বুধবার ● ২১ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » দেশের বিভিন্ন স্থানে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শ্রদ্ধা নিবেদন
দেশের বিভিন্ন স্থানে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শ্রদ্ধা নিবেদন
শেখ সাইফুল ইসলাম কবির :: (৯ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ১.২৫মি.) বাগেরহাটের মোরেলগঞ্জে যথাযথ মর্যাদার সাথে পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটির প্রথম প্রহরে শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে অনুষ্ঠিত হয় প্রভাতফেরি ও আলোচনা সভা।
উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামানের নেতৃত্বে সকাল ৭টায় অনুষ্ঠিত হয় প্রভাতফেরি। সহকারি কমিশনার (ভূমি) মো. আলমগীর হুসাইন, থানার ওসি মো. রাশেদুল আলম, ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার নন্দী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নানসহ উপজেলা পরিষদের সকল দফতরের কর্মকর্তা কর্মচারি, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ প্রভাতফেরিতে অংশ নেন।
প্রভাতফেরি শেষে পৌরপার্কে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। পৌরসভার সকল শিক্ষা প্রতিষ্ঠান, ঈমাম সমিতি, শিক্ষক সমিতি, এনজিওসমূহ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ ও মহিলা আওয়ামী লীগ শহীদ দিবসের এসব কর্মসূচিতে অংশ নেয়।
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে সিলেট শহীদ মিনারে হাজারো মানুষের ঢল
সিলেট প্রতিনিধি :: ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সিলেটে হাজারো মানুষের আনাগোনায় একুশের প্রথম প্রহরে মুখরিত হয়ে উঠেছে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার। রাত ১২ টা ১ মিনিটে গভীর শ্রদ্ধায় একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ শুরু হয়। বিভিন্ন রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা পুষ্পস্তবক নিয়ে দীর্ঘ লাইনে দাাঁড়িয়ে ফুলের শ্রদ্ধা জানান ভাষা শহীদদের।
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমেই ফুল দিয়ে শ্রদ্ধা জানায় শহীদ মিনার বাস্তবায়ন কমিটি। এরপর একে একে সিলেটের বিভাগীয় কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, পুলিশ সুপার, জেলা প্রেসক্লাব, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে পুষ্পস্তবক অর্পণ করেন।
বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলা ও মহানগর, বিএনপি সিলেট জেলা ও মহানগর, জাতীয় পার্টি, জাসদ, ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দল, ছাত্রলীগ ও ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
ময়মনসিংহে মহান একুশে উদযাপন, ‘ভাষা শহীদ আব্দুল জব্বার’ এর বাড়িতে মানুষের ঢল
ময়মনসিংহ অফিস :: যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ময়মনসিংহে মহান একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ময়মনসিংহ নগরীর টাউনহল চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২টা ১ মিনিটে প্রথম ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন ধর্মমন্ত্রী আলহাজ্জ অধ্যক্ষ মতিউর রহমান।এদিকে একুশের প্রথম প্রহরে ‘ভাষা শহীদ আব্দুল জব্বার’ এর বাড়ি গফরগাঁওয়ের পাঁচুয়াতে (জব্বার নগর) হাজারো মানুষের ঢল নামে।
ময়মনসিংহ নগরীতে এরপর পর্যায়ক্রমে শহীদ মিনারে বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক খলিলুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, পৌর মেয়র ইকরামুল হক, পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ,সামজিক সাংস্কৃতিক সংগঠন,ময়মনসিংহ প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের হাজারো মানুষ জমায়েত হয়ে ফুল দিয়ে শহীদদের বিন¤্র চিত্তে শ্রদ্ধা জানায়।এ ছাড়াও ময়মনসিংহের প্রতিটি উপজেলায় যথাযোগ্য মর্যদায় মহান একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হওয়ার খবর পাওয়া গেছে।
এদিকে একুশের প্রথম প্রহরে ‘ভাষা শহীদ আব্দুল জব্বার’ এর বাড়ি গফরগাঁওয়ের পাঁচুয়াতে (জব্বার নগর) হাজারো মানুষের ঢল নামে। গফরগাঁও উপজেলা সদর থেকে ৪ কিঃ মিঃ দূরে ভাষা শহীদ আব্দুল জব্বার’র দূর-দূরান্ত থেকে কয়েকশ’ যানবাহনে চড়ে উপস্থিত হন কয়েক হাজার মানুষ।
