শিরোনাম:
●   মিল্টন সমাদ্দারের কেয়ার থেকে উদ্ধারকৃত সেলিমের কিডনি অক্ষত ●   আইনজীবি সমিতির কার্যকরি কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় এডভোকেট মঈনুলকে সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে টেন্ডার ছাড়াই স্কুলের মালামাল বিক্রির অভিযোগ সভাপতির বিরুদ্ধে ●   পাইন বাগান নব নির্মিত মাদরাসার ভবন ও হেফজ খানার উদ্বোধন ●   বামপন্থী নেতা হায়দার আকবর খান রনোর মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শোক ●   ঘোড়াঘাটে ট্রাক চাপায় মানসিক ভারসাম্যহীন এক নারীর মৃত্যু ●   রাবিপ্রবিতে GST গুচ্ছভুক্ত C ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   চুয়েটে ফাউন্ডেশন ট্রেইনিং ফর ফ্যাকাল্টি মেম্বার্স-২ শীর্ষক প্রশিক্ষণ ●   ঝালকাঠিতে ব্ল্যাকমেইল করে ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার ●   টেকসই স্বাস্থ্য উন্নয়নে হেলথ প্রমোশন কর্মসূচি বাস্তবায়ন জরুরি ●   গোলাপগঞ্জ উপজেলায় চেয়ারম্যান এলিম, ভাইস-চেয়ারম্যান নাবেদ, শিলা ●   মিরসরাই উপজেলায় চেয়ারম্যান পদে নয়ন বিজয়ী ●   কুষ্টিয়া সদরে আতাউর রহমান খোকসায় শান্ত চেয়ারম্যান নির্বাচিত ●   সন্দ্বীপে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক বিতরণ ●   গোলাপগঞ্জে পুনঃনির্বাচিত মঞ্জুর কাদির শাফি এলিম ●   ঘোড়াঘাট উপজেলায় শুভ চেয়ারম্যান,বাবু ও নার্গিস ভাইস চেয়ারম্যান নির্বাচিত ●   ঈশ্বরগঞ্জে মাটির নিচে পাওয়া গেলো প্রাচীন রৌপ্য মুদ্রা ●   ঘোড়াঘাটে ভোট গণনা কেন্দ্রে সাংবাদিকদের প্রবেশে বাধা ●   কাউখালী উপজেলায় চেয়ারম্যান সামশু দোহা, মহিলা ভাইস চেয়ারম্যান নিংবাইউ নির্বাচিত ●   সন্দ্বীপ উপজেলায় চেয়ারম্যান আনোয়ার ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে হালিমা নির্বাচিত ●   নির্বাচনী ডিউটিতে গিয়ে দুর্ঘটনায় আহত ঈশ্বরগঞ্জের ইউএনও ●   হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ ●   উপজেলা পরিষদ নির্বাচনে মিরসরাইয়ে ভোটার ৩ লাখ ৭২ হাজার ২৫৭ জন ●   প্যানেল চেয়ারম্যান জহুরুলের সুনাম ক্ষুন্ন করতে মরিয়া হয়ে উঠেছে একটি মহল ●   রাউজানে কালবৈশাখীর তান্ডব ●   ৮ মে বুধবার সকাল ৮ টায় শুরু হবে ভোটগ্রহণ, চলবে বিকেল ৪টা পর্যন্ত ●   ঘোড়াঘাটে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে শেষ মূহুর্তের প্রস্তুতি সম্পন্ন ●   খাগড়াছড়িতে আইন-শৃংখলা রক্ষার্থে জেলা পুলিশের ব্রিফিং ●   নিয়মরক্ষার উপজেলা নির্বাচন অপ্রয়োজনীয়, অর্থ ও সময়ের অপচয় মাত্র ●   জাতীয় গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতির দাবির স্মারকলিপি হস্তান্তর
