বুধবার ● ২৯ এপ্রিল ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে স্বাস্থ্য ঝুঁকিতে ইটভাটা শ্রমিক
বিশ্বনাথে স্বাস্থ্য ঝুঁকিতে ইটভাটা শ্রমিক
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে স্বাস্থ্য ঝুঁকিতে ইটভাটা শ্রমিক প্রাণঘাতি করোনা সংক্রমণ রোধে ইটভাটা বন্ধের সিদ্ধান্ত নেয়া হলেও, চালু রয়েছে সিলেটের বিশ্বনাথ উপজেলার ইটভাটাগুলো। স্বাস্থ্য সুরক্ষা ছাড়াই, চরম ঝুঁকি নিয়ে প্রতিদিন এগুলোতে কাজ করছেন নানা বয়সী শ্রমিক। এতে বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকি। অধিক মুনাফার লোভে ইটভাটা মালিকরা শ্রমিকদের দিয়ে কাজ করাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
সূত্র জানায়, উপজেলায় ৪টি সক্রিয় ইটভাটা রয়েছে। প্রতিটি ভাটায় প্রতিদিন কাজ করছেন নানা বয়সী প্রায় অর্ধশত শ্রমিক। বছরের এ মৌসুমে ইট উৎপাদন হওয়ায় দ্বিগুণ করা হয় শ্রমিক সংখ্যা। দূর-দূরান্ত থেকে আসা শ্রমিকরা যোগ দেন কাজে। চলমান পরিস্থিতি মোকাবেলায় ইটভাটা বন্ধের নির্দেশনা থাকলেও, ভাটাগুলোয় পুরোদমে চলছে ইট তৈরীর কাজ। সকাল-সন্ধ্যা কাজ করছেন শ্রমিকরা। পাশাপাশি এই সুযোগে অবৈধ ভাবে আশপাশ এলকার ফসলি জমির মাটি এনে জমিয়ে রাখছে ভাটা মালিকরা।
সরেজমিন ঘুরে দেখা গেছে, সামাজিক দূরত্ব না মেনেই ভাটাগুলোর কাজ করছেন শ্রমিক। তাদের দেয়া হয়নি স্বাস্থ্য সুরক্ষা। হাতে গ্লোভস, মুখে নেই কারো মাস্কও। কর্মস্থলে কোথাও লক্ষ করা যায়নি হাত ধোয়ার ব্যবস্থাও।
সচেতন মহল বলছেন, ইটভাটাগুলি জরুরি সেবা নয়। করোনা ঝুঁকির সাথে বায়ু দূষিত করছে এগুলো। নির্গত ধোঁয়া বায়ুমন্ডলে মিশে গিয়ে মারাত্মক ক্ষতি হচ্ছে পরিবেশের। অনন্ত এই সংকেট ইটভাটার কার্যক্রম পুরোদমে বন্ধ রাখা উচিত।
শ্রমিকরা জানান, গরীবের আবার জীবনের ঝুঁকি? কাজ না করলে আমরা খামু কি? সংসারের চাকা ঘুরাতেই কাজে নামতে হয় আমাদের। এছাড়া তাগিদ রয়েছে দেনা-পাওনা পরিশোধেরও।
এক ইটভাটা মালিক বলেন, অল্প কিছু কাজ বাকী আছে। দু’একদিনের ভেতর শেষ হয়ে যাবে। শ্রমিকরা সাবধানতা অবলম্বন করেই কাজ করছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান সাংবাদিকদের বলেন , সরকারি নির্দেশনা মতে ইটভাটা বন্ধ রাখার কথা। এটা যদি কেউ চালুু রাখে, তাহলে আমরা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবো।





আগামী নির্বাচনে টাকার খেলা বন্ধ করতে হবে
চট্টগ্রাম পুস্তক ব্যবসায়ী ঐক্য পরিযদ নির্বাচনে অধ্যাপক প্রদীপ কুমার দত্ত বিপুল ভোটে নির্বাচিত
রাঙামাটি ঘোষণার মাধ্যমে শেষ হলো পার্বত্য বড়ুয়া কনভেনশন-২০২৫
পার্বত্য চট্টগ্রাম চুক্তি-৯৭ আদ্যোপান্ত শীর্ষক আলোচনা : চুক্তিতে অসংগতি থাকায় শান্তির বদলে অশান্তি বেড়েছে
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
অবিলম্বে জাতীয় স্বার্থের পরিপন্থী টার্মিনাল চুক্তি থেকে সরে আসুন
সংকট নিরসনে জেলা পরিষদকে উদ্যোগ নেয়ার আহবান নাগরিক পরিষদের, হরতালে সমর্থন
প্রধান উপদেষ্টার ভাষণে সংকট উত্তরণের প্রচেষ্টা থাকলেও তা গুরুতর সাংবিধানিক প্রশ্নের জন্ম দিয়েছে
অবশেষে নানা মহলের আপত্তিতে রাঙামাটি জেলা পরিষদের সহকারি শিক্ষক নিয়োগ স্থগিত
শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে পার্বতীপুরে বিক্ষোভ