রবিবার ● ৩ মার্চ ২০১৯
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহ-যশোর মহাসড়কে বেহাল অবস্থা
ঝিনাইদহ-যশোর মহাসড়কে বেহাল অবস্থা
ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের কালীগঞ্জ-যশোর মহা সড়কের বারবাজার এলাকায় খানাখন্দ সৃষ্টি হওয়ায় সকল যানচলাচল বন্ধ হয়ে যাচ্ছে। মহা সড়ক বন্ধ হয়ে গেলে দুরপাল্লার যানবাহন গুলোর পড়তে হয় মহা বিপদে। ফলে তারা বাধ্য হয়ে বিকল্প রাস্তা ঘুরে ২০/২৫ কিলোমিটার দিয়ে হয়। বিশেষ করে রাস্তায় এসন নিম্নমানের মালামাল দিয়ে সড়ক করা হয়েছে যা চলতে গেলে ভারি যানবাহন গুলো বিকল হয়ে রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার বারবাজার মহাসড়কের উপর দিয়ে প্রতিদিন দিনরাত সর্ব বাস, ট্রাক, পিকআপ ভ্যানসহ ছোটবড় যানবাহন চলাচল করে। কয়েক দিনের বৃষ্টিতে বারবাজার তেল পাম্পের সামনে রাস্তা ভেঙ্গে কাদামাটি সৃষ্টি হওয়ায় সব ধরনের যানবাহন চলাচল হয়ে যায়। এজন্য দূরপাল্লার যাত্রীদের চরম দূভোর্গ পোহাতে হয়। যশোর-ঝিনাইদহ মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। মহাসড়কে খানা-খন্দ সৃষ্টি হওয়ায় বেড়েছে দুর্ঘটনার ঝুঁকি।গত মাস দুয়েক আগে রাস্তার অংশ ভেঙে পড়ে।
এরপর থেকে স্থানীয়রা বিকল্প সড়কে চলাচল করতো। রাস্তা ভেঙে যাওয়ার পর আধা কিলোমিটার একবারেই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এরপর থেকে ২০ কিলোমিটার পথ ঘুরে কালীগঞ্জ-খাজুরা সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে। বারবাজারে রাস্তার দু,পাশে দুটি ট্রাক মাটিতে আটকিয়ে যাবার কারণে মহাসড়ক দিয়ে দু’পাশের যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। আবার রঘুনাথপুর এলাকায় মহাসড়কের যে অবস্থা তাতে করে যে কোন সময় আবার বড় ধরনের দূর্ঘটনা ঘটে সড়কটি বন্ধ হয়ে যেতে পারে। বিশেষ করে বারবাজার এলাকায় সড়কের সমস্যার কারণে যানবাহন চলাচল করতে পারেনি ঠিক ভাবে। শত শত গাড়ি আটকিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। ফলে বারবাজার এলাকায় ও রঘুনাথপুর নামক স্থানে মহাসড়ক মেরামত না করলে আবার ও যানবাহন মাটিতে বেধে সড়কে যানবাহন চলাচল বিঘœ ঘটতে পারে। এসব স্থানে মেরামত করা দ্রুত হয়ে পড়েছে। চালকরা বলছে রাস্তা সংস্কার না করার কারণে গাড়ি বিকল হয়ে পড়ছে যে কারণে তারা জীবনের ঝুকি নিয়ে চলচল করতে হয়।





মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন
জাকির এর উদ্যোগে কুষ্টিয়া শহর নতুন রূপে সেজেছে