শিরোনাম:
●   রাজধানীতে তিন পার্বত্য জেলার সংস্কৃতি ও ঐতিহ্যসমৃদ্ধ বিপনী বিতান উদ্বোধন ●   প্রেমিকার সঙ্গে বিয়ে না হওয়ায় ঘুমের ওষুধ খেয়ে পল্লী চিকিৎসকের আত্মহত্যা ●   এসএসসিতে জিপিএ-৫ পেয়েও শিক্ষাজীবন অনিশ্চিত পূর্ণ বিশ্বাসের ●   উপজেলা পরিষদ নির্বাচন : বিয়ানীবাজারে প্রতিক বরাদ্দ ●   রাঙামাটি লেকসিটি নার্সিং কলেজে আন্তর্জাতিক নার্স দিবস পালন ●   তহসিলদার শরিফুলের ঘুষ বাণিজ্যে অতিষ্ঠ ভুক্তভোগীরা ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকা ইজারা বকেয়া আদায়ে গ্রেফতারি পরোয়ানা ●   গুইমারায় সাজাপ্রাপ্ত তিন আসামী গ্রেফতার ●   মিল্টন সমাদ্দারের আশ্রম থেকে উদ্ধার করা সেলিমের কিডনি সচল অপুষ্টি ও রক্তস্বল্পতায় ভোগছেন ●   দাখিলেও দেশসেরা ঝালকাঠি এনএস কামিল মাদরাসা ●   সীমান্ত সড়ক পশ্চাদপদ পার্বত্য অঞ্চলকে উন্নয়নের স্রোতধারায় একীভূত করেছে ●   মিল্টন সমাদ্দারের কেয়ার থেকে উদ্ধারকৃত সেলিমের কিডনি অক্ষত ●   আইনজীবি সমিতির কার্যকরি কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় এডভোকেট মঈনুলকে সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে টেন্ডার ছাড়াই স্কুলের মালামাল বিক্রির অভিযোগ সভাপতির বিরুদ্ধে ●   পাইন বাগান নব নির্মিত মাদরাসার ভবন ও হেফজ খানার উদ্বোধন ●   বামপন্থী নেতা হায়দার আকবর খান রনোর মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শোক ●   ঘোড়াঘাটে ট্রাক চাপায় মানসিক ভারসাম্যহীন এক নারীর মৃত্যু ●   রাবিপ্রবিতে GST গুচ্ছভুক্ত C ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   চুয়েটে ফাউন্ডেশন ট্রেইনিং ফর ফ্যাকাল্টি মেম্বার্স-২ শীর্ষক প্রশিক্ষণ ●   ঝালকাঠিতে ব্ল্যাকমেইল করে ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার ●   টেকসই স্বাস্থ্য উন্নয়নে হেলথ প্রমোশন কর্মসূচি বাস্তবায়ন জরুরি ●   গোলাপগঞ্জ উপজেলায় চেয়ারম্যান এলিম, ভাইস-চেয়ারম্যান নাবেদ, শিলা ●   মিরসরাই উপজেলায় চেয়ারম্যান পদে নয়ন বিজয়ী ●   কুষ্টিয়া সদরে আতাউর রহমান খোকসায় শান্ত চেয়ারম্যান নির্বাচিত ●   সন্দ্বীপে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক বিতরণ ●   গোলাপগঞ্জে পুনঃনির্বাচিত মঞ্জুর কাদির শাফি এলিম ●   ঘোড়াঘাট উপজেলায় শুভ চেয়ারম্যান,বাবু ও নার্গিস ভাইস চেয়ারম্যান নির্বাচিত ●   ঈশ্বরগঞ্জে মাটির নিচে পাওয়া গেলো প্রাচীন রৌপ্য মুদ্রা ●   ঘোড়াঘাটে ভোট গণনা কেন্দ্রে সাংবাদিকদের প্রবেশে বাধা ●   কাউখালী উপজেলায় চেয়ারম্যান সামশু দোহা, মহিলা ভাইস চেয়ারম্যান নিংবাইউ নির্বাচিত
রাঙামাটি, মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৩ মে ২০১৭
প্রথম পাতা » করোনা আপডেট » ঝিনাইদহে হাসপাতালে চাকরি না করেই বেতন ভাতা তোলা যায়
প্রথম পাতা » করোনা আপডেট » ঝিনাইদহে হাসপাতালে চাকরি না করেই বেতন ভাতা তোলা যায়
৫৫৫ বার পঠিত
শনিবার ● ১৩ মে ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহে হাসপাতালে চাকরি না করেই বেতন ভাতা তোলা যায়