রাত ১২টার আগেই ভাষা শহীদের বাড়ি সংলগ্ন উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা কানায় কানায় ভরে যায়। পরে রাত ১২টা ১মিনিটে শহীদ বেদীতে প্রথমে স্থানীয় সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল এমপি’র পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করা হয়। পরে উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র এসএম ইকবাল হোসেন সুমন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. শামীম রহমান, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
সিলেট শহীদ মিনারে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা’র শ্রদ্ধা নিবেদন
সিলেট প্রতিনিধি :: মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশে ফেব্রুয়ারিতে মাতৃভাষার জন্য জীবন উৎসর্গকারী ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করেছেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, সিলেট জেলা ও মহানগরের নেতৃবৃন্দ।
বুধবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচী পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সিলেট জেলার সভাপতি ফয়ছল আহমদ, সাধারণ সম্পাদক পিংকু ধর।
এসময় আরো উপস্থিত ছিলেন, জামাল উদ্দিন, মঞ্জুরুল ইসলাম মজনু, ফারুক আহমদ, সামাদুল কমর চৌধুরী লিটন, হুমায়ুন কবীর, তুহিন চৌধুরী, আলী হোসেন সুমন, জাহিদুল আহমদ, ইমন, রুম্মান, সুমির, মুন্না, মুরাদ, মাহফুজ, তানজিদ ও বাবর প্রমুখ।
মাতৃভাষা শহীদদের স্মরণে খাগড়াছড়িতে পিসিপি’র শ্রদ্ধা নিবেদন
খাগড়াছড়ি প্রতিনিধি :: মহান ২১ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মাতৃভাষা আন্দোলনে শহীদদের স্মরণে শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) খাগড়াছড়ি জেলা কমিটি।
দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৭টায় শহরের মুক্তমঞ্চ এলাকায় একত্রিত হয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি তপন চাকমা ও সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা‘র নেতৃত্বে খালী পায়ে র্যালী সহকারে টাউন হল হয়ে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, পিসিপি জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক এলটন চাকমা, সাংগঠনিক সম্পাদক রুপেশ চাকমা, অর্থ সম্পাদক জহেল চাকমা, খাগড়াছড়ি সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক জেসীম চাকমা, খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ শাখার সভাপতি রনেল চাকমা প্রমূখ। পরে একে একে ফুল দিয়ে শতাধিক নেতা-কর্মী, শুভাকাঙ্খি, সমর্থক ও সাধারণ শিক্ষার্থীরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
সকল জাতিসত্তার ভাষা-সংস্কৃতি, ইতিহাস সুরক্ষিত হোক! এই শ্লোগানে ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ শেষে খালি পায়ে হেঁটে এক র্যালী বের করা হয়। র্যালীটি মুক্ত মঞ্চ এলাকায় এসে শেষ হয়।
পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা কমিটির দপ্তর সম্পাদক সমর চাকমা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি মূলে আরো জানাযায়, একই শ্লোগানে স্ব-স্ব শাখার ব্যানারে পানছড়ি, মহালছড়ি, মাটিরাঙ্গা, রামগড়, মানিকছড়ি ও লক্ষীছড়ি উপজেলা সদরগুলোতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন পিসিপি’র নেতা-কর্মীরা।
প্রসঙ্গত, ১৯৫২ সালে এই দিনে নিজস্ব মাতৃভাষা রক্ষার্থে নিজের জীবনকে আত্মোৎসর্গ করেছেন সালাম, বরকত, রফিক, সফিক, জব্বারসহ আরো অনেকে।
নবীগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস পালন
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস পাল করা হয়েছে। কর্মসুচীর মধ্যে ছিল একুশের প্রথম প্রহওে রাত ১২.