রাঙামাটি, রবিবার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২২ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » ঢাকা বিভাগ » বাংলা ভাষা প্রতিষ্ঠায় মাইকেল মধুসুদন দত্তের অবদান চিরস্মরণীয় : আসাদুজ্জামান নূর
প্রথম পাতা » ঢাকা বিভাগ » বাংলা ভাষা প্রতিষ্ঠায় মাইকেল মধুসুদন দত্তের অবদান চিরস্মরণীয় : আসাদুজ্জামান নূর
৭৯৩ বার পঠিত
রবিবার ● ২২ নভেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলা ভাষা প্রতিষ্ঠায় মাইকেল মধুসুদন দত্তের অবদান চিরস্মরণীয় : আসাদুজ্জামান নূর

---

ঢাকা প্রতিনিধি ::  ২২ নভেম্বর রোববার : সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন,মাইকেল মধুসুদন দত্ত ছিলেন একজন মুক্ত মনের মানুষ ৷ তিনি তার লেখনির মাধ্যমে বাংলা ভাষাকে যেভাবে সমৃদ্ধ করেছেন, প্রতিষ্ঠিত করেছেন,মানুষকে উজ্জিবিত করেছেন সে কথা বাঙালী জাতি চির দিন স্মরণ রাখবে ৷ বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করতে মহাকবি মাইকেল মধুসুদন দত্তসহ যেসব শ্রেষ্ঠ কবি সাহিত্যিকরা ভূমিকা রেখে গেছেন সেই অবদানকে ধরে রাখতে তাদের লেখনী নিয়ে চর্চা চালিয়ে যেতে হবে ৷
শনিবার সন্ধ্যায় ৭টায় দাঁড়াও পথিক- বর, জন্ম যদি তব বঙ্গে শিরোনামে মাইকেল মধুসুদন দত্ত স্মরণে আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন ৷ যশোর জেলা প্রশাসনের উদ্যোগে ঢাকায় শাহবাগস্থ বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল হলে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ আসাদুজ্জামান নূর বলেন, সাহিত্য সংস্কিৃতির সবচে বড় দিক হচ্ছে পড়া ও জানা ৷ সমস্যা হচ্ছে কতোটুকু পড়েছি আমরা ৷ আর কতোটুকুই বা’ পড়বো ৷ আমাদের মধ্যে মধূসুদন,রবিদ্র,নজরুলকে নিয়ে চর্চার ঘাটতি আছে ৷ এই ঘাটতি কাটিয়ে উঠতে বেশী বেশী করে তাদের লেখা পড়তে হবে ৷ মন্ত্রী সমকালীন সময়ের কিছু ঘটনা উল্লেখ করে বলেন, বর্তমানে যেভাবে মুক্ত চিনত্মার মানুষের ওপর নানামুখি হামলার কারণে সংস্কৃতি চর্চা বাধাগ্রস্থ হচ্ছে ৷ তাই,সবাই মিলে এক প্রতিহত করতে হবে ৷ একইসঙ্গে এখন থেকে শিশুদের মধ্যে সংস্কৃতি চর্চার চেতনা সৃষ্টি করতে হবে ৷ যশোর জেলা প্রশাসক ড.মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন ৷ মুখ্য আলোচক ও আলোচক হিসেবে বক্তৃতা করেন কবি রেজাউদ্দিন ষ্টালিন ও কবি খসরু পারভেজ ৷
এছাড়া বিশেষ অতিথি হিসেবে মাইকেল মধুসুদন দত্তের জীবন ও আদর্শ তুলে আলোচনায় অংশ নেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী বেগম ইসমাত আরা সাদেক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আকতারী মমতাজ, সাবেক সিনিয়র সচিব ড. রণজিত্‍ কুমার বিশ্বাস এনডিসি, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী,বিশিষ্ট কবি নির্মলেন্দু গুন ও ঢাকাস্থ যশোর এসাসিয়েশনের নেতা আবদুর রশিদ প্রমুখ ৷
