মঙ্গলবার ● ২২ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » “সফল ক্ষুদ্র উদ্যোক্তা সম্মাননা পদক” পেলেন বেলাল ও কিসমত
“সফল ক্ষুদ্র উদ্যোক্তা সম্মাননা পদক” পেলেন বেলাল ও কিসমত

মোঃ আবুল কাশেম,বিশ্বনাথ(সিলেট)প্রতিনিধি::কৃষি প্রযুক্তি ও মত্স্য খাতে অবদান রাখায় বেলাল আহমদ ইমরান ও বাগান বাড়ি নার্সারীতে অবদান রাখায় আকবর হোসেন কিসমত ২০১৪ “সফল ক্ষুদ্র উদ্যোক্তা সম্মাননা পদক” লাভ করলেন সিলেটের বিশ্বনাথের ওই দুই যুবক ৷ বেলাল আহমদ ইমরান উপজেলার অলংকারী ইউনিয়নের রামধানা গ্রামের মো. আপ্তাব আলীর ছেলে ও আকবর হোসেন কিসমত বিশ্বনাথ সদর ইউনিয়নের পূর্ব জানাইয়া (বাগান বাড়ি) গ্রামের মৃত: আব্দুল মোতালিবের কণিষ্ঠ ছেলে৷
২০১৪ “সফল ক্ষুদ্র উদ্যোক্তা সম্মাননা পদক” বিতরণ অনুষ্ঠান গত রবিবার রাজধানী ঢাকার হোটেল প্যান প্যাসিফিক সোনাগাঁও এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ ইন্টারন্যাশনাল বিজসেন ফোরান অফ বাংলাদেশ (আইবিএফবি) এর আয়োজনে ”সফল ক্ষুদ্র উদ্যোক্তা সম্মাননা পদক-২০১৪” অনুষ্ঠানের সভাপতিত্বে করেন ফোরামের প্রেসিডেন্ট হাফিজুর রহমান খান৷ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে সরকারের অর্থ মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত৷
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন কে.এম.হাবিব উল্লাহ, এফবিসিসিআই’র সভাপতি আব্দুল মাতলুব আহমাদ৷
অনুষ্ঠানে কৃষিপন্য প্রক্রিয়াজাতকরণ, কৃষি উপকরণ ও কৃষি প্রযুক্তি, হস্তশিল্প, মত্স্য ও প্রাণীসম্পদ, হালকা প্রকৌশল শিল্প ও নার্সারী উন্নয়নের বিশেষ অবদারাখায় সারা দেশ থেকে ১৪ জনকে এই সম্মাননা পদক প্রদান করা হয়৷ এর মধ্যে কৃষি প্রযুক্তি, মত্স্য ও প্রাণীসম্পদ এ বিশেষ অবদানের জন্য বিশ্বনাথের বেলাল আহমদ ইমরান এবং নার্সারী উন্নয়নের জন্য বিশ্বনাথের ব্যবসায়ী আকবর হোসেন কিসমতকে এই পদক প্রদান করা হয়৷

বেলাল আহমদ ইমরান বলেন, পদক পাওয়া পেছনে অবদান রয়েছে পরিবার ও বিশ্বনাথের সাবেক কৃষি অফিসার খায়রুল আমিন এর৷ তিনি বলেন, পদক পাওয়ায় খুশি৷ আগামীতে এধারা অব্যাহত রাখতে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছেন৷
এ ব্যাপারে আকবর হোসেন কিসমত বলেন, কাজের স্বীকৃতি পেলাম৷ পদক পাওয়ায় খুব ভাল লেগেছে৷ তিনি বলেন, ভবিষত্ত চলার ক্ষেত্রে পুরস্কারটি আরো এগিয়ে নিয়ে যাবে বলে মনে করছি ৷ পুরস্কারটি বিশ্বনাথবাসীকে উত্সর্গ করলাম৷
উপজেলা মত্স্য অফিসার (ভারপ্রাপ্ত) নির্মল চন্দ্র বণিক বলেন, বিশ্বনাথবাসীর জন্য খুশির খবর৷ যারা পুরস্কার পেয়েছেন তারা উদ্দ্যোমী যুবক৷ তারা পুরস্কার পাওয়ার যোগ্য৷





ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা
কুরবানির পশুর চামড়ার সিন্ডিকেট আগের চেয়ে বেশী সক্রিয় : উপযুক্ত দাম নাই
চাইল্ড পার্লামেন্টের সুপারিশে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধির আশ্বাস ডেপুটি স্পিকারের
খাগড়াছড়িতে ফ্রিল্যান্সিং করে সুমন এর আয় মাসে ৮ লাখ টাকা
ঠিকাদার-বিসিকের টানাপোড়নে আটকে আছে রাউজান বিসিক শিল্প নগরী কাজ
রাউজানে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট
ঈদকে সামনে রেখে আত্রাইয়ে প্রস্তুত ৪৮ হাজার কোরবানির পশু
আক্কেলপুরে দ্রব্যমূল্যের ঊধর্বগতি দিশেহারা মানুষ
বিশ্বনাথে এবি ব্যাংকের উপশাখার শুভ উদ্বোধন
আকমল পর্তুগালে দেশের সেরা তৃতীয় রেমিট্যান্সযোদ্ধা নির্বাচিত