রবিবার ● ২৭ মার্চ ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহের এমপি তাহজীবের বিরুদ্ধে বিধি ভেঙে ‘ডরিন টাওয়ার’ নির্মাণে দুদকের অনুসন্ধান
ঝিনাইদহের এমপি তাহজীবের বিরুদ্ধে বিধি ভেঙে ‘ডরিন টাওয়ার’ নির্মাণে দুদকের অনুসন্ধান

ঝিনাইদহ প্রতিনিধি :: (২৭ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় রাত ১০.৩০মিঃ)বিল্ডিং কোড অমান্য ও ফুটপাত দখল করে নির্মিত হয়েছে ২৫ তলা ভবন ‘ডরিন টাওয়ার’৷ রাজধানীর গুলশান-২ বাণিজ্যিক এলাকায় ৬/এ নম্বর গুলশান নর্থ অ্যাভিনিউতে অবস্থিত ওই টাওয়ারটির মালিক প্রাক্তন ছাত্রনেতা নূর-ই আলম সিদ্দিকীর ছেলে ও ঝিনাইদহ-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি ৷ ফুটপাত ছাড়াও রাজউকের জমির কিছু অংশ দখল করে ওই ভবন নির্মাণ করা হয়েছে, এমন অভিযোগে অনুসন্ধানে নামে দুর্নীতি দমন কমিশন (দুদক)৷ দুদকের প্রাথমিক অনুসন্ধানেও মিলেছে অভিযোগে সত্যতা ৷ তবে অনুসন্ধান কাজ এখনও শেষ করতে পারেনি অনুসন্ধান কর্মকর্তা ও দুদকের উপ-পরিচালক মোনায়েম হোসেন৷ সর্বশেষ তিনি ঢাকার বাইরে বদলি হওয়ায় অনুসন্ধান কর্মকর্তা পরিবর্তন করে দুদকের সহকারী পরিচালক মো. খলিলুর রহমান শিকদারকে দায়িত্ব দেওয়া হয়েছে ৷
এ বিষয়ে দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, ‘ডরিন টাওয়ারের বিরুদ্ধে এ অভিযোগ বেশ পুরনো ৷ ২০১২ সালের শেষের দিকে ওই অভিযোগ অনুসন্ধানে নামলেও কার্যত আমাদের অনুসন্ধান এখনো শেষ হয়নি ৷ ইতিমধ্যে অভিযোগের স্বপক্ষে বেশ কিছু নথিপত্র সংগ্রহ করা হয়েছে ৷ অনুসন্ধান কর্মকর্তাও সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ৷ রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তার বক্তব্য নেওয়া হয়েছে ৷’