বিশেষ অতিথির বক্তৃতায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী বেগম ইসমাত আরা সাদেক মাইকেল মধুসুদন দত্ত তার সাহিত্য কর্মদিয়ে আমাদেরকে ঋণি করে গেছেন ৷ এখন আমাদের দায়িত্ব হবে তার সৃষ্টিকর্মকে সঠিকভাবে কাজে লাগানো ৷ প্রতিমন্ত্রী যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নামের আগে মাইকেল মধুসুদন দত্ত’র নাম অন্তভুক্ত করার অভিমত প্রকাশ করেন ৷
মধুসূদন স্মৃতিবিজড়িত এমএম কলেজ সম্পর্কে কবি নির্মলেন্দু গুণ বলেন, মধুসূদনের নামে প্রতিষ্ঠিত যশোরের এম এম কলেজ নামটি যথার্থ নয় ৷ এমএম কলেজ নাম দেখে নতুন কোনো মানুষ এটিকে মধুসূদন চিহ্নিত করতে পারবে না ৷ কেউ হয়তো মনে করবে মদন মোহন বলে ৷ সুতরাং এই কলেজটির নামকরণ বাংলায় মহাহবি মাধুসূদন কলেজ হওয়া জরুরি ৷
জনপ্রশাসন সচিব কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, যে কবিতা একজন কবিকে আরেকটি কবিতা লিখতে অনুপ্রেরণা দেয় না তা কবিতা বলা যাবে কী না সন্দেহ আছে ৷ সে অর্থে মধুসূদন স্বার্থক কারণ তার কবিতা একজন কবিকে সেভাবেই উজ্জীবিত করে ৷
মূখ্য আলোচকের বক্তব্যে কবি রেজাউদ্দীন স্টালিন বলেন, মাইকেল মধুসুদন দত্ত বাংলা ভাষার মুক্তিদাতা ৷ বাংলায় ইংরেজি মিশ্রন একট স্টাইল হয়ে দাড়িয়েছে ৷ এ ধরণের প্রনবতা ভাষাকে হুমকির মুখে ফেলবে ৷
বাংলা সাহিত্যের অনিরুদ্ধ অহঙ্কার মহাকবি মাইকেল মধুসূদন দত্ত স্মরণে আলোচনায় অন্যান্য বক্তারা বলেন,বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ মহাকবি ছিলেন মাইকেল মধুসুদন দত্ত ৷ তিনি তার লেখনির মাধ্যমে ইউরোপীয় সাহিত্যের সাথে বাংলা সাহিত্যের একটি মেলবন্ধন সৃষ্টি করেছেন ৷ তিনি চেয়ে ছিলেন বাংলাভাষি জনগোষ্ঠী শাসক শ্রেণীর সাহিত্যের মাধ্যে নিজেরদের সমৃদ্ধ করুক ৷ তাদের মতোই একটি শাসক শ্রেণীতে উনি্নত হোক ৷ তাই তার কাব্যেই বাংলার প্রথম বিদ্রোহের কথা উঠে আসে ৷ সেই বিদ্রোহ পুরনো সাহিত্যের বিরুদ্ধে, দ্বিধাবিভক্ত হিন্দু সমাজের বিরুদ্ধে,সর্বপরি ইংরেজ বেনিয়াদের বিরুদ্ধে ৷
বক্তারা বলেন, মধুসূদন ছিলেন সেই কবি যিনি মেঘনাদবধ কাব্য রচনা করে বাঙালির মনে প্রথম জাগিয়ে দিয়েছিলেন স্বাধীনতার আকাঙ্খা ৷ অমিত প্রতিভাধর মাইকেল মধুসূদন বাংলা ভাষায় সূচনা করেন সনেট, রচনা করেন এ ভাষার প্রথম আধুনিক কমেডি ও ট্রাজেডি৷ সৃষ্টি করেন এ ভাষায় প্রথম মহাকাব্ য৷ পশ্চিমা আধুনিক কাব্যধারা অনুসরণ করে তিনি প্রথম বাংলা কবিতা রচনা করেন এবং বিশ্বনাটকের সমান্তরালে লিখেন