০১ মিনিটে জে,কে স্কুল মাঠ সংলগ্ন শহীম মিনারে পুস্পস্তবক অর্পন,চিত্রাংকন প্রতিযোগীতা,আলোচনা সভা,পুরস্কার বিতরন ও কবিতা আবৃত্তি, সাংস্কৃতিকঅণুষ্টান। বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলানায়তনে নবীগঞ্জ উপজেলার নবাগত নির্বাহী অফিসার তৌহিদ বিন হাসানের সভাপতিত্বে এবং পজিব কর্মকর্তা শাকিল আহমদেও পরিচালনায় এতে বক্তব্য রাখেন,মুক্তিযোদ্ধের সংগঠক উপজেলা জাসদের সভাপতি মোঃ আব্দুর রউফ,উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ডাঃ শাহ আবুল খয়ের,উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মো. সাদেক হোসেন,উপজেরা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল,মুক্তিযোদ্ধা সন্তান কর্মান্ডের ডা. নিজামুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাদু মিয়া, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক মতিউর রহমান মুন্না,একটি বাড়ী একটি খামার উপজেলা কর্মকর্তা মোমেদ মিয়া,উপজেলা শিশু শিক্ষা একাডেমীর অধ্যক্ষ কাঞ্চন বনিক প্রমূখ। অনুষ্টানের শুরুতে কোরআন তেলওয়াত করেন মো. আব্দাল করিম,গীতাপাঠ করেন বিপুল চক্রবর্ত্তী। পরে সাংস্কৃতিক অনুষ্টানে স্থানীয় শিল্পীবৃন্দ সংগীত পরিবেশন করেন।
একুশের প্রথম প্রহরে বাগেরহাট শহীদ মিনারে মানুষের ঢল
বাগেরহাট অফিস : আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবসে বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে ঢল নামে জেলার সর্বস্তরের জনগনের।
মঙ্গলবার দিনগত রাত ১২টা ১ মিনিট থেকে বাগেরহাট শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সদস্য, জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান টুকুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা শহীদ মিনারে এসে শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান।
এর আগে রাত ১১টা থেকে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, প্রশাসনের বিভিন্ন দফতর, বাগেরহাট প্রেসক্লাব জাতীয় সাংবাদিক সংস্হা.বাগেরহাট ইয়ুথ জার্নালিস্টস ফোরাম,বাগেরহাট অনলাইন রিপোর্টাস ইউনিটি.দৈনিক আমাদের অর্থনীতি.দক্ষিণাঞ্চল অনলাইন সাংবাদিক ফোরাম.বাংলাদেশ অনলাইন ইয়াং সাংবাদিক ফোরাম.দৈনিক শিক্ষা, জয় বাংলাভিশন,ওয়ার্ল্ডপ্রেস২৪.কম.ব্যাংক-বিমা, শিক্ষা প্রতিষ্ঠান ও শ্রমিক সংগঠন ফুল নিয়ে উপস্থিত হতে থাকেন শহীদ মিনার চত্ত্বরে।
রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে জনতার উপস্থিতি।থেকে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, প্রশাসনের বিভিন্ন দপ্তর, ব্যাংক-বীমা, শিক্ষা প্রতিষ্ঠান ও শ্রমিক সংগঠন র্যালি নিয়ে উপস্থিত হন শহরের থানা রোডস্থ শহীদ মিনার চত্ত্বরে।চলতে থাকে দেশাত্মবোধক গান ও আবৃত্তি।
ভাষা শহিদদের স্মরণে পানছড়ি কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পমাল্য অর্পন
পানছড়ি প্রতিনিধি :: আজ ২১ ফেব্রুয়ারী মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পানছড়ি কেন্দ্রীয় শহিদ মিনারে যথাযোগ্য মর্যাদায় মধ্যে দিয়ে পুস্পমাল্য অর্পণ করেছে প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্টান।
সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনির্মিতভাবে উত্তোলন এবং পুস্পমাল্য অর্পণ করে উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা‘র নেতৃত্বে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড ও অঙ্গ সংগঠন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এর সভাপতি মো. বাহার মিয়ার নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ এবং সহযোগী সংগঠন এমপি গ্রুপ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. আবু তাহেরের নেতৃত্বে রফিকুল আলম গ্রুপ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)‘র সভাপতি মো. বেলাল হোসেনের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠন, জাতীয় পার্র্টি ও অঙ্গ এবং সহযোগী সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা, যুব রেড ক্রিসেন্ট, জনসংহতি সমিতি (এনএমলারমা), পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি) ও এনজিও সংস্থা সমূহ।
পূস্পমাল্য অর্পন শেষে শহীদদের স্বরণে ১মিনিট নিরবতা পালন করা হয়। সকাল সাড়ে ৭ টায় সম্মিলিত প্রভাত ফেরি উপজেলা পরিষদ হতে বাজার এলাকা প্রদক্ষিন করে।
বগুড়ায় বাঁশ,কাগজ ও দড়ি দিয়ে নির্মিত হলো শহীদ মিনার
কাহালু (বগুড়া) প্রতিনিধি :: একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের জনগণের গৌরবোজ্জ্বল একটি দিন। এটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবেও সুপরিচিত।
বগুড়ায় তুন প্রজন্মের কাছে ভাষা শহীদদের চেতনা ছড়িয়ে দিতে বাঁশ,কাগজ ও দড়ি দিয়ে শহীদ মিনার তৈরি করলেন কাহালু উপজেলার এরুইল গ্রামের যুব সমাজ । মাতৃভাষার প্রতি সম্মান জানাতে তারা নিজেদের উদ্যোগে তৈরি করলেন এই শহীদ মিনার এবং শ্রদ্ধা জানালেন।
