রবিবার ● ২ আগস্ট ২০২০
প্রথম পাতা » অপরাধ » রামগড়ে ফারুক হত্যার ২০ দিন পর আসামী গ্রেফতার
রামগড়ে ফারুক হত্যার ২০ দিন পর আসামী গ্রেফতার
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি ::খাগড়াছড়ির রামগড়ের কালাডেবায় রাতের আঁধারে মো. ওমর ফারুক হত্যার রহস্য উদঘাটন করে মূলহত্যাকারী মৃদুল কান্তি ত্রিপুরা প্রকাশ আকাশ (১৮) কে কালাডেবা বাজার থেকে আটক করেছে রামগড় থানা পুলিশ।
গতকাল শনিবার (১আগষ্ট) আটককৃত মৃদুল ত্রিপুরা পৌরসভার কালাডেবা এলাকার উপেন্দ্র ত্রিপুরার ছেলে। গত ১১জুলাই রাত সাড়ে ১০টার দিকে স্থানীয়রা ফারুককে উদ্ধার করে প্রথমে রামগড় হাসপাতাল পরে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গেলে রাত ২টার দিকে তার মৃত্যু হয়।
নিহত ফারুক রামগড়ের কালাডেবা আলী নেওয়াজের ছেলে সে ফটিকছড়িতে একটি ঔষধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতো।
হত্যার রহস্য উদঘাটনের ২০দিন পর আসামী মৃদুলকে আটক করে শনিবার খাগড়াছড়ি আমলী আদালতে নিয়ে যায় পুলিশ। এসময় আদালতের সিনিয়র ম্যাজিস্ট্রেট মো. মোরশেদুল আলমের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দী দিয়েছে আসামী মৃদুল ত্রিপুরা।
রামগড় থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শামসুজ্জামান সিএইচট মিডিয়া প্রতিনিধিকে জানান, ঘটনার পর থেকেই হত্যাকান্ডের রহস্য উদঘাটনে ফারুকের ব্যবহৃত চুরী হওয়া স্মাটফোনের সূত্র ধরে তথ্য প্রযুক্তির সহায়তায় ১৩ জুলাই ফোনটির সূত্র ধরে আসামীকে গ্রেফতার করা হয়। আসামির কাছ থেকে ফারুকের ব্যবহৃত শাওমি মোবাইল ফোনটিও উদ্ধার করা হয়েছে।