মঙ্গলবার ● ২৭ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাবতলীতে বিরোধের জের ধরে বসতবাড়ীতে হামলা : আহত ৩
গাবতলীতে বিরোধের জের ধরে বসতবাড়ীতে হামলা : আহত ৩
বগুড়া প্রতিনিধি :: (১৩ পৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.২২মি.) বগুড়ার গাবতলীতে জমির মালিকানা দাবী করে বসতবাড়ী ভাংচুর ও তিনজনকে বেদমভাবে মারপিট করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ২৬ ডিসেম্বর সোমবার গাবতলী সদর ইউনিয়নের তরফমেরু গ্রামে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, গাবতলী সদর ইউনিয়নের তরফমেরু গ্রামের মৃত লাল মোহাম্মাদ তরফদারের ছেলে দরুল হুদা টিটু পৈত্রিকসূত্রে ও কবলামূলে ৯শতক জমির উপর বাড়ীঘর তৈরী করে দীর্ঘদিন থেকে বসবাস করে আসছে। কিন্তু একই গ্রামের সুমন, সজল, শামীম ও চাঁন তরফদার অবৈধভাবে ওই জমির মালিকানা দাবী করে গত ২৬ডিসেম্বর বিকেলে লোহার রড, শাবল, বাটাম ইত্যাদি অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে দরুল হুদা টিটুর বাড়ীতে প্রবেশ করে তার বড় ছেলে কাউছার রহমান (২২), ছোট ছেলে সামিউল আলীম রনি (১৮) ও ভাতিজা শিপন (২৮)কে বেদমভাবে মারপিট এবং বসতবাড়ী ভাংচুর করে। এদের মধ্যে শিপনকে গুরুত্বর আহত অবস্থায় গাবতলী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দরুল হুদা টিটু বাদী হয়ে ঘটনার দিনেই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।