতুতে বাড়ছে ভোগান্তি
পুটিয়াখালী-গাজীরহাট ব্রিজের বেহাল দশা
মোরেলগঞ্জে কালভার্টটি যেন মরণ ফাঁদ : জনদুর্ভোগ
ঘোড়াঘাটে খানাখন্দে ভরা সড়ক জনদুর্ভোগ চরমে
রাউজানে জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে আসা লোকজনদের চরম ভোগান্তি