শুক্রবার ● ২৮ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » খামার করে নিজের পায়ে দাড়ালেন বিশ্বনাথের পরতাব আলী
খামার করে নিজের পায়ে দাড়ালেন বিশ্বনাথের পরতাব আলী
মো. আবুল কাশেম,বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: (১৩ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৯.১৪মি.) নিজের পায়ে দাড়ানোর স্বপ্ন ছোট বেলা থেকেই৷ অন্যের হাতের দিকে তাকানো লজ্জা বলেই মনে করেন৷ অলসতা নেই বললেই চলে৷ পরিশ্রমকে পুজিঁ করে ধীরে ধীরে তিনি প্রতিটি কাজে সফল হয়েছেন৷ এই ইচ্ছা আর শক্তিকে কাজে লাগেই একের পর এক সফলতার মুখ দেখছেন বিশ্বনাথ সদর ইউনিয়নের সেনারগাঁও গ্রামের মো. পরতাব আলী৷
পরতাব আলী ছোট বেলা থেকেই কৃষি কাজের সঙ্গে জড়িত৷ এক সময় ভাল পরামর্শ না পাওয়ায় কোন রকমভাবে চলতেন৷ বর্তমানে ৫-৭ বছর ধরে কৃষি অফিসের পরামর্শে পরতাব আলী সফলতা দেখছেন প্রতিটি কাজে৷
এখন পরতাব আলী নিজ বাড়িতে গরম্ন, মাছ ও হাঁসের খামার করে সফল হয়েছেন৷ হাঁসের খামার করে প্রতিদিন ২শত ডিম বিক্রি করে প্রায় ৯শত টাকা আয় করছেন৷ সব খরছ বাদ দিয়ে এই আয় হচ্ছে পরতাব আলীর৷ স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে নিয়ে পরতাব আলীর সংসার চলছে সুখেই৷ ছেলে-মেয়ের পড়ালেখার খরছসহ সংসার চালিয়ে যাচ্ছেন সাচ্ছন্ধেই৷
২৬ অক্টোবর বুধবার বিকেলে পরতাব আলীর বাড়িতে সরেজমিনে গিয়ে দেখা গেছে, হাঁসের খামারে কাজ করছেন৷ বাড়ির পাশে রয়েছে পরতাল আলীর দুটি পুকুর৷ দুটি পুকুরে করেছেন মাছের চাষ৷ রয়েছে গরম্নর খামার৷ হাওরে ফলিয়েছেন ধান৷ এসব দেখে মনে হয়েছে তিনি পরিকল্পিত ও কারো পরামর্শে গড়ে তুলেছেন খামার৷
মো. পরতাব আলী বলেন, আমি নিজের পায়ে দাড়িয়েছি৷ এতে খুব আনন্দিত৷ আমি আল্লাহর শোকরিয়া আদায় করছি৷ তিনি বলেন, আমার মাছ, গরু, হাঁসের খামার আছে এগুলোই আমার সব৷ ধান তো বলাই লাগে না৷ পরতাব আলী গর্ব করে বলেন, ১লাখ ২৫ হাজার টাকার হাঁস কিনে মাত্র ৬ মাসে তিনি অনেক সফল হয়েছেন৷
মুল পুঁজি থেকে ২৫০টি হাঁস প্রতি ১শত হাঁস সাড়ে ২২ হাজার টাকা দামে বিক্রি করেছেন৷ বর্তমানে ওই খামারে ৩২৪টি হাঁস আছে এদের মধ্যে ১৬০টি হাঁস ৬ মাস ধরে ডিম দিচ্ছে৷ প্রতিদিন প্রায় ১৬-১৭ শত টাকার ডিম বিক্রি করেন৷ এতে সব খরছ বাদে পরতাব আলীর আয় হয় প্রায় ৯শত টাকা৷
পরতাব আলী বলেন, পরিকল্পিতভাবে খামার করলে কোন দিন ৰতি হবেনা৷ লাভ হবেই৷ তিনি বলেন, ডিম, মাছ, ধান পরিবারের জন্য ক্রয় করা লাগেনা৷ এতে পরিবারের অনেক টাকা আয় হয়৷ এক সময় খুব কষ্ট করে চললেও বর্তমানে আর কষ্ট করা লাগে না৷ পরিশ্রমে সুখ হয় আমি বিশ্বাস করি৷ কোন মানুষ পরিশ্রম করলে তার সুখ হবে ইনশাআল্লাহ৷
বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার কৃষির জন্য সহযোগিতা, পরামর্শের জন্য একজন কৃষক আটকিতে পারেনা৷





ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা
কুরবানির পশুর চামড়ার সিন্ডিকেট আগের চেয়ে বেশী সক্রিয় : উপযুক্ত দাম নাই
চাইল্ড পার্লামেন্টের সুপারিশে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধির আশ্বাস ডেপুটি স্পিকারের
খাগড়াছড়িতে ফ্রিল্যান্সিং করে সুমন এর আয় মাসে ৮ লাখ টাকা
ঠিকাদার-বিসিকের টানাপোড়নে আটকে আছে রাউজান বিসিক শিল্প নগরী কাজ
রাউজানে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট
ঈদকে সামনে রেখে আত্রাইয়ে প্রস্তুত ৪৮ হাজার কোরবানির পশু
আক্কেলপুরে দ্রব্যমূল্যের ঊধর্বগতি দিশেহারা মানুষ
বিশ্বনাথে এবি ব্যাংকের উপশাখার শুভ উদ্বোধন
আকমল পর্তুগালে দেশের সেরা তৃতীয় রেমিট্যান্সযোদ্ধা নির্বাচিত