রবিবার ● ২০ আগস্ট ২০২৩
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি » ঘোড়াঘাট এসিল্যান্ডের ব্যক্তিগত নাম্বর ক্লোন
ঘোড়াঘাট এসিল্যান্ডের ব্যক্তিগত নাম্বর ক্লোন
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসানের ব্যবহৃত ব্যক্তিগত মোবাইল নম্বরটি ক্লোন করেছে প্রতারক চক্র।
শনিবার (১৯ আগস্ট) রাত ৮টার পর উপজেলা প্রশাসনের বিভিন্ন মাধ্যমসহ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান তার ব্যক্তিগত ফেইসবুক আইডিতে পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, গত ১৯ আগস্ট শনিবার উপজেলা ভূমি অফিসের নাজির রোকনুজ্জামান নয়ন এর মোবাইলে +৩৮ যুক্ত ০১৭৫০৩৩০৯৪৭ এই ফোন নম্বর থেকে ৩০ সেকেন্ড পরপর দুইবার কল আসে কিন্তু অপরপ্রান্ত থেকে কোন কথা হয়না যা হুবহু এসিল্যাড মাহমুদুল হাসানের ব্যবহারিত মোবাইল নম্বরের মত কিন্তু পার্থক্য শুধু নম্বরের পূর্বে বাংলাদেশী কোড +৮৮ এর পরিবর্তে +৩৮ যুক্ত। সে কারণে নাজির রোকনুজ্জামান বুঝতে পারে এটা কোন প্রতারক চক্র এবং তিনি সাথে সাথে এসিল্যান্ড মহোদয়কে বিষয়টি অবগত করেন। অপরদিকে একই অফিসের সার্টিফিকেট সহকারী মোশাররফ হোসেনের সাথেও একই ঘটনা ঘটে। পরে মোশাররফ হোসেন নেটওয়ার্কের সমস্যা মনে করে ফিরতি কল করলে সে নম্বরে আর কলের কোন সারা না পেয়ে ইউএনও’র সরকারি নম্বরে কল করে বিষয়টি অবগত করেন।
ঘোড়াঘাট উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, আমার মোবাইল ফোন নম্বরটি ক্লোন করে এ পর্যন্ত আমাদের ভূমি অফিসের ২ জনকে ৪/৫ বার করে কল করেছে প্রতারক চক্র। তবে এখন পর্যন্ত কারও কাছে টাকা বা কোনো তথ্য চায়নি বলে বিভিন্ন মাধ্যমে খোঁজ নিয়েছি। এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ওসির সাথে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তিনি এ বিষয়ে কাজ করছেন। বিষয়টি সমাধানের পথে তবে এ বিষয়ে সকলকে সাবধান থাকতে বলা হয়েছে।
ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতে ২ মাদকসেবীর কারাদণ্ড
ঘোড়াঘাট :: দিনাজপুরের ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতে ২ মাদকসেবীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
রবিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এর আগে সকালে উপজেলার কাদিমনগর ও দামোদর এলাকা পুলিশের ডিউটি চলাকালীন সময়ে মাদক সেবনকালে তাদেরকে আটক করা হয়।
কারাদণ্ড প্রাপ্ত আসামীরা হলেন, ঘোড়াঘাট পৌরসভাধীন কাদিমনগর এলাকার আমিনুল ইসলামের ছেলে মামুনুর রশিদ (২৬) ও নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়ার ময়নাগাড়ি পুটিহারা এলাকার হাফিজুর রহমানের ছেলে মিঠু মিয়া (২৩)।
এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ জানান, ঘোড়াঘাট থানা এলাকায় পুলিশের ডিউটিকালীন সময়ে পৃথক পৃথক স্থান থেকে মাদক সেবনকালে তাদেরকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক তাদের ২ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত আসামীদেরকে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।





সাংবাদিকদের উপরে হামলাকারী-হুমকিদাতাদের ছাড় দেওয়া হবেনা
চুয়েটের আয়কর ও ই-রিটার্ন বিষয়ক কর্মশালায় অনুষ্ঠিত
বিশ্ব র্যাঙ্কিংয়ে চুয়েট দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৬ষ্ঠ
পার্বত্য অঞ্চলের ক্রীড়া উন্নয়নের নৈপথ্যের নায়ক নির্মল বড়ুয়া মিলন
ইষ্টওয়েষ্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে রাঙামাটিতে সাংবাদিকদের মৌন মানববন্ধন
দৈনিক গিরিদর্পণ পত্রিকার পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন
আবু সাঈদের নামে বাংলা নতুন ফন্ট উন্মুক্ত
পর্নোগ্রাফি ও চাঁদাবাজি মামলায় কথিত গণমাধ্যমকর্মী হাসান গ্রেফতার
গণমাধ্যমের স্বাধীনতা একশ্রেণীর মাফিয়া চক্রের হাতে জিম্মি হয়ে আছে
রাবিপ্রবি’তে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী