বৃহস্পতিবার ● ২৯ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » জনদুর্ভোগ » সিলেটে বিদ্যুতের ভেল্কিবাজিতে অতিষ্ট গ্রাহকরা
সিলেটে বিদ্যুতের ভেল্কিবাজিতে অতিষ্ট গ্রাহকরা
সিলেট জেলা প্রতিনিধি :: (১৪ আশ্বিন ১৪২৩ বাঙলা : সময় বিকাল ৪.৪৯মি.) সিলেটের বিয়ানীবাজারের আশপাশ এলাকার বাসিন্ধারা বিদ্যুৎ ভেল্কিতে অতিষ্ট, বিদ্যুৎ কখন আসবে এই প্রতিক্ষাতেই পথ চেয়েই কেটে যায় তাদের বেলা কিন্তু বিদ্যুৎ আসেনা, আর যদি বা আসে তবে তা ম্যাজিকের এই আছে তো এই নাই। তাই বিদ্যুৎ ভেল্কিতে অতিষ্ট বিয়ানী বাজারের ভোক্তারা নেমে এসেছে রাস্তায়, তাদের দাবী একটাই নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ চাই। আগামী এক সপ্তাহের মধ্যে বিয়ানীবাজার উপজলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না হলে এখান থেকে পল্লী বিদ্যুৎ কার্যালয় গুটিয়ে নিতে হবে। ঘন্টার পর ঘন্টা যান্ত্রিক ত্রুটির নামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা, বিদ্যুৎ কর্তৃপক্ষের নানা দূর্নীিতি এবং স্বেচ্ছা চারিতার বিরুদ্ধে অয়োজিত প্রতিবাদ ও বিক্ষোভ সমেোবেশে ব্ক্তারা এমন হুশিয়ারী উচ্চারণ করেছেন।
সভায় ব্ক্তরা আরো বলেন, টাকা দিয়ে বিদ্যুৎ কিনে যদি সেবায় ঘাটতি থাকে তাহলে এরকম সেবামূলক প্রতিষ্টানের প্রয়োজন নেই। সভায় পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ উর্দ্ধতন প্রশাসনিক কর্মকর্তাদের কাছে স্মারক লিপি প্রদান, ব্যবসায়িদের সাথে মত বিনিময়, শিক্ষার্থীদের সাথে নিয়ে আন্দোলন পরিচালনার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। বাদ মাগরিব বিয়ানীবাজার পৌরশহরের পোস্ট অফিস মোড়ে বিয়ানীবাজারবাসীর উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সভায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।
কয়েকশত ভুক্তভোগী জনতার উপস্থিতিতে এ সময় বিদ্যুতের বিরামহীন ভেল্কিবাজি বন্ধে এক্যমত পোষন করে আন্দোলন চালিয়ে যাওয়ার সংকল্প করা হয়। সমাবেশে উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শাহজানউল ইসলাম লায়েকের পরিচালনায় ও আওয়ামী লীগ নেতা নোমান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আব্দুল মুছব্বির, মুক্তিযোদ্ধা সহিদ আলী, পৌর বিএনপির সভাপতি আবু নাছের পিন্টু, জাসদ নেতা শমশের আলম, আনিছুৃর রহমান, কমরেড দয়াময় কুমার দে, আওয়ামীলীগ নেতা বেলাল হোসেন, ব্যবসায়ী আব্দুল হক, সাংবাদিক হাসান শাহরিয়ার, বিয়ানী বাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো: জয়নুল ইসলাম, জুনেদ ইসলাম, ছালেহ আহমদ শাহীন, ব্যবসায়ী শামীম আহমদ, ছাত্রলীগ নেতা এ.বি.এস সিদ্দিক ও সাইদুজ্জামান টিপু প্রমুখ।





আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ
জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ
কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ
আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে
দীর্ঘ ১৮ বছরেও চালু হয়নি মোরেলগঞ্জে পানগুছি নদীর ফেরিঘাট
সড়ক সংস্কারের অভাবে বাড়ছে দুর্ঘটনা, সড়কহীন সেতুতে বাড়ছে ভোগান্তি
পুটিয়াখালী-গাজীরহাট ব্রিজের বেহাল দশা
মোরেলগঞ্জে কালভার্টটি যেন মরণ ফাঁদ : জনদুর্ভোগ
ঘোড়াঘাটে খানাখন্দে ভরা সড়ক জনদুর্ভোগ চরমে
রাউজানে জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে আসা লোকজনদের চরম ভোগান্তি