মঙ্গলবার ● ২২ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » কৃষি » মাটিরাঙ্গায় বিএনপি’র প্রার্থীকে নির্বাচনী প্রচারণায় বাধা দেয়ার অভিযোগ
মাটিরাঙ্গায় বিএনপি’র প্রার্থীকে নির্বাচনী প্রচারণায় বাধা দেয়ার অভিযোগ

মাহমুদ,মাটিরাঙ্গা প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখা ও নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগে সেনা মোতায়েনের দাবি করেছে বিএনপি ৷
২২ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে মাটিরাঙ্গা উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি’র পক্ষ থেকে এ দাবী করা হয় ৷
সংবাদ সম্মেলনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী মো. বাদশা মিয়া অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করছে৷ ৰমতার দাপটে নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা অব্যাহত রেখেছে ৷
প্রচারণায় বাঁধা ও বিএনপি নেতাকর্মীদের মারধরের অভিযোগ এনে তিনি বলেন, সোমবার বেলা সাড়ে তিনটার দিকে ৩নং পৌর ওয়ার্ডের হাতিয়াপাড়া এলাকায় প্রচারণায় গেলে নাছির উদ্দিন ও শওকতসহ ৪০/৫০ জন আওয়ামী লীগ নেতাকর্মী লাঠিসোটা নিয়ে তাদের উপর হামলা চালায়৷ এছাড়া মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ৮নং ওয়ার্ডের চক্রপাড়া এলাকায় গণসংযোগকালে নৌকা প্রতীকের সমর্থকরা তাদের বাঁধা দেয় এবং অবরুদ্ধ করে রাখে ৷ পরে পুলিশের উপস্থিতিতে বিএনপি প্রার্থী ও সমর্থকদের উপর হামলা চালায় আওয়ামী লীগ কর্মীরা ৷ হামলায় উপজেলা যুবদলের সদস্য ফজর আলী, জয়নাল সরকার ও ইসমাঈলসহ অপর তিন জন আহত হয় ৷
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বর্তমান পৌর মেয়র আবু ইউসুফ চৌধুরী অভিযোগ করে বলেন, ‘দুটি ঘটনায় সংশিস্নষ্ট রির্টানিং কর্মকর্তাকে লিখিতভাবে অভিযোগ করা হলেও কোন পদক্ষেপ নেয়নি৷ সাধারণ ভোটারদেরও ভোট কেন্দ্রে না যেতে হুমকি দিচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীরা ৷’
সংবাদ সম্মেলনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখা ও নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগে এখন থেকে নির্বাচন পরবর্তী তিনদিন পর্যন্ত মাটিরাঙ্গা পৌর এলাকায় সেনা মোতায়েনের দাবি জানান বিএনপি নেতারা।





আত্রাইয়ে পাট চাষে দিন দিন আগ্রহ হারাচ্ছেন কৃষকরা
কাউখালীতে কৃষি অধিদপ্তরের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
কাউখালীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
ঝালকাঠিতে আম বাগান হয়ে উঠেছে সম্ভাবনার নতুন দিগন্ত
বাগেরহাটে লবণাক্ত পতিত জমিতে মাঠজুড়ে সূর্যমূখীর হাঁসি ঝিলিক
আত্রাইয়ে বেড়েছে পেঁয়াজের বীজ চাষ
শরীরের জন্য পুষ্টি, তাপ ও শক্তি যোগাতে পুষ্টিকর খাবারে কোনো বিকল্প নেই : মনিরুজ্জামান খান
ফটিকছড়িতে বোরো চাষে নারী শ্রমিকরা
রাউজানে সরিষা ক্ষেতে হলুদের হাতছানি
সুরাইয়া বিলকিসের বিষমুক্ত ছাদ বাগান