---ঝিনাইদহ প্রতিনিধি :: (৩০ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৪২মি.) কোন কাজ করেন না। অথচ প্রতি মাসের শেষে ঠিকই বেতন ভাতা তুলে নিয়ে যাচ্ছেন। নেই কোন বাধা, তাইতো মাসের পর মাস বছর ধরে নিজ কর্মস্থলে থাকছেন না কালীগঞ্জ হাসপাতালের একাধিক ডাক্তার ও নার্স সহ অনেকই। তারা ”ডেপুটেশন” নামের এক তেলেসমাতী কাগজের বদৌলতে যোগদানস্থলে কাজ করবেনা বলে অন্য শহরে চলে গেছেন। কিন্তু বাস্তবে সেখানেও নামমাত্র স্বাক্ষর দেখিয়ে ওই ডাক্তারগন ব্যাক্তিগত চেম্বার ও বিভিন্ন ক্লিনিকে দাপিয়ে বেড়ান। এদের সংখ্যা বাড়তে বাড়তে কালীগঞ্জের ৫০ শয্যার হাসপাতাল ও গ্রামের কমিউনিটি ক্লিনিক গুলোর বেহাল দশায় এখন তারা নিজেরাই রোগী হয়ে গেছেন। ধারাবাহিক এই অনিয়মের মধ্যেই ভেঙ্গে পড়েছে উপজেলার স্বাস্থ্য সেবার মেরুদন্ড। তবে নাম না প্রকাশে ডাক্তারদের কেউ কেউ বলেছে এমন অনিয়মের চিত্র নাকি দেশের সব উপজেলা সদরেই চলছে।

সরেজমিনে গিয়ে কালীগঞ্জ উপজেলার স্বাস্থ্য সেবার এক চিত্রে দেখা গেছে, ৫০ শয্যার এ হাসপাতালটিতে ডাক্তার থাকার কথা ২১ জন, কিন্তু কাগজে কলমে আছেন মাত্র ৭ জন ডাক্তার। সেই ৭ জনের খোজ নিয়ে বাস্তবে দেখা গেছে কর্মক্ষেত্রে ডাক্তার আছেন মাত্র ৫ জন। বাকী ২ জন ডা. আলাউদ্দিন ও ডা. নাহিদুল ইসলাম ডেপুটেশন কাগজ নিয়ে রয়েছেন ঝিনাইদহ শহরে। কিন্তু তারা মাসে মাসে ঠিকই এই হাসপাতালে এসে স্বাক্ষর করে বেতন ভাতা তুলে নিয়ে যান।

ডাক্তারদের দেখাদেখি একই পন্থায় এ হাসপাতালের ৩ জন নার্স প্রভাব খাটিয়ে থেকে গেছেন বড় জেলা সদরে। এদের মধ্যে নার্স হালিমা খাতুন ও লক্ষিরানী রয়েছেন ঝিনাইদহ সদরে এবং শাহানাজ পারভীন রয়েছেন যশোর বক্ষ ব্যাধি হাসপাতালে। তারাও কাজ না করে মাাসে মাসে এসে বেতন তুলে নিয়ে যাচ্ছেন। তাদের এসব বিষয়ে কেউ কেউ বলেছে বাইরে থাকা ওইসব ডাক্তার নার্সদের উপরি মহলে ব্যাপক খুটির জোর রয়েছে। সেই ক্ষমতার জোরেই তারা নাকি ডেপুটেশন নামের এক তেলেসমাতি কাগজ করেছেন। যার বদৌলতে মাসের পর বছর হাসপাতালে না আসলেও তাদের কোন সমস্যা হয়না।

এ হাসপাতালে যোগদান করার পর ’ডেপুটেশন’ কাগজ নিয়ে বাইরে থাকলেও হাসপাতালে এসে বেতন তুলে নিচ্ছেন, এমন বিষয়ে জানতে কথা বললে ডা. নাহিদুল ইসলাম ও আলাউদ্দিন জানায়, কালীগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রে অপারেশনের রোগী কম হয়। তাই জেলা সিভিল সার্জন মহোদয় তাদের জেলাতে নিয়ে এসেছেন। আর ডাক্তারদের মতই বাইরে থাকা নার্স হালিমা খাতুন জানায়, বাচ্চাদের স্কুল ও পারিবারিক কারনে তিনি ডেপুটেশন নিয়ে ঝিনাইদহে আছেন, অপরজন লক্ষীরানী বিশ্বাসের মুঠোফোনে যোগাযোগ করলেও তার ফোনটি বন্ধ পাওয়া গেছে।