তিনি আরো বলেন, অনেক দিন আগে অনুসন্ধান শুরু করলেও অদৃশ্য কারণে অনুসন্ধান কাজে স্থবিরতা দেখা দেয় ৷ তবে অনুসন্ধান কাজে গতি আনতে নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে ৷ আশা করছি, খুব শিগগিরই অভিযোগের দালিলিক প্রমাণসহ অনুসন্ধান কর্মকর্তা প্রতিবেদন কমিশনে জমা দেবেন ৷ অভিযোগের বিষয়ে দুদক সূত্রে জানা যায়, ঝিনাইদহ-২ আসনের বর্তমান সংসদ সদস্য (স্বতন্ত্র) তাহজীব আলম সিদ্দিকী রাজধানীতে দখলদারিত্বের রাজত্ব কায়েম করেছেন ৷ আর রাজধানীর গুলশান-২ বাণিজ্যিক এলাকায় ৬/এ নম্বর গুলশান নর্থ অ্যাভিনিউ ২৫ তলা ভবন ‘ডরিন টাওয়ার’-এর মালিক তিনিই ৷ অভিযোগ রযেছে, বিল্ডিং কোড অমান্য করে গড়ে তোলা হয় ভবনটি ৷ ব্যস্ত ফুটপাত ছাড়াও ভবন নির্মাণে রাজউকের জমির কিছু অংশও দখল করেন তিনি ৷ এমনকি রাজউকের জমি দখল করে গুলশানে ওই ভবন নির্মাণের অভিযোগের সত্যতা পাওয়া গেছে রাজউকের পৃথক অনুসন্ধানে ৷ তবে রাজউক থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ৷
এ বিষয়ে রাজউকের একটি সূত্র জানায়, রাজধানী গুলশান নর্থ অ্যাভিনিউর বাণিজ্যিক এলাকা-এর ৬/এ নম্বর প্লটে ২৫ তলা বিশিষ্ট ডরিন টাওয়ার নির্মাণের অনুমোদন (নম্বর-রাজউক/অ:/অ:/জ৩সি৩৭২৮/৯৭/১৪১-০২) দেওয়া হয় ৷ রাজউকের অনুমোদন পাওয়ার পরই ফুটপাত দখল করে ভবন নির্মাণ শুরু হয় ৷
স্থানীয়রা এ সংক্রান্ত অভিযোগ রাজউককে জানানোর পর রাজউকের কর্মকর্তারা কয়েকবার সরেজমিন পরিদর্শন করেন ৷ ডরিন ভবন নির্মাণে অনিয়ম করা হয়েছে বলে ২০১৫ সালের মে মাসে একটি অভিযোগ রাজউকে জমা পড়েছে ৷ যেখানে বলা হয়েছে, রাজউকের অন্তত ৩ কাঠা জমি দখল করা হয়েছে ৷ বর্তমানে অভিযোগ থেকে বাঁচার জন্য রাজউকের ওই জমির দালিলিক প্রমাণ সংগ্রহের চেষ্টা চলছে, এমন অভিযোগে টাওয়ারটি পরিদর্শন করা হয় ৷ পরিদর্শনে ভবনের সামনের ফুটপাত দখলের বিষয়টি নজরে আসে৷ অবশ্য এ বিষয়ে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি৷
এ বিষয়ে দুদকে আসা অভিযোগের সূত্রে আরো জানা যায়, ২৫ তলা বিশিষ্ট নির্মাণাধীন ডরিন টাওয়ারের পাশের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) জমির প্রতি লোলুপ দৃষ্টি পড়ে তাহজীব সিদ্দিকীর৷ পাশাপাশি টাওয়ারটির রাস্তার সামনে ব্যারিকেড দিয়ে বন্ধ রাখা হচ্ছে গাড়ি চলাচল ৷ ভবন মালিকের ভয়ে স্থানীয়রা তটস্থ থাকায় কেউ তার অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহস পায় না ৷
গুলশান-বনানী সড়কের মোড়ের ওই ভবনটির সম্মুখ ভাগ ফুটপাত দখল করে নির্মাণ করা হয় ৷ গুলশান-বনানী লিংক রোডের কিছু অংশ দখল করে বসানো হয়েছে লোহার ব্যারিকেড৷ সেখানে রাখা হয়েছে অসংখ্য গাড়ি ৷ বিল্ডিং কোড অনুযায়ী ভবনের কোনো দিকেই ছাড় দেওয়া হয়নি ৷ আগুন বা কোনো দুর্ঘটনা ঘটলে কী অবস্থা হবে, এমন শঙ্কায় রয়েছেন আশপাশের ভবন মালিক ও বাসিন্দারা ৷ ভবনটির সামনে গুলশান-বনানী লিংক রোডটি দ্বিমুখী হলেও এমপির হস্তক্ষেপে চালকদের একমুখী চলতে বাধ্য করা হচ্ছে ৷
এসব অভিযোগের বিষয়ে কথা বলতে সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি ৷





নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড
ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা
আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ
নলছিটি থেকে ডাবল মার্ডারের আসামী আয়েশা গ্রেপ্তার
ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২