শনিবার ● ৩০ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » জনদুর্ভোগ » প্রচন্ড গরমে ঈশ্বরদীর জনজীবনে স্থবির
প্রচন্ড গরমে ঈশ্বরদীর জনজীবনে স্থবির

ঈশ্বরদী প্রতিনিধি :: দেশের অন্যতম গরম ও শীত প্রধান এলাকা ঈশ্বরদী ৷ এখানে এবার প্রচন্ড তাপদহ আর তীব্র রোদে দুর্বিসহ হয়ে উঠেছে জনজীবন৷ গত সপ্তাহ খানেক সময় ধরে এখানকার তাপমাত্রা ৪১ ডিগ্রী পর্যন্ত উঠানামা করছে৷ ফলে জনজীবনও অনেকটা স্থবির হয়ে উঠেছে৷ অসহ্য গরমে হিটস্ট্রোকের রোগী,ডায়রিয়া-কলেরা,সর্দি-কাশি ও জ্বরসহ বিভিন্ন প্রকার রোগীর সংখ্যা হাসপাতালে প্রতিদিনই বাড়ছে বলে আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ শামীম জানান৷ বেসরকারী হাসপাতাল ও ক্লিনিকেও এসব রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ৷ চিকিত্সকদের মতে,শিশু ও বৃদ্ধরা বেশী এসব রোগে আক্রান্ত হচ্ছে ৷ অব্যাহত তাপদহ কৃষিকুলেরও ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে ৷ বিভিন্ন সুত্রমতে,শুধু হিটস্ট্রোকেই গত দশ দিনে কয়েক জনের মৃত্যু হয়েছে ৷ চলতি সপ্তাহ জুড়ে গরমের তীব্রতা বাড়ায় মানুষের জীবনে স্থবিরতা লক্ষ্য করা যাচ্ছে ৷ প্রচন্ড গরমে অতিষ্ঠ মানুষের শরীর থেকে অত্যধিক ঘাম বেরিয়ে পানি শূণ্যতা সৃষ্টি হচ্ছে৷ বিশেষ করে যত গরম পড়ছে ততই মানুষের পানির তৃষ্ণা বেড়ে যাচ্ছে ৷ তৃষ্ণা মিটাতে মানুষ সব সময় ব্যস্ত থাকছে ৷ এজন্য শহর ও গ্রামাঞ্চলে বেড়েছে শরবতের দোকানের সংখ্যা ৷ ডাবের পানির কদর বেড়েছে অনেক ৷ মুল্যও বেড়েছে তিনগুন ৷ বিভিন্ন কোম্পানির বোতলজাত ঠান্ডা পানিরও কদর বেড়েছে ৷ পাশাপশি হাত পাখার কদর ও দাম দু’টোই বেড়েছে৷





আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ
জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ
কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ
আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে
দীর্ঘ ১৮ বছরেও চালু হয়নি মোরেলগঞ্জে পানগুছি নদীর ফেরিঘাট
সড়ক সংস্কারের অভাবে বাড়ছে দুর্ঘটনা, সড়কহীন সেতুতে বাড়ছে ভোগান্তি
পুটিয়াখালী-গাজীরহাট ব্রিজের বেহাল দশা
মোরেলগঞ্জে কালভার্টটি যেন মরণ ফাঁদ : জনদুর্ভোগ
ঘোড়াঘাটে খানাখন্দে ভরা সড়ক জনদুর্ভোগ চরমে
রাউজানে জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে আসা লোকজনদের চরম ভোগান্তি