এখানেই শেষ নয়। তাদের মতই এই হাসপাতালের কম্পাউন্ডার ওবাইদুল হক, ইসিজি ম্যান ইমরান সরকার ও এ্যানেস্থিয়া ডাক্তার আসেন না প্রায় বছর ধরে। কিন্তু তারাও মাসের শেষে বেতন ভাতা তুলে নিয়ে যান। এরপরও থেকেও নেই এক্সরে মেশিন ম্যান, ৬ মাস শুন্য ষ্টোর কিপারের পদ, নেই জেনারেটর ও লাশ রাখা ঘর। সব মিলিয়ে কালীগঞ্জ হাসপাতালটি এখন নিজেই রোগি হয়ে গেছে।

এরপরও আরো বেহাল অবস্থায় রয়েছে উপজেলার দুটি উপ-স্বাস্থ্য কেন্দ্র সহ ১১ টি কমিউনিটি ক্লিনিক। এদের ১১ জন ডাক্তারের মধ্যে আছেন মাত্র ৩ জন, বাকী ৮টি পদ শুন্য রয়েছে। আবার এই ৩ জনের মধ্যেই ১ জন ডা. গত ২ বছর আগে বলরামপুর স্বাস্থ্য কেন্দ্রে যোগদানের পরদিন সেই যে চলে গেছেন, আর ফিরে আসেনি। আর ১১ টি ইউনিয়নে ১১ জন মেডিকেল এ্যাসিস্টেনট (সেকমো) এর মধ্যে ৫ জনই রয়েছেন বড় জেলা শহরে।

এদের মধ্যে ইয়াসমিন আরা রয়েছেন কুষ্টিয়ার মিরপুরে, জয়নাল আবেদিন কুষ্টিয়ার দৌলতপুরে, তাসলিমা খাতুন কুষ্টিয়া বক্ষব্যাধি হাসপাতালে, মাহাবুবার রহমান ঝিনাইদহের হরিনাকুন্ডে ও সালাউদ্দিন রয়েছেন ঝিনাইদহের সাধুহাটিতে। এরাও কাজ না করে প্রতি মাসে বেতন ভাতা তুলে নিচ্ছেন। তবে কাজ না করেই মাস বছরের পর বছর বেতন ভাতা তুলে নেবার পেছনে এদের সবারই রয়েছে ডেপুটেশন নামের এক তেলেসমাতী রক্ষাকবজ। আর বিশেষ স্বার্থেই সেই রক্ষাকবজের সাপোর্ট দিয়ে থাকেন উপরি মহলের কিছু বড় কর্তারা। যে কারনে কাজ না করেই সহজে পার পেয়ে যাচ্ছেন তারা।

মেডিক্যাল এ্যাসিষ্টান্টদের মধ্যে ডেপুটেশন নিয়ে বাইরে কুষ্টিয়ার মিরপুরে থাকা জয়নাল আবেদিন জানান, তার স্ত্রী ও একই চাকুরী করেন, আর ছোট ছেলে মেয়ে বৃদ্ধ বাবা মা পরিবারের দেখাশুনার জন্য তিনি ডেপুটেশন নিয়ে সেখানে আছেন। আর হরিনাকুন্ডুতে ডেপুটেশন যাওয়া মাহবুবার রহমান, কি কারনে ডেপুটেশন নিয়েছি তা আপনাকে বলা যাবেনা বললেও তিনি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে প্রতিদিন হরিনাকুন্ডে এসে অফিস করেন বলে জানান।

এদিকে ঝিনাইদহ সদরে ডেপুটেশনে যাওয়া মেডিঃ এ্যাসঃ সালাউদ্দিন বলেছেন, তাকে জেলা সিভিল সার্জন মহোদয় সদরে পোষ্টিং দিয়ে এনেছেন, আর কুষ্টিয়ার মিরপুরে থাকা ইয়াসমিন আরার ব্যাক্তিগত মোবাইল ফোনটি বন্ধ থাকায় তার সাথে কথা বলা সম্ভব হয়নি। তবে এদের প্রায় সবাই পারিবারিক সমস্যা দেখিয়ে ডেপুটেশন নিয়েছেন বলে জানা গেছে। এমন নানাবিধ সমস্যার বেড়াজালে আটকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার স্বাস্থ্য সেবার হাল বড়ই নাজুক অবস্থায় আছে।

