বুধবার ● ৮ এপ্রিল ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় হোম কোয়ারেন্টাইনে ১৬৭
গাইবান্ধায় হোম কোয়ারেন্টাইনে ১৬৭
সাইফুল মিলন, গাইবান্ধা :: গাইবান্ধায় আজ বুধবার নতুন করে করোনা ভাইরাস সন্দেহে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে গত ২৪ ঘন্টায় ১৬৭ ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পর তাদের করোনা ভাইরাস সংক্রমনের কোন প্রমাণ না পাওয়ায় ৩ জনকে ছেড়ে দেয়া হয়েছে।
অপরদিকে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে আরও নতুন ১২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সিভিল সার্জন সুত্রে জানা গেছে জেলায় এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত ৫ জনের মধ্যে গাইবান্ধা জেলা সদর হাসপাতালের আইসোলেসনে ৩ জন এবং সুন্দরগঞ্জ ও সাদুল্যাপুরের হবিবুল্যাহপুর গ্রামের হোম কোয়ারেন্টাইনে ২ জনকে রাখা হয়েছে।
গাইবান্ধা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের কর্মীর অবহেলায়
রাস্তায় নবজাতক শিশুর জন্ম নেয়ায় দুই সদস্যের তদন্ত টীম গঠন
গাইবান্ধা :: গাইবান্ধা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সন্তান প্রসবের জন্য এসে ফিরিয়ে দেয়া হলে রাস্তায় সন্তান প্রসবের ঘটনায় গত মঙ্গলবার বিকেলে দুই সদস্যের একটি টীম তাদের তদন্ত সম্পন্ন করেছেন। তদন্ত টীমের দায়িত্ব প্রাপ্তরা হলেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম ও সহকারি পরিচালক ডাঃ ফারুক আজম নুর।
ওই তদন্ত টীম মা ও শিশু কল্যাণ কেন্দ্রে গিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের চিকিৎসক ডা. আফসারী খানম, অভিযুক্ত এফডব্লিউভি তৌহিদা বেগমসহ অন্যদের সাক্ষাতকার গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর শহীদ আহম্মেদ, সমাজসেবক ও রাজনীতিবিদ ওয়াজিউর রহমান রাফেলসহ অন্যান্যরা।
তদন্ত টীমের প্রধান জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম জানান, তদন্ত সম্পন্ন হয়েছে। দু-এক দিনের মধ্যেই রিপোর্ট প্রদান করা হবে। মা ও শিশু কল্যাণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তদের কোন গাফিলতি পাওয়া গেলে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।
সোমবার রাত পৌনে ৮ টায় মা ও শিশু কল্যাণ কেন্দ্র থেকে মাত্র ২০০ গজ দুরে মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় নবজাতকের জন্ম দেন এক মা। নবজাতক ভুমিষ্টকারি ওই মায়ের নাম মিষ্টি আকতার (২০)। সে সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে আব্দুর রশিদের স্ত্রী।





পরিস্থিতি সামাল দিতে জাতীয় সমঝোতা প্রতিষ্ঠার উদ্যোগ নিন
সংবিধান বাতিল বা পরিবর্তন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়
দেশের জনগণ এই সরকারের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে : সাইফুল হক
ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচন গাইবান্ধার সাদুল্লাপুরে চলেছে ভোট গ্রহণ
হোটেল ব্যবসায়ী পিতার হত্যাকারী পুত্র
গাইবান্ধায় ১৫ পরিবারকে স্বাবলম্বী গড়ে তোলার উদ্যোগ
৮০ বছরের পুরোনো ক্লাবের লীজ বাতিল, হতাশায় গাইবান্ধার ক্রীড়াঙ্গন
গাইবান্ধায় প্রার্থীর সমর্থককে হত্যার অভিযোগ
আদিবাসী পল্লী থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
গাইবান্ধায় ইপিজেড ও বালাসী-বাহাদুরাবাদ টার্নেল নির্মানের দাবিতে বিক্ষোভ সমাবেশ