বুধবার ● ২৯ এপ্রিল ২০২০
প্রথম পাতা » মুক্তমত » সাংবাদিকতা পেশায় সাংবাদিক কারা তা চিহ্নিত করা হোক
সাংবাদিকতা পেশায় সাংবাদিক কারা তা চিহ্নিত করা হোক
মুজিব উল্ল্যাহ্ তুষার :: বাংলাদেশে একমাত্র সাংবাদিকতা পেশায় সাংবাদিক পরিচয় দিতে কোন সার্টিফিকেশন বা সনদ প্রয়োজন হয় না। এর ফলে যে কোন মানের লোকজন এ পেশায় আসছে। আবার সাংবাদিক না হয়েও কখনো সাংবাদিকতা না করেও এখন অনেকে সাংবাদিক নেতা। অর্থের দাপটে, ক্ষমতার দাপটে তারা বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করছে। যেখানে পেশাদার সাংবাদিক বঞ্চিত হচ্ছে।
বর্তমান প্রজন্মের অনেক সাংবাদিক এখন রাজনীতির সাথে সরাসরী সম্পর্ক আছে, তারা পরিচয় গোপন করে সাংবাদিকতা করছে। সাংবাদিকতায় সার্টিফিকেশন ব্যবস্থা নেই বলে এটা সম্ভব হচ্ছে।
মফস্বল সাংবাদিকদের দিকে তাকালে আরো বেহাল অবস্থা। মফস্বল সাংবাদিকতার প্রয়োজনীয়তা বা গুরুত্ব বাড়ালেও সেখানকার ভালোমন্দ বা নীতি আদর্শ দেখার কেউ নেই। যার ফলে চলছে যে যার মত। বেশিরভাগ সংবাদপত্র বা টেলিভিশন বিভাগীয় শহর ছাড়া বেতন ভাতা দেন না। অধিকাংশ জেলা শহরগুলোতে সাংবাদিকদের কোন বেতন দেওয়া হয় না। কিন্তু সাংবাদিকরা নিজেদের মত করে এ পেশাটাকে একটা মহান চাঁদাবাজী পেশায় রপান্তরিত করেছে। সময় এসেছে এসবের পরিবর্তনের।
সাংবাদিকতা পেশায় সাংবাদিক কারা তা চিহ্নিত করা হোক। এটাকে একটি অন্যান্য বিশেষায়িত পেশার মত সনদ ব্যবস্থা প্রবর্তন করা হোক। যারা কোন দিন ওয়েজবোর্ডের আওতায় বেতন পাননি বা সাংবাদিকতা করে জীবিকা নির্বাহ করেননি, এমন সাংবাদিকদের সাংবাদিক সংগঠনের নেতা বানানো বন্ধ হোক। নেতা হওয়ার স্বার্থে তথাকথিত আন্ডারগ্রাউন্ড সাংবাদিকদের আর পুশবেন কিনা তা ঠিক করুন। তা না হলে সাংবাদিকদের সামনে আরো কঠিন বিপদ অপক্ষো করছে।
লেখক : মুজিব উল্ল্যাহ্ তুষার, রিপোর্টার, দৈনিক আমাদের নতুন সময়,চট্টগ্রাম।





আন্তর্জাতিক ‘আদিবাসী’ দিবসকে ব্যবহার করে রাষ্ট্রবিরোধী চক্রান্ত
সোনালী চিল
যোগ্যজন নির্বাচন এবং জাতীয় ভোটারদিবস-২০২৩
প্রধান শিক্ষককে ফিরে পেতে ছাত্র-ছাত্রীদের আকুতি
সুন্দর সমাজ বিনির্মাণে ভোট প্রদান নাগরিকের দায়িত্ব
প্রকাশিত সংবাদের প্রতিবাদের নামে ষড়যন্ত্র কুচক্রীমহলের
অবচাঁন রাজার গবচাঁন মন্ত্রীর গল্প
চলচ্চিত্রের নায়িকা, মডেলসহ নারীকে গ্রেফতারের ঘটনা জাতীয় ইস্যুতে পরিনত করায় শ্রমজীবী নারী মৈত্রীর নিন্দা
নোয়াখালী বিভাগের দাবীতে প্রধানমন্ত্রী বরাবর খোলা চিঠি