রাত ১২ টা ০১ মিনিটে তারা ফুল দিয়ে শুভেচ্ছা জানায় ।
এ কাজে জরিত মাসুদ, রাকিবুল, মুন্না, মাহফুজ, এনামুল ও মিনহাজসহ এরুইল গ্রামের যুব সমাজ।
এই শহীদ মিনারটি তৈরি করা হয় কাহালু উপজেলা এরুইল প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ।
তারা বলেন, ক্ষণিকের পরিকল্পনাকে বাস্তবে রুপ দিলাম। আমি গর্বিত এমন এক ভাস্কর্যের কারিগর বলে। আমি গর্বিত আমি বাঙালি বলে।
শহিদ মিনারে উপস্থিত বাংলা ভাষা প্রেমীদের মুখে একটাই ধ্বনি ছিল, যারা মায়ের ভাষাকে বিশ্বের বুকে পরিচয় করে দিয়েছে, আমরা তাদের ভুলব না, সকল ভেদাভেদ ভুলে গিয়ে সকল শহীদদের প্রতিশ্রদ্ধা ও সম্মান জানানোর জন্য শহীদ মিনারে আসেন তারা।
তাদের মুখে তখন একটাই স্লোগান ছিল, “আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফ্রেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি”।
ভাষা আন্দোলনের মধ্যদিয়েই বাঙ্গালী জাতি স্বাধীনতার স্বপ্ন দেখেছিল
মাটিরাঙ্গা প্রতিনিধি :: (৯ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৩০মি.)খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় অমর ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে উপজেলা ও পৌর মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নব-ঘোষিত মাটিরাঙ্গা মুক্তিযোদ্ধা চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা। মাটিরাঙ্গা পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আবুল হাশেম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন-মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র মো. শামছুল হক,খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রইছ উদ্দিন, মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সভাপতি মো. মুনছুর আলী ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সহকারী কমান্ডার মো. হানিফ হাওলাদার প্রমুখ।
এ সময় মাটিরাঙ্গা উপজেলা ও পৌর আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন এলাকা থেকে আগত বীর মুক্তিযোদ্ধাগন উপস্থিত ছিলেন।
সভায় মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধভাবে আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ‘কে বিজয়ী করার লক্ষে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান। এ সময় মুক্তিযোদ্ধা জাতির শ্রেষ্ঠ সন্তান মন্তব্য করে পৌর মেয়র মো. শামছুল হক,মাটিরাঙ্গা তবলছড়ি রাস্তার জিরো পয়েন্টকে মাটিরাঙ্গা মুক্তিযোদ্ধা চত্বর ও পুরাতন হাসপাতাল থেকে গোমতি যাতায়াতের রাস্তাটিকে বীর প্রতীক ও বীর উত্তম খেতাবপ্রাপ্ত প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মো. মালু মিয়া সড়ক নামে নাম করণের ঘোষনা দেন।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে কর্মসূচির মধ্যে ছিল পুষ্পার্ঘ্য অর্পণ, প্রভাতফেরী, আলোচনা সভা। মঙ্গলবার দিনগত রাত ১২ টা ১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. হারুনর রশীদ ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলী।
এছাড়া ডিন কাউন্সিল, প্রভোস্ট কাউন্সিল, সেক্টর কমান্ডারস্ ফোরাম, অফিসার্স এসোসিয়েশন, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ, বঙ্গবন্ধু সমন্বয় পরিষদ, কর্মচারীবৃন্দ, সাংস্কৃতিক কেন্দ্র, ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, আলোকতরী, উদীচী, পাঠচক্র, বাঁধন, ঘাঁসফুল, শের-ই- বাংলা হল, এম কেরামত আলী হল, কবি সুফিয়া কামাল হল, বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলসহ বিভিন্ন সংগঠন পুষ্পার্ঘ অর্পণ করেন। বুধবার সকাল সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে একুশের প্রভাতফেরি বের হয়ে ক্যাম্পাস ও দুমকি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে একাডেমিক ভবনের আইকিউএসি সেমিনার কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রফেসর ড. মো.ফজলুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. হারুনর রশীদ, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলী, ডিন কাউন্সিলের কনভেনর প্রফেসর ড. আবুল কাসেম চৌধুরী, ল্যান্ড ম্যানেজমেন্ট এন্ড এডমিনিস্ট্রেশন অনুষদের ডিন প্রফেসর আ.ক.ম মোস্তফা জামান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর স্বদেশ চন্দ্র সামন্ত, অফিসার্স এ্যাসোসিয়েশনের সভাপতি মো. আরিফ আহমেদ জুয়েল, ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ।