এসব বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রফুল্য কুমার জানান, ডাক্তার, নার্স ও জনবল সহ নানাবিধ সংকটে সেবাদান কিছুটা সমস্যা হয়ে থাকে। তবে এ হাসপাতালে পোষ্টিং নিয়ে যারা বাইরে আছেন, তারা ডেপুটেশনে থাকায় তিনি তাদেরকে কিছু বলতে পারেন না।

”ডেপুটেশন” কাগজ সংক্রান্ত বিষয়ে ঝিনাইদহ জেলা সিভিল সার্জন ডা. রাসেদা খাতুন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, ঢাকার ডি জি অফিস থেকে ডেপুটেশন অর্ডার কাগজ নিয়ে কেউ কেউ বাইরে পোষ্টিং নিয়ে কাজ করছেন। তবে এমন বিষয় নিয়ে বা অন্য কোন সমস্যার কথা জানিয়ে উপজেলা সদরের হাসপাতালের স্বাথ্য কমিটি যদি কোন রেজুলেশন দেন, তাহলে তিনি অবশ্যই ব্যাবস্থা গ্রহন করবেন বলে জানান।

হাসপাতাল স্বাস্থ্য কমিটির প্রধান উপদেষ্টা ও স্থানীয় এমপি আনোয়ারুল আজিম আনার সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, তিনি ইতিমধ্যে হাসপাতালটির সকল সমস্যা লিখিত ভাবে জানতে চেয়েছেন। এবং গত স্বাস্থ্য কমিটির মাসিক সভাতে আর কাউকে ডেপুটেশন দেওয়া বন্ধ সহ তাদেরকে ফিরিয়ে আনতে সকল ব্যাবস্থা নেবেন বলে জানিয়েছেন।





করোনা আপডেট এর আরও খবর

সিগারেট ফিল্টার ও ভেপিং প্লাস্টিক দূষণ রোধে পরিবেশ মন্ত্রীর সাথে প্রজ্ঞা-আত্মার বৈঠক সিগারেট ফিল্টার ও ভেপিং প্লাস্টিক দূষণ রোধে পরিবেশ মন্ত্রীর সাথে প্রজ্ঞা-আত্মার বৈঠক
আত্রাইয়ে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হাজার-হাজার মানুষ আত্রাইয়ে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হাজার-হাজার মানুষ
গাইনি চিকিৎসকের অবহেলায় আবারো বন্ধ হতে যাচ্ছে অপারেশন কার্যক্রম গাইনি চিকিৎসকের অবহেলায় আবারো বন্ধ হতে যাচ্ছে অপারেশন কার্যক্রম
ঝালকাঠি সদর হাসপতালে ১ মাস থেকে কার্যক্রম বন্ধ প্যাথলজির সেবা থেকে বঞ্চিত রোগীরা ঝালকাঠি সদর হাসপতালে ১ মাস থেকে কার্যক্রম বন্ধ প্যাথলজির সেবা থেকে বঞ্চিত রোগীরা
রাঙামাটি আরপিটিআইতে কোভিড-১৯ মহামারি প্রতিরোধ বিষয়ে ৫দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনি রাঙামাটি আরপিটিআইতে কোভিড-১৯ মহামারি প্রতিরোধ বিষয়ে ৫দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনি
নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ সার্জনের অভাবে স্থানীয়রা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ সার্জনের অভাবে স্থানীয়রা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত
চোখে ভাইরাস লাগা রোগের প্রকোপ চরমে চোখে ভাইরাস লাগা রোগের প্রকোপ চরমে
সিলেটে স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ভ্যাকসিনের প্রথম ডোজ সিলেটে স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ভ্যাকসিনের প্রথম ডোজ
স্বাস্থ্য মন্ত্রণালয়ের আইন শক্তিশালীকরণের উদ্যোগ সময়োপযোগী স্বাস্থ্য মন্ত্রণালয়ের আইন শক্তিশালীকরণের উদ্যোগ সময়োপযোগী
ঝালকাঠি সদর হাসপাতালে আয় বেড়েছে সাড়ে ১২ লক্ষ টাকা ঝালকাঠি সদর হাসপাতালে আয় বেড়েছে সাড়ে ১২ লক্ষ টাকা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)