সোমবার ● ৬ আগস্ট ২০১৮
প্রথম পাতা » শিক্ষা » সিলেটের শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ আবু জাফর নুমান
সিলেটের শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ আবু জাফর নুমান
বিশ্বনাথ প্রতিনিধি :: (২২ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.০৫মি.)জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৮ উপলক্ষে সিলেট জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদ্রাসা) হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের সৎপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ, মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আল্লামা গোলাম হোসাইন সৎপুর (রহ.) এর সুযোগ্য পুত্র মাওলানা আবু জাফর মুহাম্মদ নুমান। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৮ উপলক্ষে সোমবার সিলেট নগরীর অগ্রগামী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে জেলা শিক্ষা অফিস আয়োজিত এক অনুষ্ঠানে তাকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক নূমেরী জামাল
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রিধারী অধ্যক্ষ নুমান সৎপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে ২০১৬ সাল থেকে নিরলসভাবে দায়িত্ব পালন করে আসছেন। এর আগে তিনি একই প্রতিষ্ঠানের আরবি প্রভাষক ও পরবর্তীতে উপাধ্যক্ষ হিসেবে দীর্ঘদিন সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।
শিক্ষার মানোন্নয়ন, নিজ প্রতিষ্ঠানে সুষ্ঠ শিক্ষাব্যবস্থা ও শিক্ষার্থীদের নৈতিকতা শিক্ষায় নিরলস প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছেন অধ্যক্ষ মাওলানা নুমান। সুদক্ষ প্রতিষ্ঠান প্রধানের নেতৃত্বে আগামী দিনে দেশের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গৌরব অর্জনের স্বপ্ন দেখছে ঐহিত্যবাহী সৎপুর দারুল হাদিস কামিল মাদ্রাসা।
এব্যাপারে অধ্যক্ষ মাওলানা আবু জাফর মুহাম্মদ নুমান তার প্রতিক্রিয়ায় বলেন, সিলেট জেলায় আরও অনেক গুনী মাদ্রাসা প্রধান থাকা সত্ত্বেও আমাকে শ্রেষ্ঠ মাদ্রাসা প্রধান নির্বাচিত করায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রতিষ্ঠানের সুনাম ধরে রাখতে ও ভালো ফলাফলের জন্য এলাকাবাসী, গর্ভনিংবডি, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের আন্তরিক সহযোগীতা এবং দোয়া কামনা করেন তিনি।





রাবিপ্রবি ক্যাম্পাসে পূবালী ব্যাংক এর কার্যক্রমের উদ্বোধন
কর্ণফুলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজ উদ্দিন
রাবিপ্রবি’তে ‘Startup and Entrepreneurship Development for Youth Empowerment’ শীর্ষক সেমিনার
রাবিপ্রবি ও তুরস্কের আতাতুর্ক বিশ্ববিদ্যালয়ের সাথে সমঝোতা স্বাক্ষরিত
চুয়েটে পুরকৌশল বিভাগের সেমিনার অনুষ্ঠিত
রাবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের ৭ম সভা অনুষ্ঠিত
রাঙামাটি সরকারি কলেজ শাখা ছাত্রদলের কমিটি গঠন
রাবিপ্রবিতে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাবিপ্রবি এর নিজস্ব ডোমেইনে শিক্ষার্থীদের জন্য ই-মেইল একাউন্টের উদ্বোধন
রাবিপ্রবি’তে শিক্ষকদের কর্মদক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