মঙ্গলবার ● ১৬ আগস্ট ২০১৬
প্রথম পাতা » পাবনা » প্রথম শ্রেণীর ঈশ্বরদী পৌরসভার নাগরিক সুবিধা বাড়েনি
প্রথম শ্রেণীর ঈশ্বরদী পৌরসভার নাগরিক সুবিধা বাড়েনি
তৌহিদ আক্তার পান্না, ঈশ্বরদী প্রতিনিধি :: প্রথম শ্রেনীর পৌরসভা হওয়া সত্ত্বেও ঈশ্বরদী প্রায় এক লাখ পৌরবাসির নাগরিক সুবিধা বাড়েনি৷ বেড়েছে পৌর ট্যাক্স, আলো স্বল্পতা ও পানির বিল৷ প্রথম শেনীর পৌরসভার অনেক রাস্তার অবস্থা ভালো নেই৷ কোন কোন রাস্তায় সামান্য বৃষ্টি হলেই পানি জমে জন দূর্ভোগ বৃদ্ধি পায়৷ আবার কোন কোন রাস্তায় মালবাহি ট্রাকের চাকা পুঁতে রাস্তা ব্লক হয়ে অন্যান্য যানবাহন ও মানুষ চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়৷ পানির বিল সংযোগ প্রতি ৫০ টাকা থেকে বৃদ্ধি করে ২’শ টাকা করা হয়েছে৷ কিন্তু পানি সাপ্লাইয়ের গুনগত মান বাড়ানো হয়নি৷ আবার চাহিদার শতকরা মাত্র ৩৫ ভাগ সংযোগ দেওয়া সম্ভব হয়েছে৷ ৩১ দশমিক শূণ্য ৭৩ বর্গ কিলোমিটার আয়তনের পৌর এলাকায় সংশিস্নষ্ট অফিসের হিসাব অনুযায়ী ২৫’শ৯১ টি রড ও এনার্জি লাইট জ্বালানোর কথা বলা হলেও প্রকৃত পক্ষে কয়টি জ্বলে তা বলা কঠিন৷ তবে উপজেলা রোডে প্রায় মাসাধিক কাল থেকে রড লাইট জ্বলেনা৷ সন্ধ্যার পর থেকে ভুতুরি অবস্থার সৃষ্টি হয়৷ ট্রাফিক জ্যামের পাশাপাশি বাজার রোডে দিনের বেলায় ট্রাক থেকে মালামাল আনলোডিং করায় জনদূর্ভোগ চরমে পৌচেছে ৷ রেলগেটে ফ্লাইওভার না থাকায় প্রতিদিন স্কুল কলেজ গামি শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষকে পোহাতে হয় চরম ভোগান্তি ৷ এ অবস্থা চলছে দীর্ঘদিন থেকে৷ বিমান বন্দর রোড,উপজেলা রোডসহ বিভিন্ন রাসত্মার অবস্থা নাজুক৷ মাঝে মধ্যেই এসব রাস্তায় দূর্ঘটনা ঘটে৷ পানি নিস্কাসনের ব্যবস্থা না থাকায় সামন্য বৃষ্টিতেই অনেক এলাকায় মানুষকে ভোগান্তির শিকার হতে হয়৷ দীর্ঘদিনের এসব সমস্যা দুরিকরনে পৌরবাসি মেয়রের আন্তরিক হস্তক্ষেপ কামনা করেছে ৷





সড়ক দূর্ঘটনায় মৃত্যু, জাবিতে পড়তে যাওয়া হলোনা নোমানের
এসবি রেলওয়ে কলোনী স্কুল এন্ড কলেজ ফান্ডের টাকা আত্মসাত
ঘুরে এলাম প্রকৃতির লীলাভুমি নয়নাভিরাম চলনবিল
এফবিসিসিআইয়ের পক্ষে অক্সি জেনারেটর প্রদান
সুজানগর পৌর নির্বাচনের স্থগিতাদেশ খারিজ হওয়ায় ৩০ জানুয়ারী ভোট
চাটমোহরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
চাটমোহরে মামাতো ভাইয়ের হাতে দুই বছরের শিশু খুন
পাবনায় কৃষক কৃষাণীর মাঠ দিবস পালন
চাটমোহরে মোটর সাইকেল-ট্রলি মুখোমুখী সংঘর্ষে নিহত -১
বানিজ্যিক ভিত্তিতে মিশ্রফল চাষ করছেন চাটমোহরের বকুল চেয়ারম্যান