এছাড়াও দিবসটি উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দোয়া-মোনাজাত ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গাজীপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ফুল আর শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করছে গাজীপুরের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
মঙ্গলবার দিবাগত রাত মহান একুশের প্রথম প্রহরে রাত ১২টা ০১ মিনিটে গাজীপুর জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন পুষ্পস্তবক অর্পণ করে।
গাজীপুর রাজবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসক ডঃ দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর ও পুলিশ সুপার মোহাম্মদ হারুন-অর রশীদ ফুল দেন।
পরে ভাষা শহীদ বরকতের পরিবার, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, স্কুল-কলেজ ও সাংবাদিক সংগঠন শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
এদিকে, মঙ্গলবার দিবাগত রাত ১২টা ০১ মিনিটে কালিয়াকৈর কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাসেল ও নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। এ ছাড়াও শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন মুক্তিযুদ্ধ কমান্ড কাউন্সিল, আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন সংগঠনের পক্ষে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে প্রশাসনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতেও পুষ্পস্তবক অর্পণ করা হয়।
শ্রীপুরে মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষে ইউএনও রেহেনা আকতার ও উপজেলা পরিষদের পক্ষে চেয়ারম্যান আবদুল জলিল শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এরপর শ্রীপুর পৌরসভা, শ্রীপুর থানা, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ, আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করে।
শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষে সভাপতি আবু বকর সিদ্দিক আকন্দ ও সাধারণ সম্পাদক কাজী মো. আক্তার হোসেন নেতৃত্ব দেন।
শ্রীপুর প্রেসক্লাবের পক্ষে অধ্যক্ষ নূরুন্নবী আকন্দ এবং সাংবাদিক সিমিতির পক্ষে সভাপতি রায়হানুল ইসলাম আকন্দ ও সাধারণ সম্পাদক রুহুল আমীন নেতৃত্ব দেন।
ভোর ছয়টায় ইউএনওর নেতৃত্বে প্রভাত ফেরি শহীদ মিনার প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
রাঙ্গুনিয়ায় যথাযোগ্য মর্যাদায় অান্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

রাঙ্গুনিয়া প্রতিনিধি :: রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামীলীগ ও বিভিন্ন স্কুল কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। আজ বুধবার ২১ ফেব্রুয়ারি ইছাখালীস্থ উপজেলার কেন্দ্রিয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনকালে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ সেলিম, নজরুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি পলাশী মুৎসুদ্দি, সাধারণ সম্পাদক নিলু আক্তার, উপজেলা যুবলীগ সহসভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী, পারভেজ হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুচ, পৌরসভা মহিলা আওয়ামীলীগ সভাপতি মেনকা তালুকদার,পৌর কাউন্সিলর জেসমিন আক্তার ও নূরজাহান বেগম প্রমুখ। এসময় নেতৃবৃন্দ শহীদের স্মরণে ১মিনিট নিরবতা পালন করেন এবং সংক্ষিপ্ত সমাবেশে তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।





হাদি হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল
খাগড়াছড়ি প্রেসক্লাবের ৪০ বছর পূর্তিতে প্রকাশনা উৎসব
খাগড়াছড়ির দীঘিনালায় মহিলা জামায়াতের সমাবেশ
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
চলতি বছরে চট্টগ্রাম রিজিয়নে বিজিবির ১৯ কোটি টাকার চোরাচালান মালামাল উদ্ধার
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
খাগড়াছড়ির সহিংসতায় তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে : সুপ্রদীপ চাকমা
খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সেনা অভিযানে অস্ত্র সহ এমএলপি এর দুই সন্ত্রাসী আটক