অসামান্য নাটক ৷ তিনি বাংলা কবিতার ইতিহাসে বীরত্বব্যঞ্জক কাব্যশক্তি ও অতল গভীর মেধার যে ছাপ রেখেছেন, তা অতুলনীয় ও চিরস্থায়ী হিসেবে বিবেচিত হয়ে আসছে ৷ তার রচনাবলী সমাজ কে করেছে বিকশিত, আলোকিত ৷ তার লেখনিতে প্রকাশ পেয়েছে মাতৃভূমির প্রতি গভীর মমত্ববোধ৷ দেশের প্রতি, ভাষার প্রতি অকৃত্রিম ভালোবাসা তার রচনাবলীর অন্যতম বৈশিষ্ট ৷ অন্যায় অসত্যের বিরুদ্ধে মাইকেলের কলম থেমে যায়নি ৷ জমিদার বংশে জন্ম নিয়েও দারিদ্রোর সাথে সংগ্রাম করে চরম অর্থ কষ্টে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৷
আলোচনা শেষে দ্বিতীয়ভাগে ছিলো মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠান৷ এতে যশোর জেলা ও কেশবপুর উপজেলা উপজেলার শিল্পীরা অংশ নেন ৷ প্রসঙ্গত, যশোর জেলা প্রশাসনের উদ্যোগে প্রথম বারের মতো জেলার বাইরে ঢাকায় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷





ঢাকা বিভাগ এর আরও খবর

বামপন্থী নেতা হায়দার আকবর খান রনোর মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শোক বামপন্থী নেতা হায়দার আকবর খান রনোর মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শোক
টেকসই স্বাস্থ্য উন্নয়নে হেলথ প্রমোশন কর্মসূচি বাস্তবায়ন জরুরি টেকসই স্বাস্থ্য উন্নয়নে হেলথ প্রমোশন কর্মসূচি বাস্তবায়ন জরুরি
নিয়মরক্ষার উপজেলা নির্বাচন অপ্রয়োজনীয়, অর্থ ও সময়ের অপচয় মাত্র নিয়মরক্ষার উপজেলা নির্বাচন অপ্রয়োজনীয়, অর্থ ও সময়ের অপচয় মাত্র
নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পথে সরকার পরিবর্তনের পথ বন্ধ করে দেয়া হয়েছে : সাইফুল হক নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পথে সরকার পরিবর্তনের পথ বন্ধ করে দেয়া হয়েছে : সাইফুল হক
কল্পনা অপহরণ মামলা খারিজের প্রতিবাদে বিভিন্ন স্থানে গণবিক্ষোভ কল্পনা অপহরণ মামলা খারিজের প্রতিবাদে বিভিন্ন স্থানে গণবিক্ষোভ
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে প্রেস ইউনিটির নাম সংশোধন বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে প্রেস ইউনিটির নাম সংশোধন
গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষে আহত-৪ গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষে আহত-৪
রেলের ভাড়া বৃদ্ধির পাঁয়তারা কাটা ঘায়ে নুনের ছিটার মত রেলের ভাড়া বৃদ্ধির পাঁয়তারা কাটা ঘায়ে নুনের ছিটার মত
মহান মে দিবস ও  শ্রমিকশ্রেণীর মুক্তির সংগ্রাম মহান মে দিবস ও শ্রমিকশ্রেণীর মুক্তির সংগ্রাম
৭০ শতাংশ মৃত্যু অসংক্রামক রোগে, বাজেটে বরাদ্দ বৃদ্ধির দাবি ৭০ শতাংশ মৃত্যু অসংক্রামক রোগে, বাজেটে বরাদ্দ বৃদ্ধির দাবি

আর্কাইভ