শনিবার ● ৮ জুন ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » হালদায় জোয়ারে ভেসে আসা মরদেহের পরিচয় মিলেছে
হালদায় জোয়ারে ভেসে আসা মরদেহের পরিচয় মিলেছে
আমির হামজা, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে হালদা নদীর জোয়ারের পানিতে ভেসে আসা অজ্ঞাত নারীর লাশের পরিচয় মিলেছে। নিহত এই নারীর নাম খুরশিদ নাহার (৫৯)। তিনি চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা এলাকার চর রাঙ্গামাটিয়া মহল্লার কদল মাঝির বাড়ির মৃত মো. ইদ্রিসের স্ত্রী। গতকাল ৭ জুন শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে রাউজান থানার পূর্বগুজরা তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. আরিফ এই তথ্য নিশ্চিত করেন।
নিহতের ছেলে আনিসুর রহমান বলেন, আমার মা প্রবাসী ছোট ভাইয়ের স্ত্রী ও আমার এক ছেলেসহ পশ্চিম মোহরা কামালের দোকানের সেখানে ভাড়া বাসায় থাকেন। গত বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে ময়দা আনতে মুদির দোকানে যায়। ঘন্টাখানেক পরেও ফিরে না আসায় সম্ভাব্য সকল জায়গার খোঁজখুঁজি করি। শুরুবার সকালে কয়েকটি অনলাইনে নিউজ পেয়ে মায়ের মরদেহের সন্ধান পায়। তার ধারণা কালুরঘাটের সেখানে খালে পড়ে তার মায়ের মৃত্যু হয়। পরে মরদেহ জোয়ারের সময় হালদা নদীতে ভেসে যায়।
রাউজান থানার পূর্বগুজরা তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. আরিফ বলেন, নিহতের ছেলে আনিসুর রহমান তার মায়ের লাশ সনাক্ত করেন। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়। উল্লেখ্য,গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টায় রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের কাগতিয়ার গ্রমের ১নম্বর ওয়ার্ডের কাশেম নগর এলাকার হালদা নদীর ধারে জোয়ারের পানিতে ভেসে আসা একটি নারীর মরদেহ উদ্ধার করেন রাউজান থানা পুলিশ। পরেরদিন শুক্রবার সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। বিভিন্ন পত্রিকার অনলাইন ভার্সনে সংবাদ পেয়ে খুরশিদা নাহারের স্বজনেরা মর্গে গিয়ে মরদেহটি শনাক্ত করেন।





মিরসরাইয়ে ৮শ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী গ্রেফতার
দাঁড়িয়ে থাকা কাঠবাহী ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত-৩ : আহত-১০
চির নিদ্রায় শায়িত মিরসরাইয়ের রেমিট্যান্স যোদ্ধা ইসমাঈল
মিরসরাইয়ে ইয়াং জেনারেশন ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত
মিরসরাইয়ে অসহায় মায়ের চিকিৎসায় আর্থিক সহযোগিতা প্রদান
চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনে মনোনয়ন জমা দিয়েছেন ১০ জন প্রার্থী
মিরসরাইয়ে এসএসসি ৯৭ ব্যাচের ৩য় পুনর্মিলনী পালিত
এসএসসি’৯৭ মিরসরাই উপজেলা তৃতীয় পুনর্মিলনী বৃহস্পতিবার