সোমবার ● ১১ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে নিজের রাইফেলের গুলিতে কনষ্টেবল নিহত
ঝিনাইদহে নিজের রাইফেলের গুলিতে কনষ্টেবল নিহত

ঝিনাইদহ প্রতিনিধি :: (১১ এপ্রিল ২০১৬: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১৬মিঃ) ঝিনাইদহের কোটচাঁদপুর থানায় অসাবধান বশত: নিজের রাইফেলের গুলিতে নিহত হয়েছেন পুলিশ কনষ্টেবল সোলাইমান হোসেন (২৭)৷ তিনি যশোর কতোয়ালি থানার ডায়তলা গ্রামের মোদাচ্ছের আলী মন্ডলের ছেলে৷ ১১ এপ্রিল সোমবার বেলা দেড়টার দিকে কোটচাঁদপুর থানায় সেন্ট্রি ডিউটির সময় এ ঘটনা ঘটে৷ সোলাইমান হোসেন কনষ্টেবল নং ৯৪৯৷ ২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারিতে তিনি কোটচাঁদপুর থানায় যোগদান করেন৷ এটি আত্মহত্যা না অসাবধানতা তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ৷ কোটচাঁদপুর থানার সেকেন্ড অফিসার জয়নাল আবেদীন জানান, সোমবার দুপুরে থানায় সোলাইমান সেন্ট্রি ডিউটি করছিলেন৷ কিছু বুঝে ওঠার আগেই চেয়ারে বসে থাকাবস্থায় নিজের চায়নিজ রাইফেলের গুলিতে তিনি গুলিবিদ্ধ হন৷ গুলিটি তার বুকের বামপাশে বিদ্ধ হয়৷ তিনি আরো জানান, এ সময় তিনি থানা ভবনের উপরে বিশ্রামে ছিলেন৷ গুলির শব্দ শুনে নিচে নেমে এসে দেখেন কনষ্টেবল সোলাইমান গুলিবিদ্ধ হয়েছেন৷ সহকর্মীরা এ ঘটনায় কিংকর্তব্যবিমুঢ় হয়ে পড়েন৷ সঙ্গে সঙ্গে তাকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিত্সক ডাঃ আজিজুর রহমান তাকে মৃত ঘোষনা করেন৷এ বিষয়ে ডাঃ আজিজুর রহমান সাংবাদিকদের জানান, এটি আত্মহত্যা কিনা জানি না তবে, গান ইনজুরিতে তিনি নিহত হয়েছেন৷ খবর পেয়ে ঝিনাইদহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন৷ এ বিষয়ে ঝিনাইদহ জেলা পুলিশের মুখপাত্র আজবাহার আলী শেখ জানান, অসাবধান বশত: নিজের গুলিতে সোলাইমান নামে এক কনষ্টেল নিহত হয়েছেন৷ বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে৷ লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে৷





ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন
জাকির এর উদ্যোগে কুষ্টিয়া শহর নতুন রূপে সেজেছে
কুষ্টিয়ার আদালতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালাল নিষিদ্ধ ছাত্রলীগ
ফারাক্কার বিরূপ প্রভাবে কুষ্টিয়ার ৫০ হাজার মানুষ পানিবন্দি
কুষ্টিয়ায় স্ত্রী হত্যার দায় স্বীকার করল আটককৃত স্বামী
কুষ্টিয়ায় পৃথক স্থান থেকে দুই নারী ও এক যুবকের মরদেহ উদ্ধার