রবিবার ● ২২ মে ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম » ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে আড়াই লাখ মানুষ পানিবন্দি
ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে আড়াই লাখ মানুষ পানিবন্দি

চট্টগ্রাম প্রতিনিধি :: ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতের পর জেলার উপকূলীয় চারটি উপজেলার প্রায় আড়াই লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
এ ছাড়া ঘূর্ণিঝড়ে চট্টগ্রাম মহানগরী ও জেলার বিভিন্ন স্থানে কমপক্ষে ১২ জনের প্রাণহানি ঘটেছে। রোয়ানুর আঘাতে চট্টগ্রামে ১০০ কোটি টাকার মৎস্য ও পশুসম্পদ এবং ৫০ কোটি টাকার ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে।
শনিবার রাতে চট্টগ্রাম সার্কিট হাউজে এক প্রেস ব্রিফিংয়ে এই ক্ষয়ক্ষতির বিবরণ তুলে ধরেন চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।
জেলা প্রশাসক জানান, রোয়ানুর আঘাতের ফলে চট্টগ্রামের বাঁশখালীতে জলোচ্ছ্বাসে ভেসে গিয়ে শিশুসহ সাতজন নিহত হয়েছে। সীতাকুন্ড উপজেলায় পাহাড় ধসে মারা গেছে দুজন।
এ ছাড়া চট্টগ্রাম মহানগরীর হালিশহর এলাকায় পানিতে ভেসে দুই ভাই নিহত হয়েছে। দুই নম্বর গেইট এলাকায় টিন চাপা পড়ে এক শিশু মারা গেছে।
জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন জানান, রোয়ানুর আঘাতের পর চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় কমপক্ষে আড়াই লাখ মানুষ এখন পানিবন্দি। ৪৭৯টি আশ্রয় কেন্দ্রে ২ লাখ মানুষকে আশ্রয় দেওয়া হয়েছে। চট্টগ্রামের বাঁশখালী, সন্দ্বীপ ও আনোয়ারা উপজেলায় বেড়িবাঁধ ভেঙে সমুদ্রের পানি প্রবেশ করে ব্যাপক ফসল, গবাদিপশু, মৎস্য ও ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে।
বাঁশখালী উপজেলার খানখানাবাদ, ছনুয়া, গন্ডামারা ইউনিয়ন এবং সন্দ্বীপের রহমতপুর, সারিকাইত, উরিরচর, মগধারা, কালাপানিয়া ইউনিয়নে সমুদ্রের পানি প্রবেশ করে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নটি পুরোটাই পানিতে নিমজ্জিত আছে। চারটি উপজেলায় কমপক্ষে ৫০ কোটি টাকার ফসলের ক্ষয়ক্ষতি ও ১০০ কোটি টাকার গবাদিপশু ও মৎস্য সম্পদের ক্ষতি হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্যোগকবলিত এলাকাগুলোতে পর্যাপ্ত ত্রাণসামগ্রী ও আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে। সন্দ্বীপ উপজেলায় ৫০ হাজার টাকা ও ১৫ মেট্রিক টন চাল, বাঁশখালী উপজেলায় ১ লাখ টাকা ও ৫ মেট্রিক টন চাল, আনোয়ারা উপজেলায় ৫০ হাজার টাকা ও ৩ মেট্রিক টন চাল এবং সীতাকুন্ড উপজেলায় ৪০ হাজার টাকার ত্রাণ সহযোগিতা দেওয়া হয়েছে।
এছাড়া যারা ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন তাদের ঘরবাড়ি মেরামতের জন্যও প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা দেওয়া হবে।





রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
মিরসরাইয়ে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
পাচারকালে ১ হাজার ৯শত পিস ইয়াবাসহ মিরসরাইয়ে গ্রেফতার-২
রাঙ্গুনিয়ায় শ্রমিক নেতাকে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন
রাঙ্গুনিয়ায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ
প্রধান শিক্ষক আজিম উদ্দিন ভূঁঞার বিরুদ্ধে ৩৬ লাখ টাকার আত্মসাতের অভিযোগ
মিরসরাইয়ে মোটরসাইকেল চোর চক্রের সদস্যসহ গ্রেপ্তার-৯
পদুয়ায় বনভূমি দখল নিয়ে দ্বন্দ্ব : প্রভাবশালীর চাঁদাবাজির অভিযোগ
চুয়েটে “ফায়ার ড্রিল এন্ড ইকিউ ড্রিল ফর টিচার্স, অফিসার্র এন্ড স্টাফ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত